রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, সুরেশ রায়না, বিরাট কোহলিদের তালিকায় এ বার নাম লেখালেন অভিষেক শর্মা। কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। ভারতের দশম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি এল অভিষেক শর্মার ব্য়াটে। মাত্র ৪৬ বলে ছয় মেরে সেঞ্চুরি করেন অভিষেক শর্মা। মাঝে কিছুটা অস্বস্তির সময় এসেছিল। ৪৩ বলে ৮২ রানে ছিলেন। সে সময় লেগ সাইডের একটি ডেলিভারিতে কট বিহাইন্ডের আবেদন ওঠে। অন ফিল্ড আম্পায়ার আউট দিলেও দ্রুতই রিভিউ নেন। রিভিউতে দেখা যায়, বল তাঁর প্যাডে লেগে কিপারের হাতে পৌঁছেছে। এরপর আর সময় নেননি। তবে সেঞ্চুরির পরের ডেলিভারিতেই আউট অভিষেক।
ভারতীয় ব্যাটারদের মধ্যে দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ছিল সুরেশ রায়না, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, দীপক হুডা, শুভমন গিলের। এ বার সেই তালিকায় নাম লেখালেন অভিষেক শর্মা। গুরু মানেন দেশের কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিংকে। কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই যেন যোগ্য গুরুদক্ষিণা দিলেন অভিষেক শর্মা।
মাত্র ৪৬ বলে সেঞ্চুরি। পরের বলেই যদিও আউট। ৪৭ বলে ১০০ রানে ফেরেন অভিষেক। ইনিংসে ৭টি বাউন্ডারি এবং ৮টি বিশাল ছয়। স্ট্রাইকরেট প্রায় ২১৩। ঠিক যেন আইপিএলের মেজাজেই ব্যাট করবেন। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। কঠিন কাজটাই সহজ করে দেখালেন অভিষেক শর্মা।
What. A. Knock! 🔝
A maiden 💯 in international cricket for Abhishek Sharma! 🙌 🙌
Well played! 👏 👏
Follow the Match ▶️ https://t.co/yO8XjNpOro#TeamIndia | #ZIMvIND | @IamAbhiSharma4 pic.twitter.com/bBpbxs9gjz
— BCCI (@BCCI) July 7, 2024