India vs Australia Highlights, WTC Final 2023 Day 2 : WTC ফাইনাল, দ্বিতীয় দিনের খেলা শেষ, ৩১৮ রানে পিছিয়ে ভারত
India vs Australia Live Score in Bengali : ওভালে WTC Final Match শুরু হয়ে গিয়েছে। মুখোমুখি রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দেখুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
লন্ডন : টেস্টে বিশ্ব সেরা হওয়ার লড়াই শুরু হয়ে গিয়েছে। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দুই বছর ধরে একের পর এক টেস্ট সিরিজ খেলে ২০২১-১২ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ ল্যাপে এসে পৌঁছেছে দুটি দল, ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। এই নিয়ে টানা দ্বিতীয় বার WTC ফাইনালে (WTC Final 2023) ভারত। অস্ট্রেলিয়া প্রথম বার। উদ্বোধনী সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। দ্বিতীয় বার ট্রফি জেতার সুযোগ। যদিও ভারতের সঙ্গে ট্রফির দূরত্ব আরও বাড়ছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৬৯ রানে। পেসাররা ম্যাচে ফিরিয়েছিলেন। টপ অর্ডার ঘুরে দাঁড়াতে পারল না। দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে ভারত। এখনও ৩১৮ রানে পিছিয়ে ভারতীয় দল। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন ভারত-অস্ট্রেলিয়া WTC ফাইনালের খুঁটিনাটি।
Key Events
ওভালে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথম দিন সেঞ্চুরি ট্রাভিস হেডের। দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি স্টিভ স্মিথেরও।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৬৯ রানে। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১৫১ রান তুলেছে ভারত। এখনও ৩১৮ রানে পিছিয়ে। ফলো অন আটকাতে চাই আরও ১১৯ রান।
LIVE Cricket Score & Updates
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : তৃতীয় দিন কি মিরাকল হবে!
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন ব্যাকফুটে ছিল ভারত। দ্বিতীয় দিন পেসাররা ম্যাচে ফিরিয়েছিলেন। তবে ব্যাটিং ব্যর্থতায় ফের ব্যাকফুটে ভারত। ওভালে দ্বিতীয় দিনের খেলার বিস্তারিত রিপোর্ট পড়ুন : ওভালে ভারত প্রায় ডোবার মুখে, কেন! রইল কারণ…
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : অশ্বিন আফশোস বাড়ল!
রবিচন্দ্রন অশ্বিনকে রাখেনি ভারত। অজি ব্যাটিং লাইন আপে বেশ কয়েকজন বাঁ হাতি ব্যাটার। ওভালে ম্যাচ যত এগোয় স্পিনাররা সুবিধা পায়। অশ্বিনের চেয়ে তৃতীয় স্পেশালিস্ট পেসার হিসেবে উমেশ যাদবকে খেলানোর সিদ্ধান্ত। নিজের দ্বিতীয় ওভারেই অফস্পিনার নাথান লিয়ঁ নিলেন সেট ব্যাটার রবীন্দ্র জাডেজার উইকেট। অর্ধশতরান থেকে ২ রান দূরে থামলেন জাড্ডু।
-
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ৫০ রানের পার্টনারশিপ
অজিঙ্ক রাহানে-রবীন্দ্র জাডেজা জুটিতে ৫০ রান যোগ হল। যদিও তা ষথেষ্ট নয়। অনেকটা পথ বাকি। ভারত ১২৫-৪। বোলিংয়ে স্পিন। ৩৩ তম ওভারে আক্রমণে নাথান লিয়ঁ।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : এস্কেপ
প্যাট কামিন্সের বলে রাহানেকে লেগ বিফোর দিয়েছিলেন মাঠের আম্পায়ার। বল ব্যাটে লেগেছে বিশ্বাস ছিল। রাহানে রিভিউ নেন। নো বলের কারণে আর কিছু চেক করতে হয়নি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ফলো অন বাঁচাতে চাই ২৭০
ফলো অন আটকাতে ভারতকে করতে হবে ২৭০ রান। ভারতের স্কোর ৮৩-৪। ফলো অন বাঁচাতে চাই আরও ১৮৭ রান।
-
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : বিরাটও ভরসা দিতে পারলেন না
