অতীতেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। সেটি ছিল স্টপগ্যাপ দায়িত্ব। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন করা হয়েছে সূর্যকুমার যাদবকে। সব কিছু ঠিক থাকলে টি-টোয়েন্টিতে পার্মানেন্ট ক্যাপ্টেন সূর্যই। নতুন শুরুটা দুর্দান্ত হল স্কাইয়ের। শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচ। শুরুটাই হাফসেঞ্চুরি দিয়ে। ক্যাপ্টেন স্কাইয়ের হাফসেঞ্চুরিতে উঠে দাঁড়ালেন কোচ গৌতম গম্ভীরও। হাততালি দিয়ে উৎসাহ জোগান ক্যাপ্টেনকে।
সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীরের বোঝাপড়া দীর্ঘদিনের। ২০১৪ সালে কেকেআরে যোগ দিয়েছিলেন সূর্যকুমার যাদব। পরের মরসুমেই তাঁকে ভাইস ক্যাপ্টেন করা হয়। গৌতম গম্ভীরের ডেপুটি। তাঁর ডাক নাম স্কাইও গম্ভীরের সৌজন্যেই। ২০১৮ সালে সূর্যকুমার যাদবকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ক্যাপ্টেন গৌতম গম্ভীর পরবর্তীতে জানিয়েছিলেন, কেকেআরে তাঁর অন্যতম আপশোস সূর্যকে রাখতে না পারা।
দু-জনে পরবর্তীতে আলাদা ফ্র্যাঞ্চাইজিতে খেললেও যোগাযোগ ছিলই। ক্রিকেট নিয়ে নানা কথাই হত। এ বার কোচ-ক্যাপ্টেনের জুটি। টিম হিসেবে সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে। তবে কোচ গৌতম গম্ভীরের ভরসা রাখলেন স্কাই। ২২ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর ২০ নম্বর হাফসেঞ্চুরি। যদিও হাফসেঞ্চুরির পর দীর্ঘস্থায়ী হয়নি তাঁর ইনিংস। মাতিসা পাথিরানার ইয়র্কারে ফেরেন স্কাই। ২৬ বলে ৫৮ রান করেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।
Captain’s knock by Surya Dada 🌞
SKY leading from the front with a quickfire 50 🤩
Watch #SLvIND LIVE NOW on #SonyLIV 🍿 #MaamlaGambhirHai pic.twitter.com/BsUmTkm5oH
— Sony LIV (@SonyLIV) July 27, 2024