ICC World Cup 2023: টি-টোয়েন্টি ভুলে বিশ্বকাপে চেন্নাই যেন দিল টেস্ট ম্যাচের স্বাদ!

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 09, 2023 | 1:51 PM

Team India: কী পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে? রাহুল বলে দিচ্ছেন, 'ক্রিজে যাওয়ার পর বিরাট বলেছিল, উইকেটে বোলারদের জন্য। প্রচুর মশলা রয়েছে। আমাদের ঠিকঠাক ক্রিকেটীয় শট খেলতে হবে। আমাদের কিছু সময় টেস্ট ক্রিকেট খেলে দেখতে নিতে হবে পরিস্থিতি।

ICC World Cup 2023: টি-টোয়েন্টি ভুলে বিশ্বকাপে চেন্নাই যেন দিল টেস্ট ম্যাচের স্বাদ!
টিম ইন্ডিয়া

Follow Us

চেন্নাই: টি-টোয়েন্টির চার-ছক্কার প্লাবণ নেই। শুরু থেকে মারধোরের গল্পও নেই। বরং অনেক দিন পর ক্রিকেট অনেক বেশ ছকে বাঁধা। বিপক্ষকে মেপে খেলা। স্ট্র্যাটেজি মতো হাঁটা। ওয়ান ডে বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরু যেন সাদা বল অন্য স্বাদ-গন্ধের খোঁজ দিচ্ছে। নতুন করে পাওয়া যাচ্ছে ক্রিকেট মৌতাত। চেন্নাইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ম্যাচ কতটা ওয়ান ডে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বরং বলা যেতে পারে, ওভারে বাঁধা টেস্ট ম্যাচের স্বাদ দিয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli), প্যাট কামিন্সরা। ১৯৯ রানের শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ২০০ রানের লক্ষ্য নিয়ে নেমে ২ রানে পড়ে গিয়েছিল ভারতের ৩ উইকেট। সেখান থেকে চেন্নাইয়ের মাঠে জয় তোলা কতটা কঠিন, টেস্ট ম্যাচ ভাবনা না থাকলে যে সম্ভব হত না, তা যেন প্রতি শটে, স্ট্রোকে বুঝিয়ে দিয়েছেন বিরাট আর লোকেশ রাহুল। TV9Bangla Sportsএ বিস্তারিত।

চেন্নাই বরাবর বোলার-ঘনিষ্ঠ মাঠ। স্পিনার কিংবা পেসার, প্রশ্রয় দেয় স্রেফ বোলারদের। আসলে বোলার-তৃপ্ত বাইশ গজ ব্যাটসম্যানদের পরীক্ষার জায়গা। ভারতের বোলাররা যেমন পরীক্ষা নিয়েছেন অস্ট্রেলিয়ানদের, অজিরাও নিয়েছেন ভারতীয়দের। প্যাট কামিন্স, জস হ্যাজেলউডদের দাপটে শুরুতেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ খোয়ানোর আতঙ্কে যখন ভুগছিল, সেখান থেকে কী ভাবে ঘুরে দাঁড়াল, তা নিয়েই ম্যাচের চব্বিশ ঘণ্টা পরও চলছে আলোচনা। প্রতিটা বলের জন্য টক্কর, বল ছাড়া, রাখা, শট নেওয়া— যেন টেস্ট ম্যাচের স্বাদ পেয়েছে চেন্নাই। তীব্র চাপের মধ্যে লোকেশ রাহুল ৯৭ করে নট আউট থেকে যান। বিরাট করে যান ৮৫। টি-টোয়েন্টি মোড ভুলে এমন ম্যাচ জেতানো ইনিংস শেষ কবে দেখা গিয়েছে ক্রিকেটে, খুঁজে দেখতে হবে। বিশ্বকাপের শুরুতেই এমন একটা ম্যাচ যে মানসিক ভাবে অনেকটা এগিয়ে দেবে ভারতীয় শিবিরকে, সন্দেহ নেই।

কী পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে? রাহুল বলে দিচ্ছেন, ‘ক্রিজে যাওয়ার পর বিরাট বলেছিল, উইকেটে বোলারদের জন্য। প্রচুর মশলা রয়েছে। আমাদের ঠিকঠাক ক্রিকেটীয় শট খেলতে হবে। আমাদের কিছু সময় টেস্ট ক্রিকেট খেলে দেখতে নিতে হবে পরিস্থিতি। তারপর পরিকল্পনা ঠিক করব। এই ছিল আমাদের পরিকল্পনা। ভালো লেগেছে যে, আমরা নিজেদের কাজটা যথাযথ করতে পেরেছি।’

ওয়ান ডে ম্যাচে টেস্ট ক্রিকেটের ব্যাকরণ আঁকড়ে ধরা কি শুধু বিরাটই বলেছিলেন রাহুলকে, রবীন্দ্র জাডেজাও বলেছেন। বাঁ হাতি স্পিনার নিয়েছেন তিন উইকেটে। আইপিএলে চেন্নাইয়ের মাঠে খেলতে অভ্যস্ত। জানেন, বাইশ গজের চরিত্র কেমন। পরীক্ষা-নিরীক্ষা না করে টাইট লাইন-লেন্থ মেনে সফল হয়েছেন। জাডেজার কথায়, ‘উইকেট টু উইকেট বল করার ভাবনা ছিল। স্মিথের ক্ষেত্রে বলটা একটু বেশিই টার্ন করেছিল। বল করার সময় ভাবছিলাম, এটা টেস্ট ম্যাচ উইকেট। তাই বেশি পরীক্ষার দরকার ছিল না। পিচ নিজেই তৈরি হয়ে ছিল বাকি কাজটা করে দেওয়ার জন্য।’

Next Article