India vs South Africa: সবুজ উইকেটে ভারতকে স্বাগত জানাতে তৈরি দক্ষিণ আফ্রিকা
ক্রিকেট মহলের মতে এ বার সব থেকে দুর্বল বোলিং অ্যাটাক নিয়ে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হচ্ছে প্রোটিয়ারা। টিম ইন্ডিয়ার কোচ যদিও ফোকাস করছেন নিজেদের দলের ব্যাটিংয়ের দিকে। তাঁর দলের বোলাররা অনেক বেশি অভিজ্ঞতা ও প্রতিভার অধিকারী। কিন্তু বোলারদের ২০ উইকেট নেওয়ার সুযোগ দিতে স্কোর বোর্ডে রান চাই।
সেঞ্চুরিয়ন: সবুজ ঘাসে মোড়া উইকেট। আকাশে মেঘের আনাগোনা। পেস বোলারদের জন্য আদর্শ একটা পরিবেশেই ভারতীয় দলকে (Indian Team) স্বাগত জানাতে তৈরি দক্ষিণ আফ্রিকা (South Africa)। আজ বক্সিং ডে (boxing day) তে শুরু হচ্ছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ক্রিকেট মহল বেশ কিছুদিন আগে থেকেই একটা কথা বলে আসছে, টিম ইন্ডিয়ার সামনে এ বার সূবর্ণ সুযোগ দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের খরা কাটানোর। ক্রিকেট প্রতিভার দিকে থেকে ভারতীয় দল যতটা অভিজ্ঞ ও শক্তিশালী, দক্ষিণ আফ্রিকা ততটাই অনভিজ্ঞ ও দূর্বল। কিন্তু ভারতীয় দলের হেডস্যারের নাম এখন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। নিজেদের আত্মবিশ্বাসকে অন্যদের ছোট করার অঙ্ক হিসেবে দেখেন না তিনি। তাই সমীহের সুরেই কথা বলছেন রাহুল।
সবুজ উইকেটে বিরাট কোহলির (Virat Kohli) দলকে কাত করার পরিকল্পনা এখন বুমেরাং হয়ে ফিরে আসে। কারণ প্রতিপক্ষে ব্যাট হাতে যাঁরাই থাকুন না কেন, বুমরা-সামি-ইশান্ত-উমেশ-সিরাজদের খেলাটা খুব কঠিন কাজ। তাই প্রোটিয়া বোলাররা যে পরিস্থিতি কাজে লাগানোর কথা ভাবছেন সেটা বুমরারা কাজে লাগিয়ে ফেললে মার্করামদের অবস্থা খারাপ হতে পারে।
— BCCI (@BCCI) December 25, 2021
ক্রিকেট মহলের মতে এ বার সব থেকে দুর্বল বোলিং অ্যাটাক নিয়ে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হচ্ছে প্রোটিয়ারা। টিম ইন্ডিয়ার কোচ যদিও ফোকাস করছেন নিজেদের দলের ব্যাটিংয়ের দিকে। তাঁর দলের বোলাররা অনেক বেশি অভিজ্ঞতা ও প্রতিভার অধিকারী। কিন্তু বোলারদের ২০ উইকেট নেওয়ার সুযোগ দিতে স্কোর বোর্ডে রান চাই।
? ? We’ve got some good quality practice over the week.
Head Coach Rahul Dravid speaks about the #TeamIndia‘s preparation in the lead up to the first #SAvIND Test. pic.twitter.com/bCjXbveV0I
— BCCI (@BCCI) December 25, 2021
ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে একটাই প্রশ্ন। পাঁচ নম্বরে কে? ওপেন করবেন মায়াঙ্ক ও রাহুল, তিনে পূজারা, চারে বিরাট, পাঁচে রাহানে নাকি শ্রেয়স? রাহুল পরিস্কার করে কিছু বলছেন না। ফর্মে থাকা শ্রেয়স হোক বা অফ ফর্মের রাহানে। দলের সবাই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ। সবার সঙ্গে কথা বলেছেন। টসের আগে পরিবেশ পরিস্থিতি দেখে দল নির্বাচন। কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে সবটাই দলের স্বার্থে। চার পেসার, এক স্পিনারের অঙ্কই বিরাট-রাহুলদের মাথায় ঘুরছে। পাঁচ ব্যাটারের পাশে ছয় নম্বরে কিপার ঋষভ। সাত থেকে এগারো পর্যন্ত বোলার।
আরও পড়ুন : India vs South Africa: কোচ রাহুলের ‘বিরাট’ উচ্ছ্বাস