IND vs ZIM Report: আত্মতুষ্টি! জিম্বাবোয়ে সফরে অশুভ-মহরৎ ভারতের

Jul 06, 2024 | 8:11 PM

India tour of Zimbabwe: ভারতীয় ক্রিকেটের যে গভীরতা তাতে একসঙ্গে দুটো টিম বানানো কোনও ব্যাপার নয়। উল্টোদিকে জিম্বাবোয়ে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারেনি। আট বছর আগে ধোনির ভারত জিম্বাবোয়েতে হার দিয়ে সিরিজ শুরু করলেও জিতেই ফিরেছিল। শুভমনের নেতৃত্বেও সিরিজ শুরু হল হার দিয়ে।

IND vs ZIM Report: আত্মতুষ্টি! জিম্বাবোয়ে সফরে অশুভ-মহরৎ ভারতের
Image Credit source: ZIMBABWE CRICKET

Follow Us

দীর্ঘ ৮ বছর পর ভারতকে টি-টোয়েন্টিতে হারাল জিম্বাবোয়ে। মাত্র ১১৫ রানের পুঁজি নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিল জিম্বাবোয়ে। বিশ্বের এক নম্বর দল। সিনিয়র ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও স্কোয়াডে যাঁরা রয়েছেন টি-টোয়েন্টিতে তাঁদের অভিজ্ঞতা হেলাফেলার নয়। শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, ঋতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিংরা আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছেন। তেমনই আইপিএলে ঝড় তোলা বেশ কয়েকজন। তা হলে কি আত্মতুষ্টির কাছেই হার ভারতের? পাঁচ ম্যাচের সিরিজ ১৩ রানে হার বিশ্ব সেরা ভারতীয় দলের। ২০১৬ সালে শেষ বার ভারতকে হারিয়েছিল জিম্বাবোয়ে।

এ বারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। যদিও বিশ্ব চ্যাম্পিয়ন দলের কেউই এই ম্যাচে ছিলেন না। তবে ভারতীয় ক্রিকেটের যে গভীরতা তাতে একসঙ্গে দুটো টিম বানানো কোনও ব্যাপার নয়। উল্টোদিকে জিম্বাবোয়ে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারেনি। আট বছর আগে ধোনির ভারত জিম্বাবোয়েতে হার দিয়ে সিরিজ শুরু করলেও জিতেই ফিরেছিল। শুভমনের নেতৃত্বেও সিরিজ শুরু হল হার দিয়ে। টপ অর্ডারের ব্যর্থতায় আশার আলো ছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু হাতে মাত্র ১ উইকেট থাকায় চাপ বাড়ছিল।

উল্টোদিকে খলিল আহমেদ। স্ট্রাইক নিজের কাছে রাখতে চাইছিলেন। তবে ১৯তম ওভারে আরও একটি ডেলিভারি বাকি থাকতে ওয়াশিংটন সুন্দর সিঙ্গল নেওয়ায় চাপ বাড়ে। ৭ বলে ১৬ রান প্রয়োজন ছিল ভারতের। যদিও খলিলের উইকেট বাঁচানো সবার আগে জরুরি ছিল। কোনওরকমে সেই ডেলিভারি কাটিয়ে দেন খলিল।

শেষ ওভারে ১৬ রানেরই টার্গেট। ওয়াশিংটন সুন্দরের উপরই যাবতীয় দায়িত্ব। জিম্বাবোয়ে ফিল্ডিংও নজর কাড়ে। দ্বিতীয় ডেলিভারিতে ২ রান নেন সুন্দর। পরের বলে দুর্দান্ত অফ ড্রাইভ মেরে ওয়াশিংটন হয়তো ভেবেছিলেন বাউন্ডারি। রানও নেননি। চতুর্থ বলেও রান না নেওয়ায় ম্যাচ জিম্বাবোয়র হাতেই। ১ বল বাকি থাকতে ১০২ রানেই অলআউট ভারত।

Next Article