Rohit Sharma: পরিবার বেড়ে হল চার… ইটস অফিসিয়াল! অবশেষে ঘোষণা রোহিত শর্মার
রোহিত শর্মা ও ঋতিকা সজদের বাড়িতে ছোট্ট সদস্য এসেছে। শুক্রবার গভীর রাত থেকেই রোহিত-ঋতিকাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের অনুরাগীরা। এ বার অফিসিয়ালি ঘোষণা করলেন রোহিত শর্মা।
কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করলেন সুখবর। শুক্রবার গভীর রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল যে, পুত্রসন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। হিটম্যানের অনুরাগীদের সোশ্যাল মিডিয়া সাইটে ঘুরছিল যে, দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা। শেষ পর্যন্ত শনিবার দুপুরে ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেন রোহিত। ক্যাপশনে লেখেন ১৫.১১.২০২৪। ওই ছবির ভেতর লেখা ‘ফ্যামিলি, দ্য ওয়ান হোয়ের উই আর ফোর। (যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, পরিবার যেখানে আমরা চার)।’
View this post on Instagram
রোহিত শর্মা ও ঋতিকা সজদের বাড়িতে ছোট্ট সদস্য এসেছে। শুক্রবার গভীর রাত থেকেই রোহিত-ঋতিকাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের অনুরাগীরা। ২০১৫ সালের ১৩ ডিসেম্বর রোহিত ও ঋতিকার বিয়ে হয়। এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তাঁদের মেয়ে সামাইরার জন্ম হয়। এতদিন একাই কেটেছে সামাইরার। এ বার ছোট্ট ভাইয়ের সঙ্গে দিন কাটাতে চলেছে রোহিতের মেয়ে।
দ্বিতীয় সন্তানের জন্মের জন্যই রোহিত ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি। এই সময় স্ত্রী ঋতিকার পাশে থাকতে চেয়েছিলেন রোহিত। বোর্ড সেই ছুটি দিয়েছে ভারতের ক্যাপ্টেনকে। বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা পারথের ওয়াকা স্টেডিয়ামে অনুশীলন করছেন। এ বার দেখার দলের সঙ্গে কবে যোগ দেন রোহিত। এখনও ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে দেরি রয়েছে। ২২ নভেম্বর এ বারের বর্ডার গাভাসকর ট্রফির বল মাঠে গড়াবে। যা চলবে ২৬ নভেম্বর অবধি। এই সিরিজের দ্বিতীয় টেস্ট ৬-১০ ডিসেম্বর। যদি পারথে না খেলেন রোহিত, তা হলে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে তাঁকে দেখা যেতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল।