Rahul Dravid: ক্যাপ্টেন্সি বিতর্কে অন্দরের কথা প্রকাশ করতে রাজি নন কোচ রাহুল দ্রাবিড়
India vs South Africa: নিজের কেরিয়ারেও রাহুল এক বিতর্কিত অধ্যায়ে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। গ্রেগ-সৌরভ পর্বে তাঁর হাতে উঠেছিল ভারতীয় দলের ক্যাপ্টেন্সি। এখনও সেই পর্ব নিয়ে কোনও কথা বলেন না রাহুল। এবার কোচ হিসেবেও একটা কঠিন সময়ে দায়িত্বে তিনি। বিতর্ক উস্কে দেওয়া নয়। বরং আড়ালে থেকে দলের হাল ধরেছেন।
সেঞ্চুরিয়ান: ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা (South Africa) যাওয়ার আগে যে সাংবাদিক সম্মেলন করেছিল সেটা ছিল বিতর্কের কেন্দ্রে। কারণ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও বিসিসিআইয়ের (BCCI) দাবি উড়িয়ে নিজের আলাদা বক্তব্য পেশ করেছিলেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বিষয় সাদা বলের অধিনায়কত্ব। সেই বিতর্কের আগুন এখনও নেভেনি। তার মাঝেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগের সাংবাদিক সম্মেলনে বিতর্কের আগুনে ঘি ঢালার উপাদান তৈরি ছিল। সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার হেড কোচে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাছে প্রশ্ন, সাদা বলের অধিনায়কত্ব নিয়ে বোর্ডকে তিনি কি বলেছিলেন?
রাহুল খেলোয়াড় জীবন থেকেই বিতর্ক থেকে দুরে থাকতে পছন্দ করেন। রাগ হোক বা দুঃখ তাঁর মুখ থেকে বিতর্কের ইন্ধন পাওয়া যায় না। এবারও পাওয়া গেল না। বিতর্কিত প্রশ্নের বাউন্সার সহজেই সামলে দিলেন রাহুল। “সত্যি কথা বলতে এটা নির্বাচকদের বলার বিষয়। তাই এই কথার মধ্যে আমি ঢুকতে রাজি না। আর এখন এই বিষয়ে কথা বলার সময় বা মঞ্চ কোনটাই নয়। আমার সঙ্গে বোর্ডের কি কথা হয়েছে, সেটা সংবাদ মাধ্যমে বলার বিষয় নয়। তাই আমি সবার সঙ্গে এই বিষয়ে কথা বলব না।”
নিজের কেরিয়ারেও রাহুল এক বিতর্কিত অধ্যায়ে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। গ্রেগ-সৌরভ পর্বে তাঁর হাতে উঠেছিল ভারতীয় দলের ক্যাপ্টেন্সি। এখনও সেই পর্ব নিয়ে কোনও কথা বলেন না রাহুল। এবার কোচ হিসেবেও একটা কঠিন সময়ে দায়িত্বে তিনি। বিতর্ক উস্কে দেওয়া নয়। বরং আড়ালে থেকে দলের হাল ধরেছেন। দলের অন্দরের গুমোট ভাব কাটিয়ে তোলার চেষ্টা করে চলেছেন। অধিনায়ক ও ক্রিকেটার বিরাটের কৃতিত্ব নিয়ে কথা বলতেও তাই পিছপা হচ্ছে না তিনি। ভালোই বুঝতে পারছেন, জয়ের রাস্তায় হাঁটতে শুরু করলেই সব বিতর্ক চলে যাবে ব্যাকফুটে।
আরও পড়ুন : India vs South Africa: কোচ রাহুলের ‘বিরাট’ উচ্ছ্বাস