Rinku Singh Best Fielder ভিডিয়ো: দুশখাতে মেডেল পরিয়ে দিতেই রিঙ্কু সিংয়ের স্লোগান ‘গডস প্ল্যান বেবি’

Jul 31, 2024 | 12:14 PM

India vs Sri Lanka T20I Series: আর তৃতীয় ম্যাচে কঠিন পিচে চারে নামানো হলেও আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট। কিন্তু ফিল্ডিংয়ে জান লড়িয়ে দেন। তাঁর সুরক্ষিত হাতে জমা পড়েছে একাধিক ক্যাচ। ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সারপ্রাইজ দিতে পছন্দ করেন। তবে সিরিজের সেরা ফিল্ডার বাছতে কোনও 'সারপ্রাইজ' দিতে পারলেন না।

Rinku Singh Best Fielder ভিডিয়ো: দুশখাতে মেডেল পরিয়ে দিতেই রিঙ্কু সিংয়ের স্লোগান গডস প্ল্যান বেবি
Image Credit source: ScreenGrab, PTI

Follow Us

সেফ হ্যান্ডস। ভারতীয় দলে রিঙ্কু সিংয়ের ক্ষেত্রে তাই বলা হয়। সে কারণেই জিম্বাবোয়ে সিরিজে একটা সিঙ্গলের জায়গায় ২ রান হওয়ায় অবাক হয়েছিলেন সকলেই। রিঙ্কু সিংয়ের তো এমন মিস হওয়ার কথা নয়! একই ঘটনা শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। একটি ক্যাচ নিলেও ব্যালান্স রাখতে পারেননি। বৃষ্টির পর ম্যাচের কারণেই হয়তো ভেজা মাঠে পা ফসকেছিল। ক্যাচ নিয়েও লাভ হয়নি। উল্টে বাউন্ডারি হয়। তবে এগুলো যে অকল্পনীয়, সতীর্থরাও জানেন। আর সে কারণেই নাম ঘোষণার আগেই ঋষভ পন্থ, অর্শদীপ সিংরা বলে দিচ্ছেন, ‘জানি তো, ওই জিতবে’! কী জিতলেন রিঙ্কু সিং?

শ্রীলঙ্কা সিরিজে ব্যাট হাতে সে ভাবে নজর কাড়তে পারেননি। প্রথম ম্যাচে সুযোগ ছিল সীমিত। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংই পাননি। আর তৃতীয় ম্যাচে কঠিন পিচে চারে নামানো হলেও আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট। কিন্তু ফিল্ডিংয়ে জান লড়িয়ে দেন। তাঁর সুরক্ষিত হাতে জমা পড়েছে একাধিক ক্যাচ। ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সারপ্রাইজ দিতে পছন্দ করেন। তবে সিরিজের সেরা ফিল্ডার বাছতে কোনও ‘সারপ্রাইজ’ দিতে পারলেন না। সকলে ধরেই নিয়েছিলেন, রিঙ্কু ছাড়া আর কোনও দাবিদার নেই। একটা সারপ্রাইজ অবশ্য ছিল। রিঙ্কু সিংয়ের গলায় মেডেল পরিয়ে দিলেন কেকেআরের প্রাক্তন তথা গম্ভীরের বর্তমান সহকারী রায়ান টেন দুশখাতে।

সিরিজ শেষে ড্রেসিংরুমে মেডেল সেরিমনিতে ফিল্ডিং কোচ টি দিলীপ ঘোষণা করেন, এই সিরিজেরও সেরা ফিল্ডার আর কেউ নন, রিঙ্কু সিং। এই সিরিজেরও কেন? জিম্বাবোয়ে সফরেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেরা ফিল্ডারের মেডেল জিতেছিলেন রিঙ্কু সিংই। রায়ান টেন দুশখাতেকে ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ অনুরোধ করেন মেডেলটি রিঙ্কুর গলায় পরিয়ে দিতে।

মেডেলের দৌড়ে ছিলেন আরও দু-জন। রিয়ান পরাগ এবং রিয়ান পরাগ। তাঁরা অনবদ্য ক্যাচ নিয়েছেন বেশ কয়েকটি। তবে সার্বিক ভাবে ফিল্ডিংয়ে জান লড়িয়ে দেওয়া রিঙ্কুকেই বেছে নেওয়া হয়। রায়ান টেন দুশখাতে মেডেল পরিয়ে দিতেই রিঙ্কু বলে উঠলেন তাঁর সেই ট্রেডমার্ক লাইন, ‘গডস প্ল্যান বেবি’। সকলেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন।

Next Article