তিন বছর। সময়টা কম নয়। ২০২১ থেকে ২০২৪। এতটা দীর্ঘ অপেক্ষাই করতে হয়েছে বরুণ চক্রবর্তীকে। ২০২১ সালে হঠাৎই টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ। কিন্তু আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেটে যে আকাশ-পাতাল পার্থক্য, বাস্তব বুঝতে খুব বেশি সময় লাগেনি। বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় হয়েছিল ভারতের। বাদ পড়েছিলেন বরুণ চক্রবর্তীও। জাতীয় দলে ফিরতে তাঁর সেরা পথ ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করা। সেটাই করে এসেছেন। সাফল্যের পুরস্কারও পেয়েছেন। বেরহায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ার সেরা বোলিং। কী বলছেন বরুণ চক্রবর্তী?
জাতীয় দলে প্রত্যাবর্তনের কোনও রাস্তায় বাদ রাখেননি, এমনটাই জানালেন বরুণ। বলেন, ‘শুরুর দিকে সাইডস্পিন করতাম। জাতীয় দল থেকে বাদ পড়ার পর নিজের খেলার ভিডিয়ো নিয়ে দীর্ঘ সময় কাটিয়েছি। ভুলগুলো খুঁজে বের করেছি। সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি। আইপিএলেই শুধু নয়, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে পারফর্ম করেছি।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশেষ মাইলফলকে বরুণ। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট। বরুণ বলছেন, ‘আজ আমার ছেলের জন্মদিন। এমন দিনে পারফরম্যান্সটা খুবই ভালো লাগছে। কিন্তু ম্যাচটা জিতলে আরও বেশি ভালো লাগতো।’ জন্মদিনে ছেলেকে ফাইফার উপহার, বলাই যায়! এর মাঝেই অবশ্য মজার প্রশ্নের মুখে পড়লেন বরুণ চক্রবর্তী। কেরিয়ারে তিনি ক্রিকেট ছাড়াও অনেক কিছুই করেছেন। এর মধ্যে রয়েছে সিনেমা তৈরির কাজও। তা হলে কি বায়োপিক বানানোর কথাও ভাবছেন? স্টুডিও থেকে অভিনব মুকুন্দের করা এই প্রশ্নে অবশ্য হাসি বরুণের। বলেন, ‘আপাতত দেশের হয়ে পারফর্ম করে যাওয়াই লক্ষ্য। আর কিছু ভাবছি না।’