KL Rahul: চোটমুক্ত লোকেশ রাহুল মাঠে ফিরে পড়লেন বুমরা-সিরাজদের মুখে, তারপর…

Nov 17, 2024 | 1:14 PM

IND vs AUS: এখনও অবধি এটা নিশ্চিত নয় যে রোহিত শর্মাকে প্রথম টেস্টে পাওয়া যাবে। যার ফলে রোহিতের বদলে ওপেনিংয়ে অন্যতম বিকল্প লোকেশ রাহুল। তিনি যদি পারথ টেস্টের আগে পুরোপুরি ফিট না থাকতেন, তা হলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে অভিমন্যু ঈশ্বরণকেও ওপেনিংয়ে দেখা যেতে পারত।

KL Rahul: চোটমুক্ত লোকেশ রাহুল মাঠে ফিরে পড়লেন বুমরা-সিরাজদের মুখে, তারপর...
চোটমুক্ত লোকেশ রাহুল মাঠে ফিরে পড়লেন বুমরা-সিরাজদের মুখে, তারপর...
Image Credit source: X

Follow Us

কলকাতা: পারথ টেস্টের দিন ঘনিয়ে আসছে। ক্যালেন্ডার বলছে আজ ১৭ নভেম্বর। আর ঠিক ৪দিন পর শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। তার আগে অস্ট্রেলিয়া থেকে মাঝে মাঝে ভারতীয় শিবিরে চোটের খবর আসছিল। ওয়াকায় প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুল (KL Rahul), শুভমন গিলরা চোট পেয়েছিলেন। এক বাউন্সার সামলাতে গিয়ে কনুইতে চোট লেগেছিল রাহুলের। ঝুঁকি এড়ানোর জন্য তিনি মাঠ ছাড়েন। আর শুভমন ফিল্ডিং করতে গিয়ে বুড়ো আঙুলে চোট পান। এ বার সেখান থেকে এল রাহুলের চোটের আপডেট। এখনও অবধি এটা নিশ্চিত নয় যে রোহিত শর্মাকে প্রথম টেস্টে পাওয়া যাবে। যার ফলে রোহিতের বদলে ওপেনিংয়ে অন্যতম বিকল্প লোকেশ রাহুল। তিনি যদি পারথ টেস্টের আগে পুরোপুরি ফিট না থাকতেন, তা হলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে অভিমন্যু ঈশ্বরণকেও ওপেনিংয়ে দেখা যেতে পারত। আপাতত রাহুলকে নিয়ে পাওয়া গিয়েছে স্বস্তির আপডেট।

RevSportz-এর এক রিপোর্ট অনুযায়ী, প্রায় এক ঘণ্টারও বেশি সময় সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন রাহুল। শুধু তাই নয়, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং অন্যান্য সেরা বোলারদের মুখোমুখি হয়েছেন তিনি। এরপর সেন্টার উইকেট থেকে তিনি নেটে যান। সেখানে নতুন বলের পাশাপাশি পুরনো বলেও ব্যাটিং অনুশীলন করেন। সেখানে সাইড আর্ম থ্রোয়াররা দীর্ঘক্ষণ রাহুলকে নেটে বল করে চলেন। যার ফলে একটা স্বস্তি মিলেছে ভারতীয় শিবিরে। যেহেতু রাহুলকে আর ব্যাটিংয়ের সময় অস্বস্তিতে দেখা যাচ্ছে না, ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকেই যশস্বীর ওপেনিং পার্টনার হিসেবে পারথে নামাতে পারে। এ বার অপেক্ষা ২২ নভেম্বরের।

এই খবরটিও পড়ুন


বর্ডার-গাভাসকর ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), জসপ্রীত বুমরা (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, অভিমন্য়ু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ প্লেয়ার- মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।

Next Article