India vs Australia, 4th Test 2023, Day 1 Highlights: আমেদাবাদে খোয়াজার সেঞ্চুরি, প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ২৫৫/৪
India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) চতুর্থ টেস্ট (4th Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
আমেদাবাদ: শুরু হয়েছে বর্ডার গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্ট। এই টেস্টের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আমেদাবাদ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথম দিন ৯০ ওভারই ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে অজিদের স্কোর ২৫৫/৪। আমেদাবাদে দুরন্ত শতরান এসেছে অজি ওপেনার উসমান খোয়াজার ব্যাটে। চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ১০৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন খোয়াজা। তাঁর পাশাপাশি ৪৯ রানে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন। উইকেট পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ভারতের বোলারদের। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম দিন দু’টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি। ১টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের প্রথম দিনের লাইভ ব্লগের হাইলাইটস দেখুন TV9Bangla-র এই লাইভব্লগে।
LIVE Cricket Score & Updates
-
আমেদাবাদ টেস্টের প্রথম দিনের খেলা শেষ
- আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা শেষ হল।
- পুরো ৯০ ওভার ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া।
- টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।
- অজিরা প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৫৫ রান।
- দুরন্ত শতরান এসেছে অজি ওপেনার উসমান খোয়াজার ব্যাটে।
- প্রথম দিনের শেষে ১০৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন খোয়াজা।
- উসমানের পাশাপাশি ৪৯ রানে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন।
- ভারতের হয়ে প্রথম দিন দু’টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি।
- ১টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
-
খোয়াজার সেঞ্চুরি
আমেদাবাদ টেস্টে অজি ওপেনার উসমান খোয়াজা সেঞ্চুরি করলেন। ২৪৬ বলে ১০৩ রান করেছেন খোয়াজা। এই নিয়ে দ্বিতীয় বার ভারত সফরে এসেছেন খোয়াজা। ২০১৭ সালে দলের সঙ্গে ভারতে এলেও খেলার সুযোগ পাননি। এ বার পেয়েছেন। আর সেই সুযোগ যথাযথ কাজে লাগাচ্ছেন খোয়াজা। ভারতের মাটিতে এই প্রথম সেঞ্চুরি করলেন খোয়াজা।
-
-
দলগত দু’শো রানের গণ্ডি পেরোল অজিরা
৮০.২ ওভারে অস্ট্রেলিয়ার দলগত দ্বিশতরান পূর্ণ হল।
-
৭৫ ওভারে অস্ট্রেলিয়া ১৯১/৪
- চতুর্থ টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা চলছে
- অজিদের প্রথম ইনিংসের ৭৫ ওভারের খেলা শেষ
- ৭৫ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯১ রান তুলেছে অস্ট্রেলিয়া
- ক্রিজে উসমান খোয়াজা (৮০) ও ক্যামেরন গ্রিন (১০)
-
পিটার আউট
পিটার হ্যান্ডসকম্বের স্টাম্প ছিটকে দিলেন মহম্মদ সামি। ১৭ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেন পিটার। চতুর্থ উইকেট হারাল অজিরা।
-
-
স্মিথের উইকেট হারাল অস্ট্রেলিয়া
আমেদাবাদ টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনের শুরুতে স্টিভ স্মিথের উইকেট হারাল অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাডেজা ভারতকে এনে দিলেন তৃতীয় সাফল্য।৩৮ রান করে মাঠ ছাড়লেন স্মিথ।
