India vs Australia: ‘ভারত সফরই কামিন্সের অ্যাসিড টেস্ট’, বলছেন বর্ডার

Border-Gavaskar Trophy: এর আগে ২০১৭ সালে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতার সম্ভাবনা তৈরি করেছিল। যদিও তারা পারেনি।

India vs Australia: 'ভারত সফরই কামিন্সের অ্যাসিড টেস্ট', বলছেন বর্ডার
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 6:10 PM

মেলবোর্ন: ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। ৯ ফেব্রুয়ারি নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া চার ম্য়াচের সিরিজের প্রথম টেস্ট। ১৯ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে মরিয়া অস্ট্রেলিয়া। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ টেস্ট সিরিজ জিতেছে ব্যাগি গ্রিনরা। প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কার্যত নিশ্চিত অস্ট্রেলিয়ার। এই মুহূর্তে ৭৫.৫৬ শতাংশ নিয়ে পয়েন্ট টেবিলেও শীর্ষে রয়েছেন কামিন্সরা। ১০টা ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। হেরেছে ৪টে-তে। একটা ড্র। অজিদের পরই রয়েছে ভারত। দু’বছর আগে ঠিক অ্যাসেজ শুরুর আগে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন টিম পেইন। তাঁর বদলে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হন প্যাট কামিন্স। অ্যাসেজে ৪-০ সিরিজ জয়ের পর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ ১-১ ড্র করে। এ বার আসল পরীক্ষা! এমনই বলছেন সে দেশের কিংবদন্তি। বিস্তারিত TV9Bangla-য়।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফি। এই সিরিজ যাঁদের নামাঙ্কিত, তাঁদের একজন অ্যালান বর্ডার মনে করছেন, ভারত সফরই বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের অ্যাসিড টেস্ট। শেষ কয়েক বছর অজিদের বেগ দিয়েছে টিম ইন্ডিয়া। শুধু ঘরের মাঠেই নয়। অস্ট্রেলিয়ায় টানা দু-বার টেস্ট সিরিজ জিতেছে ভারত। দু’বছর আগেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারতীয় দল। বর্ডার বলেন, ‘কামিন্স এবং অস্ট্রেলিয়া দলের জন্য ভারত সফর অ্যাসিড টেস্ট। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে সবার আগে আছে অস্ট্রেলিয়া।’

অজি অধিনায়ক প্য়াট কামিন্সের প্রশংসা করে বর্ডার বলেন, ‘ফাস্ট বোলারকে সাফল্যের সঙ্গে সে ভাবে ক্যাপ্টেন্সি করতে দেখিনি। এই মুহূর্তে আমাদের দেশের এক নম্বর জোরে বোলার। ওর ক্যাপ্টেন্সি অনেককেই বোকা বানিয়েছে। খুব ভালো পারফর্ম করছে ও। দলটাকেও দেখে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে, এ রকম ক্যাপ্টেনের অধীনে খেলতে ক্রিকেটাররাও বেশ স্বাচ্ছন্দ্য।’

৯-১৩ ফেব্রুয়ারি নাগপুরে সিরিজের প্রথম টেস্ট। ১৭-২১ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট দিল্লিতে। ধরমশালায় তৃতীয় টেস্ট ১-৫ মার্চ। আমেদাবাদে চতুর্থ টেস্ট ৯-১৩ মার্চ। এর আগে ২০১৭ সালে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতার সম্ভাবনা তৈরি করেছিল। যদিও তারা পারেনি।