মিচেল স্টার্কের বলে বাড়তি বাউন্স। স্লিপে স্টিভ স্মিথের ক্যাচে ফিরলেন বিরাট কোহলি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ৫০ রানে তৃতীয় উইকেট
মনে হচ্ছিল এই জুটি ভারতকে ভরসা দিতে পারে। টি-ব্রেকের পর পরিস্থিতি ভালো ভাবেই সামলে দিচ্ছিলেন পূজারা, বিরাট। কিন্তু দলের ৫০ রানেই তৃতীয় ধাক্কা। ক্যামেরন গ্রিনের বোলিংয়ে জাজমেন্ট দিয়ে বোল্ড পূজারা। ক্রিজে অজিঙ্ক রাহানে। তাঁর কাছে প্রত্যাবর্তনের ম্যাচ। ব্যর্থ হলে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচও হতে পারে।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ৫০-এ ভারত
ভারতীয় ইনিংসের ৫০ পূর্ণ। এখনও ৪১৯ রানে পিছিয়ে ভারত। ক্রিজে চেতেশ্বর পূজারা-বিরাট কোহলি। অজিদের বিরুদ্ধে বড় ভরসা এই জুটি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : জোড়া ধাক্কা নিয়ে ব্রেকে
টি ব্রেক। ২ উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছে ভারত। দুই ওপেনারই আউট। ক্রিজে চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। এখনও ৪৩২ রানে পিছিয়ে ভারত।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : লাক বাই চান্স!
বল ছাড়তে চেয়েছিলেন বিরাট কোহলি। ব্যাটের কিনারায় লেগে বাউন্ডারি। অল্পের জন্য প্লেড অন থেকে রক্ষা। তবে বাউন্ডারিতে রানের খাতা খুললেন।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : জাজমেন্ট-বোল্ড
দারুণ শুরু হয়েছিল। তবে স্কট বোলান্ডের বোলিংয়ে জাজমেন্ট দিয়ে বিপদ ডেকে আনলেন শুভমন গিল। স্টাম্পের বাইরে বল করছিলেন। হঠাৎ ভেতরে আসা বলে জাজমেন্ট দিলেন গিল। তাঁর উইকেট ছিটকে দিলেন বোলান্ড। ক্রিজে বিরাট কোহলি। ৩০ রানে ২ উইকেট। চাপে ভারত।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ক্লোজ এবং আউট
প্যাট কামিন্সের বোলিংয়ে ভেতরে আসা বল। বাউন্সও কম ছিল। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে লেগ বিফোর করলেন অজি অধিনায়ক। ক্রিজে চেতেশ্বর পূজারা।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : শুভমন ঝলক!
প্যাট কামিন্সের বলে অনবদ্য একটা বাউন্ডারি। বিশ্বের অন্যতম সেরা বোলারের বিরুদ্ধে তাঁর খেলার ধরন মন কেড়েছে ধারাভাষ্যকারদের।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : দ্বিতীয় ওভারের শেষ বলে স্ট্রাইক পেলেন শুভমন
ছন্দে থাকা শুভমনকে দেখার জন্য মুখিয়ে ছিল ওভালের গ্যালারি। বাউন্ডারিতে রানের খাতা খুললেন। নো বলে বোনাস ডেলিভারি। তাতে এল আরও ২ রান।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ভারতের ইনিংস শুরু
ভারতীয় ইনিংসে নজর শুভমন গিলের দিকে। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন শুভমন। এ বার টেস্ট ফাইনালে জ্বলে ওঠার পালা। ওপেনিংয়ে তাঁর সঙ্গী ক্যাপ্টেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং ওপেন করছেন মিচেল স্টার্ক। বাউন্সারে স্বাগত জানালেন রোহিতকে। পরের বলে বাউন্ডারিতে রানের খাতা খুললেন রোহিত।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : অলআউট অজিরা
শেষ উইকেট সিরাজের ঝুলিতেই। কেরিয়ারের ৫১ তম টেস্ট উইকেট সিরাজের। প্যাট কামিন্সের ক্যাচ নিলেন অজিঙ্ক রাহানে। টেস্ট কেরিয়ারের শততম ক্যাচ রাহানের।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : মাইলস্টোন অ্যালার্ট
নাথান লিয়ঁকে বোল্ড করে টেস্ট কেরিয়ারে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে অনন্য মাইলফলকে। প্রথম ইনিংসে শেষ উইকেট তাঁর ঝুলিতে আসবে!
