লো-স্কোরিং ম্যাচ। ব্যাটিং বিপর্যয়। সব ঠিক আছে, কিন্তু জয়ের খুব কাছে পৌঁছেও হার! ভারতীয় শিবিরে অস্বস্তি হওয়ারই কথা। বিশেষ করে বরুণ চক্রবর্তীর স্বপ্নের স্পেলের পর। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৩০ বলে ৩০ রান। সেখান থেকে ম্যাচ জিতে দ্বিতীয় বার বিশ্বকাপ জিতেছিল ভারত। এখানে পরিস্থিতি ভারতের পক্ষেই ছিল। কিন্তু শেষ অবধি জয় এল না। ২০ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি ত্রিস্তান স্টাবস ও জেরাল্ড কোৎজের। এক ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আপাতত ১-১। কী বলছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব?
ব্যাটিং ব্যর্থতার মাঝেও শেষ দিকে হার্দিকের ইনিংসের সৌজন্যে লড়াই করার মতো স্কোর গড়েছিল ভারত। ১২৪ রান হয়তো কম। তবে ৬৬ রানে প্রতিপক্ষের ৬ উইকেট নেওয়ার পর জয়ের প্রত্যাশা করাই যায়। ভুল পরিকল্পনাতেই কি খেই হারাল ভারত? সূর্যকুমার যাদবের অবশ্য হারের খেদ নেই। সতীর্থদের লড়াইয়ে গর্বিত তিনি। সম্প্রচারকারী চ্যানেলে বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে যা কিছু হতে পারে। ছেলেদের একটা কথাই বলেছিলাম, তোমাদের যেমন মনে হয়, ট্রাই করো। ফল নিয়ে ভেবো না। তবে সত্যি বলতে, এই ফরম্যাটে ১২৪ রান নিয়ে জেতার আশা না করাই ভালো। তবে আমাদের বোলার, ফিল্ডাররা দুর্দান্ত চেষ্টা করেছে।’
বরুণ চক্রবর্তীর স্পেল নিয়ে উচ্ছ্বসিত সূর্য। বলছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়া একেবারেই সহজ নয়। ও দীর্ঘদিন সুযোগের অপেক্ষায় ছিল। বোলিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছে। আমি নিশ্চিত, এই ম্যাচে কেরিয়ার সেরা বোলিং ও উপভোগ করছে। সিরিজে এখনও ২ ম্যাচ বাকি। অনেক বিনোদনও বাকি। সিরিজ ১-১ অবস্থায় বাকি দুই ম্যাচ আরও আকর্ষণীয় হবে, এটুকু বলতে পারি।’