Shakib Al Hasan: ‘আমরা বিশ্বকাপ জিততে আসিনি’, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই হেরে বসলেন সাকিব?

বুধবার অ্যাডিলেডে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। সেমিফাইনালের পথ পরিষ্কার করতে হলে এই ম্যাচ ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের কাছে ম্যাচের গুরুত্ব কতটা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। দলের ক্যাপ্টেন সাকিব আল হাসানের কথায় ম্যাচের আগেই হেরে বসে থাকার মতো মানসিকতা লক্ষ্য করা গিয়েছে।

Shakib Al Hasan: 'আমরা বিশ্বকাপ জিততে আসিনি', ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই হেরে বসলেন সাকিব?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2022 | 11:44 AM

অ্যাডিলেড: তাঁরা বিশ্বকাপ জিততে আসেননি! বরং অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) জিতে ফেরার মানসিকতা নিয়ে এসেছে ভারত। তাই বুধবার অ্যাডিলেডে ভারতকে (Ind vs Ban) হারাতে পারলে সেটাই হবে অঘটন। অ্যাডিলেডে টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির মুখোমুখি হওয়ার ২৪ ঘণ্টা আগে এমনই মন্তব্য বাংলাদেশের ক্য়াপ্টেন সাকিব আল হাসানের (Shakib Al Hasan)। কেন এমন বললেন সাকিব, কেনই বা বললেন, TV9 Bangla-র এই প্রতিবেদনে পড়ে নিন পুরোটা।

মেলবোর্ন, সিডনি, পারথ হয়ে এবার অ্যাডিলেড। বুধবার টি-২০ বিশ্বকাপে ভারতের সামনে প্রতিবেশী দেশ বাংলাদেশ। ভারত শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে পয়েন্ট খুইয়েছে। এদিকে সাকিব আল হাসানরা শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে পয়েন্ট তুলে নিয়েছে। দুটি দলই একটি ম্যাচের হার ও দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের পার্থক্য রান রেটে। ফলে বুধবার অ্যাডিলেডে যে দল ম্যাচ জিতবে, শেষ চারে ওঠার পথ অনেকটাই সহজ হয়ে যাবে তাদের কাছে। বুধবাসরীয় ম্যাচ তাই ভারত ও বাংলাদেশ উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। অনন্ত ভারতের কাছে এই ম্যাচের যথেষ্ট গুরুত্ব রয়েছে। পারথে প্রোটিয়া পেসারদের চ্য়ালেঞ্জ সামলাতে পারেননি রোহিতরা। ফলস্বরূপ হারের স্বাদ নিতে হয়েছে। বৃষ্টি বাগড়া না দিলে বাংলাদেশের বিরুদ্ধে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায় ভারত। একইসঙ্গে পাকা করতে চায় সেমির পথ। যদিও বাংলাদেশ শিবিরের ভাবনাচিন্তা অন্যরকম। সাংবাদিক বৈঠকে ম্যাচের আগেই হেরে বসার মতো মানসিকতা লক্ষ্য করা গিয়েছে টাইগারদের ক্যাপ্টেনের কথায়।

সাকিব বলেছেন, “আমার মনে হয় স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকবে। কারণ ভারত যেখানেই খেলতে যায় সেখানেই সমর্থন পায়। দারুণ একটা ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে ভারতই ফেভারিট। কারণ তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা বিশ্বকাপ জেতার জন্য আসিনি। আপনাকে পরিস্থিতি বুঝতে হবে। যদি আমরা ভারতের বিরুদ্ধে জিতে যাই তাহলে সেটাই হবে অঘটন। সর্বোচ্চ চেষ্টা করব ভারতের বিরুদ্ধে অঘটন ঘটনাের।” একইসঙ্গে ভারতীয় দলের সুপারস্টার সূর্যকুমার যাদবের প্রশংসায় ভাসেন সাকিব। বলেছেন, “ও দারুণ খেলছে। রেকর্ডের দিক থেকে দেখতে গেলে সম্ভবত ভারতীয় দলের পয়লা নম্বর ব্যাটার। ভারতীয় দলে বিশ্বমানের কয়েকজন ব্যাটার রয়েছেন।”

সাকিবের কথায়, “বাকি দুটো ম্যাচে ভালো খেলতে চাই। ভারত বা পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারলে, সেটাই হবে অঘটন। কাগজে কলমে দুটো দলই আমাদের থেকে অনেক উন্নত। ভালো খেলতে পারলে এবং ভাগ্য সহায় থাকলে না জেতার কোনও কারণ নেই। আয়ারল্যান্ড, জিম্বাবোয়ের মতো দল ইংল্যান্ড, পাকিস্তান টিমকে হারিয়ে দিয়েছে। আমরাও যদি সেটা করতে পারি, ভীষণ খুশি হব।”