IND vs ZIM Report: ধোনির জন্মদিনেই প্রত্যাবর্তন শুভমনদের, ‘অভিষেক’ ব্যবধানে জয়

Jul 07, 2024 | 8:06 PM

India tour of Zimbabwe: শেষ বার ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে হার দিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। তবে সিরিজ জিতেই ফিরেছিল ভারত। কিংবদন্তি ধোনির জন্মদিনে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের। পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালেন শুভমনরা।

IND vs ZIM Report: ধোনির জন্মদিনেই প্রত্যাবর্তন শুভমনদের, অভিষেক ব্যবধানে জয়
Image Credit source: PTI

Follow Us

জিম্বাবোয়ের বিরুদ্ধে হার দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হয়েছিল ভারতের। শেষ বার ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে হার দিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। তবে সিরিজ জিতেই ফিরেছিল ভারত। কিংবদন্তি ধোনির জন্মদিনে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের। পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালেন শুভমনরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটিং তাণ্ডব। বল হাতে মুকেশ কুমারের দুর্দান্ত শুরু। এরপর স্পিনারদের সহযোগিতা। জিম্বাবোয়েকে ২৩৫ রানের বিশাল টার্গেট দিয়েছিল ভারত। টি-টোয়েন্টিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সর্বাধিক স্কোর। শেষ অবধি ১০০ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের।

হার দিয়ে সিরিজ শুরু হওয়ায় অস্বস্তিতে ছিলেন শুভমন গিল। টিমের বাকিদের কাছেও চ্যালেঞ্জ এবং পরীক্ষা ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। তাঁদের শূন্যস্থান ভরাট করা অসম্ভব। তবে নতুনদের কাছে সুযোগ টিম ইন্ডিয়ায় জায়গা পাকা করার। দ্বিতীয় ম্যাচে সেই চ্যালেঞ্জটাই নিয়ে দেখাল ভারতের তরুণ ব্রিগেড। অভিষেক ম্যাচে শূন্য রানে ফেরা অভিষেক এ দিন সেঞ্চুরি করেন। ঋতুরাজ গায়কোয়াড় অপরাজিত ৭৭। আর ভারতের নেক্সট ফিনিশার রিঙ্কু সিং এক ম্যাচের ‘ব্যর্থতা’ কাটিয়ে এই ম্যাচে বুঝিয়ে দিলেন, তিনিই ভবিষ্যৎ।

জিম্বাবোয়েকে ২৩৫ রানের বিশাল টার্গেট দেওয়ার পর দায়িত্ব ছিল বোলারদের উপর। মাত্র দুই পেসারে কম্বিনেশন সাজিয়ে ছিলেন শুভমন গিল। পাওয়ার প্লে-তে ৩ ওভার বোলিং করেন মুকেশ কুমার। সেখানেই তুলে নেন ২ উইকেট। ১৯তম ওভারে তৃতীয় উইকেট নিয়ে জিম্বাবোয়ে ইনিংস শেষ করেন মুকেশ কুমার। আর এক পেসার আবেশ খান নেন ৩ উইকেট। গত ম্যাচে ৪-এর পর আজ ২ উইকেট রবি বিষ্ণোই। অভিষেক শর্মা যে ১০০ রান করেছেন, সেই ব্যবধানেই জয়।

Next Article