-
তৃতীয় সেশন শুরু
আমেদাবাদে চতুর্থ টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা শুরু।
-
চা বিরতি
- আমেদাবাদ টেস্টের প্রথম দিন হল চা বিরতি।
- চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪৯/২।
- দ্বিতীয় সেশনে কোনও উইকেট পেল না ভারত।
- চা বিরতির আগে অবধি ১৮০ বল খেলে ৬৫* রান করেছেন খোয়াজা।
- অন্যদিকে ১২৯ বল খেলে ৩৮* রান করেছেন স্মিথ।
-
৬০ ওভারে অস্ট্রেলিয়া ১৪৫/২
- উসমান খোয়াজা ও স্টিভ স্মিথের জমাট জুটিকে ভাঙতে পারছেন না অক্ষর-জাডেজারা।
- অজিদের প্রথম ইনিংসের ৬০ ওভার শেষে স্কোর ২ উইকেটে ১৪৫।
-
৫০ ওভারে অস্ট্রেলিয়া ১২৮/২
- ভারতের বিরুদ্ধে আমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসের ৫০ ওভারের খেলা শেষ
- ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ১২৮ রান
-
উসমান খোয়াজার হাফসেঞ্চুরি
আমেদাবাদ টেস্টের প্রথম দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন অজি ওপেনার উসমান খোয়াজা।
-
অজিদের দলগত শতরান পূর্ণ
৪১.৩ ওভারে অস্ট্রেলিয়ার দলগত শতরান পূর্ণ হল।
-
৩৫ ওভারে অস্ট্রেলিয়া ৯৫/২
- অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩৫ ওভারের খেলা শেষ
- প্রথম ৩৫ ওভার শেষে ৯৫ রান স্কোরবোর্ডে তুলেছে অজিরা
- হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছেন অজি ওপেনার উসমান খোয়াজা (৪০)
- স্টিভ স্মিথ ব্যাট করছেন ৮ রানে
-
লাঞ্চ বিরতির পর খেলা শুরু
- লাঞ্চ বিরতির পর খেলা শুরু হল।
- ক্রিজে উসমান খোয়াজা ও স্টিভ স্মিথ।
- আমেদাবাদ টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে বল করা শুরু করলেন রবীন্দ্র জাডেজা।
-
লাঞ্চ বিরতি
আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতি হল। অজিরা প্রথম ইনিংসে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৫ রান।
-
লাবুশেন আউট
মার্নাস লাবুশেনের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। দ্বিতীয় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ৩ রান করে মাঠ ছাড়লেন লাবুশেন।
-
২০ ওভারে অস্ট্রেলিয়া ৭২/০
- অজিদের প্রথম ইনিংসের ২০ ওভারের খেলা শেষ।
- প্রথম ২০ ওভারের মধ্যে ওপেনার ট্রেভিস হেডের উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে অস্ট্রেলিয়া।
- ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা ও মার্নাস লাবুশেন।
-
অজিদের ওপেনিং জুটি ভাঙলেন অশ্বিন
দুরন্ত ছন্দে থাকা অজিদের ওপেনিং জুটি ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩২ রান করে মাঠ ছাড়লেন অজি ওপেনার ট্রেভিস হেড।
-
এক ওভারে হেডের ৩টি চার
১৩তম ওভারে উমেশ যাদবের বলে তিনটি চার মেরেছেন অজি ওপেনার ট্রেভিস হেড। ১৩ ওভারের মাথায় অজিদের দলগত ৫০ রান পূর্ণ হয়েছে। পাশাপাশি ওপেনিং জুটির ৫০ রানের পার্টনারশিপও পূর্ণ।
-
১০ ওভারে অস্ট্রেলিয়া ৩০/০
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ ওভারের খেলা শেষ। ছন্দে অজিদের দুই ওপেনার। প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে অস্ট্রেলিয়া।
-
৫ ওভারে অস্ট্রেলিয়া ১৭/০
অজিদের প্রথম ইনিংসের ৫ ওভারের খেলা শেষ। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৭ রান তুলেছে অস্ট্রেলিয়া।
-
বিশেষ কয়েনে হয়েছে আমেদাবাদ টেস্টের টস
আমেদাবাদ টেস্টের টস হয়েছে বিশেষ কয়েনে
Special Coin Toss ? ?
