শুরুতেই ফিল সল্ট কিংবা বেন ডাকেটের উইকেট হারানো। অর্শদীপকে দিয়ে পাওয়ার প্লে-তেই টানা তিন ওভার বোলিং করানো। ভারতীয় শিবিরে চাপ বাড়াচ্ছিল। তার উপর একাদশে রাখা হয়নি মহম্মদ সামিকেও। স্লগ ওভারে কী হবে! যদিও শুরুতে অর্শদীপের বোলিং এবং স্পিন দাপট। ব্যাটিং পিচে মাত্র ১৩২ রানেই অলআউট ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা দুই টিমের লড়াই। প্রথম ম্যাচে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ অবশ্য ভারতের পরিকল্পনার সামনে দাঁড়াতেই পারল না।
ইডেন গার্ডেন্সে জস বাটলার শেষ ম্যাচ খেলেছিলেন গত আইপিএলে। রাজস্থান রয়্যালসের হয়ে চোট নিয়েই অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। সেঞ্চুরি ছিল বাটলারের। ইডেনে এ বার ফিরলেন দেশের জার্সিতে। আর ঠিক যেন শেষ থেকেই শুরু করলেন। উল্টোদিক থেকে পরপর উইকেট পড়তে থাকলেও জস বাটলার বসগিরি করে গেলেন। শেষ অবধি বরুণ চক্রতবর্তীর ঝুলিতে জস বাটলারের উইকেট। দুর্দান্ত লো ডাইভিং ক্যাচ নেন নীতীশ কুমার রেড্ডি। মাত্র ৪৪ বলে ৬৮ রান করেন জস বাটলার।
অর্শদীপ দুই ওপেনারকে ফেরান। শেষ দিকে কোটার বাকি এক ওভার বোলিং করেন। উইকেট কলামে অবশ্য কিছু যোগ হয়নি। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট অর্শদীপের ঝুলিতে। তবে ছাপ ফেললেন বরুণ চক্রবর্তী। গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরই জাতীয় দলে প্রত্যাবর্তন হয় বরুণ চক্রবর্তীর। কেকেআরের প্লেয়ার বরুণের কাছে ইডেন গার্ডেন্স অতি চেনা। এ দিনও নজর কাড়লেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। সূর্যর ডেপুটি অক্ষর নেন ২ উইকেট। হার্দিক পান্ডিয়া ২ উইকেট নিলেও সবেচেয়ে বেশি রান খরচ করেছেন।