India vs South Africa 2nd T20 2024 Toss: ফের টস হার, ব্যাটিংয়ে ভারত; কম্বিনেশন ধরে রাখলেন স্কাই
IND vs SA 2nd T20I 2024, Confirmed XI: প্রথম ম্যাচ জিতলেও ভারতের কিছুটা অস্বস্তি ছিল অভিষেক শর্মার পারফরম্যান্স। তেমনই স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটিং করতে না পারা। কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন তরুণ বাঁ হাতি ওপেনার অভিষেক শর্মা। এরপর আর বড় ইনিংস নেই।
টি-টোয়েন্টিতে এ বছর স্বপ্নের ফর্মে রয়েছে ভারত। ২৩টির মধ্যে ২২ ম্যাচেই জয়। আইসিসি ক্রমতালিকাতেও ভারত এক নম্বর টি-টোয়েন্টি টিম। এর মধ্যে টানা ১১ ম্যাচে জয়। ডারবানে প্রথম ম্যাচে এক নম্বরের মতোই পারফর্ম করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। ৬১ রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা। বেরহায় দ্বিতীয় ম্যাচে টস জিতলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্কব়্যাম। এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা থাকায় টস জিতে রান তাড়ারই সিদ্ধান্ত নিলেন।
প্রথম ম্যাচ জিতলেও ভারতের কিছুটা অস্বস্তি ছিল অভিষেক শর্মার পারফরম্যান্স। তেমনই স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটিং করতে না পারা। কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন তরুণ বাঁ হাতি ওপেনার অভিষেক শর্মা। এরপর আর বড় ইনিংস নেই। ৮ ইনিংসে এখনও অবধি ১৬৬ রান অভিষেকের। বেরহায় তাঁর দিকে বাড়তি প্রত্যাশা থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। দ্বিতীয় ম্যাচে প্রত্যাশা ছিল রমনদীপ সিংকে খেলানোর। যদিও ওয়েটিং লিস্টেই থাকলেন। একাদশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সূর্যকুমার যাদবের।
প্রোটিয়া শিবির ব্যাটিং আক্রমণ শক্তিশালী করল। গত ম্যাচে রান তাড়ায় খেই হারিয়েছিল। সে কারণে প্যাট্রিক ক্রুগারের পরিবর্তে অভিজ্ঞ ব্যাটার রিজা হেনড্রিক্সকে একাদশে যোগ করা হয়েছে।
ভারতের একাদশ: সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, আবেশ খান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রায়ান রিকেলটন, এইডেন মার্কব়্যাম, ত্রিস্তান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, আন্দিলে সিমেলেনে, জেরাল্ড কোৎজে, কেশব মহারাজ, এনকাবা পিটার