Australia have elected to bat against #TeamIndia in the fourth #INDvAUS Test. pic.twitter.com/psZeo6z5HV
— BCCI (@BCCI) March 9, 2023
-
শুরু আমেদাবাদ টেস্ট
আমেদাবাদ টেস্টের বল মাঠে গড়াল। অজিদের হয়ে ওপেনিংয়ে নামলেন ট্রেভিস হেড ও উসমান খোয়াজা।
-
রোহিত-স্মিথকে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেওয়ার মুহূর্ত
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji presents the special cap to #TeamIndia captain @ImRo45 while The Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese presents the cap to Australia captain Steve Smith.@narendramodi | @PMOIndia | #INDvAUS pic.twitter.com/8RH70LOx0v
— BCCI (@BCCI) March 9, 2023
-
বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি সংবর্ধনা জানালেন অজি প্রধানমন্ত্রীকে
ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি সংবর্ধনা জানালেন অজি প্রধানমন্ত্রীকে
Mr. Roger Binny, President, BCCI presents framed artwork representing 75 years of friendship through cricket to Honourable Prime Minister of Australia Mr. Anthony Albanese#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/Qm1dokNRPY
— BCCI (@BCCI) March 9, 2023
-
অজিদের একাদশ
তৃতীয় টেস্টে যে একাদশ নিয়ে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই একাদশ নিয়েই চতুর্থ টেস্টে নামছে অজিরা।
অস্ট্রেলিয়ার একাদশ: ট্রেভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, টড মার্ফি, নাথান লিয়ঁ ও ম্যাট কুহনেম্যান।
-
টিম ইন্ডিয়ার একাদশ
মহম্মদ সিরাজের বদলে আমেদাবাদ টেস্টে ভারতের একাদশে এসেছেন মহম্মদ সামি।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজা, কোনা শ্রীকর ভরত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব ও মহম্মদ সামি।
-
টস আপডেট
চতুর্থ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ
-
দুই দলের অধিনায়করা পেলেন বিশেষ টেস্ট ক্যাপ
নরেন্দ্র মোদী ও অ্যান্থনি অ্যালবানিজ টেস্ট ক্যাপ তুলে দিলেন রোহিত ও স্মিথদের হাতে
-
স্টেডিয়ামে প্রবেশ করলেন মোদী ও
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রবেশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আর ৩০ মিনিট পর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ।
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and The Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese have arrived at the stadium! @narendramodi | @PMOIndia | @AlboMP | #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/5bijT2ENJ5
— BCCI (@BCCI) March 9, 2023
-
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির অজি প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তাঁকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | Gujarat: Australian Prime Minister Anthony Albanese arrives at Narendra Modi Stadium in Ahmedabad, Prime Minister Modi welcomes him to the venue.
The two Prime Ministers will watch the final match of the #BorderGavaskarTrophy2023 that will begin shortly here. pic.twitter.com/Uv8hevlhzo
— ANI (@ANI) March 9, 2023
-
BGT-র ‘হাইভোল্টেজ’ ম্যাচ
ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রিভিউ পড়ুন বিস্তারিত – IND vs AUS, BGT 2023 : সিরিজ নির্ণায়ক ‘হাইভোল্টেজ’ ম্যাচ, নজরে পিচ থেকে একাদশ
-
মার্ফি কাঁটা উপড়ে ফেলতে পারবেন কোহলি?
অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার টড মার্ফির কাছে বারবার বোকা বনে যাচ্ছেন বিরাট কোহলি।
পড়ুন বিস্তারিত – Murphy vs Kohli: টেস্টে ‘বিরাট’ রানের মাঝে দাঁড়িয়ে মার্ফি
-
দুই দল পিচ দেখার সুযোগ পেলেও, ওয়ার্ম আপ করতে পারবে না
আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচের আগে ওয়ার্ম আপ করতে পারবেন না দুই দলের ক্রিকেটাররা।
Pre-match preparations for the fourth #INDvAUS Test slightly different today with a politcal rally also being held in the venue… https://t.co/7pF0q2JjhJ
— cricket.com.au (@cricketcomau) March 9, 2023
-
আজ BGT-র চতুর্থ টেস্টে হাজির থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী
ঐতিহাসিক দিন। আজ BGT-র চতুর্থ টেস্টে হাজির থাকবেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
A historic day at the Narendra Modi Stadium, Ahmedabad.
PMs @narendramodi & @AlboMP will be arriving here shortly for the 4th & final #IndvAUS Test of the ongoing series.
We are cheering for #TeamIndia, and for the love of cricket that makes the ???? friendship even stronger! pic.twitter.com/51eIiaM4f2
— Arindam Bagchi (@MEAIndia) March 9, 2023
-
নজরে আমেদাবাদ টেস্ট
আজ, ৯ মার্চ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। আর ১ ঘণ্টা পর শুরু হবে আমেদাবাদ টেস্ট।
Published On - Mar 09,2023 8:30 AM