Mohammed Shami: আমি হলে ওকে… সামিকে নিয়ে নিজের বড় সিদ্ধান্ত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Nov 17, 2024 | 12:40 PM

Sourav Ganguly on Shami: অজি সফরের ভারতীয় স্কোয়াডে মহম্মদ সামির নাম নেই। তারপরও তাঁর ডনের দেশে খেলা নিয়ে আশা হারাচ্ছেন না অনুরাগীরা। এর মাঝে শোনা গিয়েছে নির্বাচকরা সামিকে নিয়ে অবশ্য তাড়াহুড়ো করতে চান না। এই পরিস্থিতিতে সামিকে নিয়ে নিজের বড় সিদ্ধান্ত জানালেন মহারাজ।

Mohammed Shami: আমি হলে ওকে... সামিকে নিয়ে নিজের বড় সিদ্ধান্ত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আমি হলে ওকে... সামিকে নিয়ে নিজের বড় সিদ্ধান্ত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: পাক্কা ৩৬০ দিন পর অ্যাকশনে ফিরে স্বমহিমায় দেখা গিয়েছে মহম্মদ সামিকে (Mohammed Shami)। ১৯ নভেম্বর শেষ বার বল হাতে মাঠে দেখা গিয়েছিল ভারতীয় তারকা পেসারকে। খেলেছিলেন ওডিআই বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। তারপর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা হয়নি সামির। বাংলার জার্সিতে এ বার কামব্যাক ম্যাচ খেলেছেন তিনি। দুই ইনিংসে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৭টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ইন্দোরে তিনি গুরুত্বপূর্ণ ৩৭ রানও করেন। বর্ডার গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে সামির এই পারফরম্যান্স দেখে অনেকেই আশা দেখছেন তিনি শীঘ্রই অস্ট্রেলিার বিমান ধরছেন। অজি সফরের ভারতীয় স্কোয়াডে তিনি নেই। তারপরও তাঁর ডনের দেশে খেলা নিয়ে আশা হারাচ্ছেন না অনুরাগীরা। এর মাঝে শোনা গিয়েছে নির্বাচকরা সামিকে নিয়ে অবশ্য তাড়াহুড়ো করতে চান না। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, তাঁকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতেও দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছেন, তাঁর হাতে থাকলে তিনি সামিকে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিতেন।

RevSportz-কে দেওয়া এক সাক্ষাৎকারে মহম্মদ সামিকে নিয়ে সৌরভ বলেন, ‘আমি হলে মহম্মদ সামিকে অস্ট্রেলিয়ায় অবশ্যই পাঠাতাম। ওর সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার দরকার নেই। অস্ট্রেলিয়ায় ওকে পাঠিয়ে দেওয়া দরকার। যদি ও পারথ টেস্টে নাও খেলতে পারে, তা হলেও অস্ট্রেলিয়াতে ওর যাওয়া দরকার। আজ ও ভালো বোলিং করেছে। ওর প্র্যাক্টিসের মধ্যে থাকা দরকার। অ্যাডিলেড টেস্টের জন্য পরের বিমানেই ওকে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত।’

এই খবরটিও পড়ুন

পারথ টেস্টে জসপ্রীত বুমরার পার্টনার কে হতে পারেন? এই প্রসঙ্গে মহারাজ জানান, আকাশ দীপ নন, প্রসিধ কৃষ্ণ সেই জায়গাটা নিতে পারেন। কারণ উচ্চতার দিক থেকে এবং সেখানকার পরিবেশের জন্য প্রসিধ এগিয়ে থাকবেন। আর একইসঙ্গে সৌরভের দাবি, যেহেতু অ্যাডিলেড টেস্ট ৬ ডিসেম্বর থেকে শুরু তাই সেখানে খেলার জন্য সামিকে পাঠিয়ে দেওয়া উচিত ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

Next Article