চেন্নাই: ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি। ম্যাচের সেরা তাঁকে ছাড়া আর কে হতে পারেন! শুধু তাই নয়, ক্যাপ্টেন জো রুটও (Joe Root) দারুণ উজ্জ্বল। ভারতের মাটিতে সিরিজের (India vs England) প্রথম টেস্টে টিমকে জেতালেন। ক্যাপ্টেন হিসেবে এশিয়ায় সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথের। ২১ টেস্টের মধ্যে ৮টা জিতেছিলেন। তাঁর পরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। ১৭ টেস্ট খেলে ক্যাপ্টেন লয়েড জিতেছিলেন ৭টা টেস্ট। এশিয়ায় জো রুট জিতলেন ৬টা টেস্ট। শেষ তিনটে এই ক’মাসে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো, ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে।
A message to you…
From the skipper!
?? #INDvENG ??????? pic.twitter.com/PGEzc1GcQr
— England Cricket (@englandcricket) February 9, 2021
তৃপ্ত রুট ম্যাচের পর বলেছেন, ‘একদম অন্যরকম পরিস্থিতিতে বোলাররা দারুণ পারফর্ম করেছে। শুরুতেই মনে হয়েছিল, উইকেটটা ভালো। প্রচুর রান আছে। প্রথম যে পার্টনারশিপটা আমরা তৈরি করেছিলাম প্রথম ইনিংসে, সেটাই আমাদের এগিয়ে দিয়েছিল। তারপর কিন্তু পুরো টিমই সব পরিস্থিতিতেই সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’
আরও পড়ুন: ইংল্যান্ড সব দিক থেকে এগিয়ে, মানছেন বিরাট
রুট খুব ভালো করেই জানেন, খেলাটা এখানেই শেষ হচ্ছে না। বরং সবে শুরু। ভারতীয় টিম যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য দ্বিতীয় টেস্টে প্রবল ভাবে ফিরে আসার চেষ্টা করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই রুটের। ‘ভারতীয় টিম কিন্তু প্রবল ভাবে ফিরে আসবে। এ বার লড়াইটা কঠিন হবে।’
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ইনিংস ছাড়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। জয়ের জন্য আরও আগে ভারতকে ব্যাট করতে পাঠানোর উচিত ছিল, বলেছেন বিশেষজ্ঞরা। যা মানছেন না রুট। ‘উইকেট দ্রুত পাল্টে যাচ্ছিল। আরও যে বদলাবে, তা খুব ভালো করেই জানতাম। তাই বেশি সময় উইকেটে থাকার চেষ্টা করেছি। যাতে ভারতকে জয়ের অঙ্ক থেকে দূরে রাখা যায়।’
আরও পড়ুন: ইংল্যান্ডের জয়ে হিন্দিতে টুইট কেপির
পঞ্চমদিনের চিপকে পেসার জেমস অ্যান্ডারসন দারুণ পারফর্ম করেছেন। শুভমন, রাহানে, পন্থকে ফিরিয়েছেন তিনি। অ্যান্ডারসনকে নিয়ে উচ্ছ্বসিত ক্যাপ্টেন রুট। ‘৩৮ বছর বয়সেও ও চ্যালেঞ্জ নিচ্ছে। প্রতি মুহূর্তে সেরাটা দিচ্ছে। টিমকে সাহায্য করছে। অ্যান্ডারসন এই কারণেই স্পেশাল। ও আমাদের টিমের কাছে রোল মডেল।’