India vs Pakistan : বদলে গেল বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের তারিখ, কবে মুখোমুখি রোহিত-বাবররা?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 31, 2023 | 1:13 PM

শুধু ভারত-পাক ম্যাচের দিনক্ষণই নয়, বিশ্বকাপের ঘোষিত সূচিতে আরও বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

India vs Pakistan : বদলে গেল বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের তারিখ, কবে মুখোমুখি রোহিত-বাবররা?

Follow Us

কলকাতা : ওডিআই বিশ্বকাপের সূচি অনুযায়ী ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ হওয়ার কথা। ম্যাচটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলার কথা রয়েছে। কিন্তু বর্তমানে খবর, বদলে ফেলা হয়েছে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের দিন। ১৫ অক্টোবরের পরিবর্তে ম্যাচটি একদিন এগিয়ে ১৪ অক্টোবর করা হয়েছে (World Cup 2023)। শুধু ভারত-পাক ম্যাচের দিনক্ষণই নয়, বিশ্বকাপের ঘোষিত সূচিতে আরও বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। বোর্ড সচিব জয় শাহ এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। আজ ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে সংশোধিত সূচি ঘোষণা হতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। টিকিটের জন্য খোঁজখবর, ট্রেন, ফ্লাইট বুকিং, আমেদেবাদের হোটেলে আগাম বুকিং ইত্যাদি বুঝিয়ে দেয় এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উৎসাহের কতটা। তবে ১৫ অক্টোবরের ম্যাচের তারিখ বদলের সম্ভাবনার কথা উঠে আসছিল বেশ কয়েকদিন ধরে। এর কারণ হল নবরাত্রি। গুজরাটে ধুমধাম করে নবরাত্রি পালিত হয়। উৎসবের মরসুম শুরু হয় নবরাত্রি দিয়ে। ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন। উৎসব ও ক্রিকেট একইসঙ্গে পড়ায় নিরাপত্তায় ঘটতি হতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিসিসিআইকে কয়েকটি সিকিউরিটি এজেন্সি সতর্ক করে দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে আইসিসির কাছে ভারত-পাক ম্যাচের দিন বদলানোর আবেদন জানিয়েছিল বিসিসিআই। সেই আবেদনে সাড়া দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

গত সপ্তাহে বোর্ড সচিব জয় শাহ সূচিতে বদলের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, “সূচি পরিবর্তনের জন্য তিনটি সদস্য দেশ আইসিসিকে চিঠি দিয়েছে। শুধুমাত্র তারিখ এবং সময় পরিবর্তন করা হবে। ভেনু পরিবর্তন করা হবে না। ম্যাচের মধ্যে ছয় দিনের ব্যবধান থাকলে আমরা তা কমিয়ে ৪-৫ দিন করার চেষ্টা করছি। আইসিসির সঙ্গে আলোচনা করে সূচিতে পরিবর্তন হবে।” অর্থাৎ তারিখ বদলালেও ভেনুতে পরিবর্তন হচ্ছে না। ম্যাচের তারিখ পরিবর্তনে বড় সংখ্যক দর্শক বিপাকে পড়বেন। সেসব জেনেও নিরাপত্তা নিয়ে আপোস করতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত বিশ্বকাপের সূচি পরিবর্তন নিয়ে বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Next Article