চেন্নাই: নেতা কোহলি ফিরতেই টেস্টে ফের হার ভারতের। বিরাট কোহলির নেতৃত্বে টানা ৪ টেস্টে হার ভারতের। প্রথমবার টানা ৪ টেস্ট হারের সাক্ষী থাকলেন নেতা কোহলি। অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে হারের পরই দেশে ফিরে আসেন বিরাট কোহলি। পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফেরেন তিনি। চেন্নাই টেস্টে দলে ফিরলেও খেলার ফল পাল্টাল না।
আরও পড়ুন:ইংল্যান্ড সব দিক থেকে এগিয়ে, মানছেন বিরাট
গতবছর নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন আর ক্রাইস্টচার্চে পরপর দু’টি টেস্টে হেরেছিল কোহলির ভারত। ২০১৭ সালের পর ঘরের মাঠে কোনও টেস্ট ম্যাচ হারল টিম ইন্ডিয়া। ৩ বছর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ হেরেছিল ভারতীয় দল। দেশের মাঠে বিরাট কোহলির নেতৃত্বে এই নিয়ে দ্বিতীয়বার সিরিজের প্রথম ম্যাচে হারল ভারত। শেষ ১০ বছরে দেশের মাঠে এই নিয়ে ৪টে টেস্ট ম্যাচে হারল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে টানা ১৪টি টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখল ভারত। একই সঙ্গে চিপকে টানা ৮টি টেস্ট অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেল। ১৯৯৯ সালের পর ২১ বছর বাদে চিপকে টেস্ট হারল ভারত।
আরও পড়ুন:বিরাটরা প্রবল ভাবে ফিরবেন, জানেন রুট
ভারত টেস্ট হারলেও এ দিন আরও একটি মাইলস্টোন স্পর্শ করলেন অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে ৫১টি অর্ধশতরান করে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁলেন কোহলি। চিপক টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭২ রান করেন ভারত অধিনায়ক। ৮৮টি টেস্টে ৫১টি অর্ধশতরান করলেন কোহলি। ১১৩টি টেস্টে ৫১টি অর্ধশতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলির সামনে এখন দিলীপ বেঙ্গসরকার এবং বীরেন্দ্র সেওয়াগ। ১১৬ টেস্টে ৫২টি হাফসেঞ্চুরি রয়েছে বেঙ্গসরকারের। ১০৪ টেস্টে ৫৪টি অর্ধশতরান রয়েছে সেওয়াগের। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি রয়েছে সচিন তেন্ডুলকরের। ২০০ টেস্টে ১১৯টি অর্ধশতরান রয়েছে সচিনের। ১৬৪টি টেস্টে ৯৯টি হাফসেঞ্চুরি রয়েছে রাহুল দ্রাবিড়ের। ১২৫ টেস্টে ৭৯টি অর্ধশতরান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। ১৩৪ টেস্টে ৭৩টি হাফসেঞ্চুরি রয়েছে ভিভিএল লক্ষ্মণের।