T20 World Cup 2021: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় টিম ইন্ডিয়ার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 20, 2021 | 8:29 PM

কে আছেন কে নেই, কুছ পরোয়া নেই। কে অধিনায়ক তা ভাবার সময় নেই। বল হাতে উইকেট নিতে হবে। ব্যাট হাতে চার ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিততে হবে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এটাই টিম ইন্ডিয়া (India)।

T20 World Cup 2021: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় টিম ইন্ডিয়ার
T20 World Cup 2021: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় টিম ইন্ডিয়ার

Follow Us

দুবাই: কে আছেন কে নেই, কুছ পরোয়া নেই। কে অধিনায়ক তা ভাবার সময় নেই। বল হাতে উইকেট নিতে হবে। ব্যাট হাতে চার ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিততে হবে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এটাই টিম ইন্ডিয়া (India)। প্রথম প্রস্তুতি ম্যাচে ঈষান কিষাণ, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম ম্যাচে কেএল রাহুল, দ্বিতীয় ম্যাচেও তাঁর সাপোর্ট। সূর্যকুমার যাদব সেদিও ছিলেন, এদিও। সাদা বলে নীল জার্সিধারীদের পারফরম্যান্স বলছে সামনে যে আসবে সেই উড়ে যাবে। যেমন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে উড়ে গেল অস্ট্রেলিয়া (Australia)।

খেলার শুরুতেই চমক ছিল, বিরাট দলে থাকলেন, কিন্তু অধিনায়ক হিসেবে টস করতে নামলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৫২ রান স্কোর বোর্ডে তুললো। সাতজন বোলারকে ব্যাবহার করল ভারত। ৪ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট, ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ভুবনেশ্বর কুমার। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট রাহুল চাহার ও রবীন্দ্র জাদেজার। ৫৭ রান করলেন স্টিভ স্মিথ। ৪১ রান আরেক দিল্লি ক্যাপিটালস ক্রিকেটার মার্কোস স্টোইনিসের।

জবাবে ব্যাট করতে নেমে আবার রাহুলের রমরমা। সঙ্গী রোহিত। ৬৮ রানের ওপেনিং পার্টনারশিপ। ৩১ বলে ৩৯ রান কেএলের। ৪১ বলে ৬০ রান করে ২২ গজ ছাড়লেন রোহিত। বাকি কাজটা করলেন সূর্যকুমার ও হার্দিক পাণ্ডিয়া। অপরাজিত ৩৮ সূর্যর। ১৪ রান হার্দিকের। ১৭.৫ ওভারেই ম্যাচ জিতে নিল ভারত। সঙ্গে আত্মবিশ্বাসের ফুল ডোজ।

জোড়া প্রস্তুতি ম্যাচের পালা শেষ করে এ বার পাকিস্তান (Pakistan) ম্যাচের আবহে ঢুকে পড়বে টিম ইন্ডিয়া। বিরাটদের আত্মবিশ্বাস বলে দিচ্ছে বাবর আজমদের বিরুদ্ধে মাঠে নামার আগে সম্পুর্ণ তৈরি তাঁরা। চাপটা পাকিস্তানের কোর্টেই থাকবে। আগামী রবিবার পাকিস্তান ম্যাচ, তার পরের রবিবার খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাই হাতে সময় আছে যথেষ্ট। নিজেদের গুছিয়ে নেওয়ার অনেকটা সময় আছে বিরাট কোহলিদের হাতে।

আরও পড়ুন: T20 World Cup 2021: রবিবারের মহারণের আগেই পাকিস্তানের টিম হোটেলে সানিয়া মির্জা

আরও পড়ুন: T20 World Cup 2021: হার্দিকের বদলে ‘বোলার বিরাট’ অস্ত্রে শান দিচ্ছে ভারত

আরও পড়ুন: T20 World Cup 2021: ভারত-পাক ম্যাচের আগেই রোহিতের ক্যাপ্টেন্সিতে খেললেন বিরাট

Next Article