জল্পনা ছিলই। টিভি নাইন বাংলার সেই খবরেই যেন শিলমোহর। বাংলার নানা ক্রীড়া সংস্থাতেই শাসক দলের দাপট। এ বার বাংলা ক্রিকেট সংস্থাতেও কি…? বাংলার ক্রিকেট সংস্থা তথা সিএবির সাব কমিটিতে এলেন মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী কুসুম কুমার দ্বিবেদী। সিএবির অবজারভার কমিটিতে যুক্ত করা হয়েছে কুসুম কুমার দ্বিবেদীকে। গত ৩০ সেপ্টেম্বর বাংলা ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারণ সভায় দেখা গিয়েছিল তাঁকে। পুলিশ অ্যাথলেটিক ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তখনই আন্দাজ করা গিয়েছিল, সিএবিতে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী। শনিবার সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সভায় সাব কমিটি গঠন করা হয়। সেখানেই অবজারভার কমিটির সদস্য হিসেবে রাখা হল কুসুম কুমার দ্বিবেদীকে।
এমনিতেই বাংলা ক্রিকেট সংস্থায় এখন নির্বাচনী হাওয়া। ২০২৫ সালে শীর্ষস্তরে বেশ কিছু রদবদল হতে পারে। মেয়াদ ফুরোচ্ছে সিএবির বেশ কয়েকজন শীর্ষ কর্তার। বঙ্গ ক্রিকেটের মুখ সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য চাইবেন না নির্বাচন হোক। অন্তত বাংলার ক্রিকেটমহল তেমনটাই মনে করছে। শাসক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বকলমে সিএবি চালানোর ভাবনা যে তাঁর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৬ সালে। নির্বাচনের নিরিখে ২০২৬ যেমন গুরুত্বপূর্ণ তেমনই ক্রিকেটের দিক থেকেও। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালে। ঘরের মাঠে খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পাশাপাশি আয়োজক শ্রীলঙ্কাও। তবে বেশির ভাগ ম্যাচ ভারতেই হবে। মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী সরাসরি সিএবির সাব কমিটিতে আসার পর, একটা কথাই এখন ময়দানে জল্পনা তৈরি করেছে। তাহলে কি বাংলার ক্রিকেট সংস্থাতেও জমি শক্ত করতে চাইছে রাজ্যের শাসক দল? চিত্রটা হয়তো দ্রুতই পরিষ্কার হয়ে যাবে!