India T20 WC Squad UPDATE:১৫ জনের দল ঘোষণা, মেন্টর মাহি

| Edited By: | Updated on: Sep 08, 2021 | 10:16 PM

ICC T20 World Cup 2021: ১৫জনের দলে কারা পাবেন সুযোগ।কাঁদের ভাগ্যে ছিঁড়বেনা শিঁকে। এখন ভারতীয় ক্রিকেট তাকিয়ে সেদিকেই

India T20 WC Squad UPDATE:১৫ জনের দল ঘোষণা, মেন্টর মাহি
ঘোষিত বিশ্বকাপে ভারতীয় দল

মুম্বইঃ ঘোষিত হল টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। ১৫জনের দলে রয়েছে ৪ স্পিনার ও ৩ পেসার। উল্লেখযোগ্যভাবে দলে স্থান পেয়েছেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। যাঁকে নিয়ে তীব্র আলোচনা চলছে ইংল্যান্ড সিরিজে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই মহেন্দ্র সিংহ ধোনি। এবার ভারতীয় দলে তিনি অন্য ভূমিকায়।

ভারতীয় দল ঘোষণা হয় সাধারণত দুপুরে বা বিকেলে। তবে এদিন বিশ্বকাপের দল ঘোষণা হল রাত ৯টার সময়। মরুশহরে বিশ্বকাপ।সেই কথা মাথায় রেখেই ৪ স্পিনারকে দলে নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে দলে স্থান পেয়েছেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে প্রথম একাদশে না রাখা নিয়ে কম বিতর্ক চলছেনা। এরই মাঝে বিশ্বকাপের দলে ঠাঁই পেলেন অশ্বিন। অশ্বিন ছাড়াও দলে স্পেশ্যালিস্ট স্পিনার হিসেবে জায়গা পেয়েছেনব বরুণ চক্রবর্তী, রাহুল চহ্বার ও অক্ষর প্যাটেল। দলে রয়েছেন আরও এক স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। দলে স্থান পেয়েছে মাত্র ৩ পেসার। বুমরাহ, সামি ও ভুবনেশ্বর কুমার। বাদ পড়েছেন মহম্মদ সিরাজ।

তবে বিশ্বকাপগামী ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দুজন স্পেশ্যালিস্ট উইকেটকিপার। ঋষভ পন্থ ও ঈশান কিষাণ। প্রয়োজনে দলের স্বার্থে উইকেটকিপিং করতে পারবেন কেএল রাহুলও। তবে উল্লেখযোগ্যভাবে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। গতকালই তাঁর বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। তারপর আজ বিশ্বকাপের দলে স্থান পেলেননা শিখর। সময়টা সত্যিই ভাল যাচ্ছেনা ভারতের বাঁহাতি ওপেনারের।

৪ স্পিনার দলে ঢুকলেও জায়গা হয়নি চহ্বাল ও কুলদীপ যাদবের। তবে কি ভারতীয় ক্রিকেটে ক্রমশ ব্রাত্য হয়ে পড়ছে কুল-চা জুটি? প্রশ্ন শুরু হয়েছে ক্রিকেটমহলে। স্ট্যান্ডবাই দলে রাখা হয়েছে শ্রেয়স আইয়ার, শার্দূল ঠাকুর ও দীপক চহ্বারকে।

তবে সব খবরকে ছাপিয়ে গিয়েছে নতুন ভূমিকায় মহেন্দ্র সিংহ ধোনি। এবার বিশ্বকাপে বিরাটদের মেন্টরের ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। যাঁর অধিনায়কত্বেই ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। প্রথমবার টি ২০ বিশ্বকাপ। আর ভারতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথমবার দায়িত্ব পেয়েই বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিলেন মাহি। এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর ১ বছর পর ভারতীয় দলে অন্য ভূমিকায় মাহি। তবে কি ঘুরপথে রবি শাস্ত্রীর উপর চাপ বাড়াল সৌরভের বোর্ড?

ধোনির টি২০ ক্রিকেটে রেকর্ড বেশ ভাল। ২০০৭ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নের তকমা পেয়েছেন। ২০১৪ বিশ্বকাপে রানার্স। তার উপর আইপিএলে তাঁর অধিনায়কত্বে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপারকিংস। মাহির অধিনায়কত্বে বদুবার চ্যাম্পিয়ন্স লিগ টি২০ চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। টি২০ ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা। তার সঙ্গে সাফল্য। ধোনি ছাড়া আর কেই-ই বা হবেন বিরাটের দলের মেন্টর! ধোনিকে নতুন দায়িত্ব দেওয়ার পর ভারতীয় ক্রিকেটমহলে এখনও আলোচনার বিষয় একটাই।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Sep 2021 09:30 PM (IST)

    বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর

    ভারতীয় দলের মেন্টর হলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

  • 08 Sep 2021 09:27 PM (IST)

    কেমন হল ভারতীয় দল?

    ৪ স্পেশ্যালিস্ট ব্যাটসম্যান, ২ জন উইকেটকিপার, ২জন অলরাউন্ডার ,৪ স্পিনার ও ৩ পেসার

  • 08 Sep 2021 09:15 PM (IST)

    স্ট্যান্ডবাই ক্রিকেটার

    শ্রেয়স আইয়ার, শার্দূল ঠাকুর ও দীপক চহ্বার

  • 08 Sep 2021 09:15 PM (IST)

    ঘোষিত ভারতীয় দল

    রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি

  • 08 Sep 2021 09:14 PM (IST)

    ঘোষিত ভারতীয় দল

    ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চহ্বার………..

  • 08 Sep 2021 09:13 PM (IST)

    ঘোষিত হল দল

    ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব….

Published On - Sep 08,2021 8:57 PM

Follow Us: