নয়াদিল্লি: ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে টিম ইন্ডিয়া (Team India) হারার পর চরম সমালোচিত হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটাররা। ভারতীয় বোর্ডের (BCCI) কিছু সিদ্ধান্ত সম্প্রতি টিম ইন্ডিয়ার সমর্থকদের তো বটেই এবং প্রাক্তন ক্রিকেটারদেরও চমকে দিয়েছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিশ্রাম দিয়ে তরুণদের একাদশে রাখা হয়েছিল। ম্যাচের শেষে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, ভারতীয় টিম ম্যানেজমেন্ট সকলকে সুযোগ দিতে চায়। তাই বিরাট-রোহিতদের দ্বিতীয় ওডিআইতে বাদ দেওয়া হয়েছিল। দ্রাবিড় ভারতের হারের যা যুক্তিই দিন না কেন, অনেকেই তা মানতে নারাজ। এ বার বেঙ্কটেশ প্রসাদের (Venkatesh Prasad) মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভারতের সীমিত ওভারের ক্রিকেটারদের কটাক্ষ করলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টেস্টে ভারতের দাপট যে কোনও টিমকেই চাপে রাখে। কিন্তু সেই একই পরিমাণ দাপট কি ভারত বাকি দুই ফর্ম্যাটে বজার রাখতে পেরেছে? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেঙ্কদেশ প্রসাদ মনে করেন, টেস্টে ভারতের পারফরম্যান্স ভালো হলেও, বাকি ২ ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স সাধারণ মানের। আর এটা মেনে নিতে পারছেন না তিনি। এক টুইটে কটাক্ষ করে বেঙ্কটেশ প্রসাদ লেখেন, ‘টেস্ট ক্রিকেট বাদ দিলে ভারতীয় টিম ক্রিকেটের বাকি দুই ফর্ম্যাটে সাধারণ মানের পারফর্ম করছে। বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ওডিআই সিরিজে হেরেছে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছেও ভারত হেরেছে। শেষ ২টো টি-টোয়েন্টি বিশ্বকাপেও খারাপ পারফরম্যান্স ভারতের। না আমরা ইংল্যান্ডের মতো আকর্ষণীয় ক্রিকেট খেলছি, না পুরনো অস্ট্রেলিয়ার মতো বিধ্বংসী ক্রিকেট খেলতে পারছি।’
Despite the money and power, we have become used to celebrating mediocrity and are far from how champion sides are. Every team plays to win and so does India but their approach and attitude is also a factor for underperformance over a period of time.
— Venkatesh Prasad (@venkateshprasad) July 30, 2023
এখানেই থেমে থাকেননি বেঙ্কটেশ প্রসাদ। তিনি আরও বলেন, ‘আমাদের টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু আমরা তারপরও সাধারণ মানের ক্রিকেটারদের নিয়ে মেতে আছি। আমরা কিন্তু একেবারেই চ্যাম্পিয়নের মতো খেলছি না। প্রত্যেক দলই জিততে চায়, ভারতও সেটা চায়। কিন্তু দলের ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি ও মনোভাব এমন দুর্বল পারফরম্যান্সের একটি কারণ।’