ইংল্যান্ডের জয়ে হিন্দিতে টুইট কেপির
জো রুট নন, টুইটার ট্রেন্ডিংয়ে এখন কেভিন পিটারসেন।
কলকাতা: জো রুট (Joe Root) নন, টুইটার ট্রেন্ডিংয়ে (Twitter trending) এখন কেভিন পিটারসেন (Kevin Pietersen)। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হিন্দিতে টুইট করে রীতিমতো আলোচনায় ঢুকে পড়েছেন। ভারতের বিরুদ্ধে চিপকে প্রথম টেস্টে ২২৭ রানে জিতেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া সফরে অবিশ্বাস্য সিরিজ জিতে আসার পর ভারত কেন মুখ থুবড়ে পড়ল, তা নিয়ে যখন আলোচনা, তখন কেপির টুইট আগুনে ঘি ঢালছে।
India , yaad hai maine pehele hi chetawani di thi ke itna jasn na manaye jab aapne Australia ko unke ghar pe haraya tha ?
— Kevin Pietersen? (@KP24) February 9, 2021
হিন্দিতে কেপি লিখেছেন, ‘ভারত, মনে আছে তো অস্ট্রেলিয়াতে সিরিজ জয়ের পর আমি সাবধান করেছিলাম, এত উত্সব করো না।’ বিরাটদের ভক্তরা এ নিয়ে উষ্মা প্রকাশ করেননি, বরং কেপির এই টুইট নিয়ে কিন্তু মজা শুরু হয়েছে টুইটারে। অনেকেই লিখেছেন, ‘পিটারসেন, আপনাকে এটা কে লিখে দিল হিন্দিতে!’
Ye tweet kis nay lekh kar di hai?
— Ihtisham Ul Haq (@iihtishamm) February 9, 2021
ঘটনা হল, হিন্দিতে কেপির টুইট করা নতুন নয়। এর আগেও করেছেন। ভারত তাঁর অন্যতম প্রিয় জায়গা। কমেন্ট্রি করতেও আসেন নিয়মিত। তবে, তিনি হিন্দি শিখেছেন কিনা, সে খবর অবশ্য জানা নেই।
আরও পড়ুন: কোথায় আর সচিন-যুবি! ধোনি জমানার এক যুগ পর চিপকে বিরাট ব্যর্থতা
ভারত যখন অস্ট্রেলিয়ায় ২-১ সিরিজ জিতেছিল, তখনও হিন্দিতে টুইট করেছিলেন কেপি। লিখেছিলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য উত্সব পালন করো, ভারত। অনেক বাধা পেরিয়ে তবে এই জয় পেয়েছ তোমরা। কিন্তু মনে রেখো, আসল টিম কিন্তু ইংল্যান্ড। ওরা কিন্তু কয়েক সপ্তাহ পরই আসছে ঘরের মাঠে ওদের হারাতে হবে। সতর্ক থাকো, আগামী দু’সপ্তাহ ধরে অতিমাত্রায় উত্সব পালন করো না।’
India ?? – yeh aitihaasik jeet ka jashn manaye kyuki yeh sabhi baadhao ke khilaap hasil hui hai
LEKIN , ASLI TEAM ??????? ? toh kuch hafto baad a rahi hai jisse aapko harana hoga apne ghar mein .
Satark rahe , 2 saptaah mein bahut adhik jashn manaane se saavadhaan rahen ?
— Kevin Pietersen? (@KP24) January 19, 2021
হিন্দিতে কেপির ওই টুইট নিয়ে কিন্তু বেশ হইচই পড়েছিল। তাঁর ভবিষদ্বাণী যে এ ভাবে মিলে যাবে, তখন কেউ ভাবেননি। প্রথম টেস্ট হারের পর বিরাট কোহলিরা মরিয়া হয়ে ফিরে আসতে চাইছেন চিপকের পরের টেস্টে।
আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বিরাটদের অঙ্ক জটিল হচ্ছে