ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের স্কোয়াড ঘোষণার পরই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আকর্ষণের কেন্দ্রে শিমরন হেটমায়ার। সদ্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান ক্রিকেটের জন্য হতাশার বার্তা এনেছে সেই টুর্নামেন্ট। বিশ্ব ক্রিকেটে একটা সময় রাজত্ব চলত ওয়েস্ট ইন্ডিজের। ওয়ান ডে বিশ্বকাপের প্রথম দুটি সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দু-বার সেরার ট্রফি। অথচ সেই ওয়েস্ট ইন্ডিজ এ বার ওয়ান ডে বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারেনি! শিমরন হেটমায়ার স্কোয়াডে থাকলে কি পরিস্থিতি বদলাতে পারত? এই প্রশ্ন ক্যারিবিয়ান ক্রিকেট প্রেমীদের মধ্যেও। তবে প্রত্যাবর্তন সুখকর হল না হেটমায়ারের। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এই ফরম্যাটে প্রত্যাবর্তন হল ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার শিমরন হেটমায়ারের। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি হল বার্বাডোজের ব্রিজটাউনে। ২০২১ সালে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে খেলেছিলেন শিমরন হেটমায়ার। দীর্ঘ দু-বছরেরও বেশি সময় পর ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ। প্রথম ওয়ান ডে-তে তাঁর ব্যাটে মাত্র ১১ রান। অথচ শুরুটা ভালোই করেছিলেন। স্পিন আক্রমণ শুরু হতেই যেন অস্বস্তিতে পড়লেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম সফল শিমরন হেটমায়ার। নিয়মিত একাদশে সুযোগ পান। আইপিএলের ১৬তম সংস্করণে রাজস্থান রয়্যালস ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। আইপিএলে খেলার সুবাদে ভারতীয় বোলারররা তাঁর কাছে অতি পরিচিত। কিন্তু দেশের হয়ে খেলার সময় যে পরিস্থিতি পুরোপুরি আলাদা হয়ে যায়! বাড়তি তাগিদ দেখা গেল ভারতীয় শিবিরেও। হেটমায়ার ক্রিজে থাকলে চাপ বাড়বে। তাঁর জন্য বিশেষ প্ল্যানও যেন রেডি ছিল জাডেজার। এমনিতেই তাঁর উইকেট সোজা ডেলিভারি যে কোনও ব্যাটারকেই চাপে ফেলে। স্পিন সহায়ক পিচে জাডেজাকে খেলা আরও বেশি ধোঁয়াশার।
জাডেজার টার্ন হওয়া ডেলিভারি যত না ভয়ঙ্কর, তার চেয়ে কয়েকগুন বেশি চাপের টার্নিং পিচে সোজা ডেলিভারি। শিমরন হেটমায়ারও এখানেই ভুল করলেন। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী বাঁ হাতি ব্যাটার জাডেজার ডেলিভারিতে স্কুপ খেলতে গিয়েছিলেন। তাঁর ধারনা ছিল, বল মিডল ও লেগে পড়ায় টার্ন নিয়ে লেগ সাইডেই যাবে। সেই মতোই শট খেলেছিলেন। যদিও এই ডেলিভারি টার্নই হল না। সোজা উইকেট ভেঙে দিল হেটমায়ারের। দীর্ঘ সময় ক্রিজেই ঠায় রইলেন। বোঝার চেষ্টা করলেন, কত বড় ভুল হল তাঁর! সোজা ব্যাটে খেললে হয়তো সে যাত্রায় বেঁচে যেতেন হেটমায়ার।
Jadeja: Ja Shimron Ja!@imjadeja#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/aBTJmL7ENx
— FanCode (@FanCode) July 27, 2023
তাঁর এই আউট নিয়ে জোর আলোচনা। সম্প্রচারকারী ডিজিটাল মাধ্যম সেই ভিডিয়ো দিয়ে লিখেছে, ‘যা শিমরন যা!’ জাডেজার স্ট্রেট ডেলিভারির রহস্য যেন কিছুতেই উদ্ধার করতে পারছিলেন না হেটমায়ার।