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : চাই আরও এক উইকেট
ইনিংস ডিক্লেয়ারের ভাবনা নেই অজিদের! তবে অস্ট্রেলিয়াকে অলআউট করতে ভারতের চাই আর এক উইকেট। নাথান লিয়ঁকে বোল্ড করলেন সিরাজ। দ্রুত রান তোলার মতো শট খেলেছিলেন। ব্যাটে-বলে সংযোগ হয়নি। ক্রিজে কামিন্স-বোলান্ড শেষ উইকেট জুটি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ক্যারি আউট
অ্যালেক্স ক্যারির উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। ৬৯ বলে ৪৮ রান করে মাঠ ছাড়লেন ক্যারি। লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশনে এটি ভারতের নেওয়া প্রথম উইকেট। আর অজিদের অষ্টম উইকেটের পতন হল।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : দ্বিতীয় সেশন শুরুর পথে
ব্যাটিংয়ে জন্য সেরা সেশন। তবে প্রথম সেশনে চার উইকেট নিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় বোলিং লাইন আপ। এ বার লক্ষ্য দ্বিতীয় সেশনে দ্রুত অজিদের অলআউট করা।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : সেশন আপডেট
কেমন গেল ওভালে দ্বিতীয় দিনের প্রথম সেশন! বিস্তারিত পড়ুন : প্রথম সেশনে ৪ উইকেট, সিরাজ-শার্দূলরা কি অজিদের ৪৫০-র মধ্যে আটকে রাখতে পারবেন?
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : দ্বিতীয় দিনের প্রথম সেশন সমাপ্ত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিন। ওভালে লাঞ্চ ব্রেক। প্রথম সেশন সমাপ্ত। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান যোগ করেছে অস্ট্রেলিয়া। লাঞ্চ অবধি তাদের স্কোর ৪২২-৭।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ইমপ্যাক্ট!
পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে অক্ষর প্যাটেল। তাঁর ডিরেক্ট থ্রোয়ে অস্ট্রেলিয়ার সপ্তম উইকেট হিসেবে ফিরলেন মিচেল স্টার্ক। দ্রুত তিন উইকেটে নজর ভারতের। ক্রিজে অজি অধিনায়ক প্যাট কামিন্স।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : লর্ড শার্দূল!
স্টিভ স্মিথের বড় উইকেট। শার্দূল ঠাকুরের বোলিংয়ে প্লেড অন স্টিভ স্মিথ। ১২১ রানের অনবদ্য ইনিংস খেলে ফিরলেন স্মিথ। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল। স্টিভ স্মিথের ব্যাটে লেগে উইকেটে।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : দ্বিতীয় দিন ওডিআই মেজাজে!
দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় দুটি উইকেট হারালেও ওভার প্রতি প্রায় ৫ রান করে তুলেছে অস্ট্রেলিয়া ব্যাটাররা। ড্রিংকস ব্রেক শেষে ফের খেলা শুরু।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : একের সঙ্গে দুই!
হেডকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য দিয়েছিলেন মহম্মদ সিরাজ। এ বার সামির সৌজন্যে আরও একটা উইকেট। সামির বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ খেলার চেষ্টা ক্যামেরন গ্রিনের। সেকেন্ড স্লিপে অনবদ্য ক্যাচ শুভমন গিলের। ক্রিজে অ্যালেক্স ক্যারি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : সিরাজের ব্রেক থ্রু
দ্বিতীয় দিনও অনবদ্য ব্যাটিং করছিলেন ট্রাভিস হেড। ভারতের ‘হেডে’ক কিছুটা কমালেন সিরাজ। ট্রাভিস হেডকে ফেরালেন। লেগ সাইডে কট বিহাইন্ড হেড। ১৬৩ রানে ফিরলেন।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : হেডের ১৫০ রান পূর্ণ
মহম্মদ সামির বলে চার মেরে ১৫০ রান পূর্ণ করলেন ট্রাভিস হেড।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : স্মিথের সেঞ্চুরি
বিশ্ব টেস্ট ফাইনালের দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন স্টিভ স্মিথ। তিনি শতরান পূর্ণ করতে নিয়েছেন ২২৯ টি বল। এটি স্টিভ স্মিথের টেস্ট কেরিয়ারের ৩১ তম সেঞ্চুরি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : দ্বিতীয় দিনের খেলা শুরু
WTC ফাইনালের দ্বিতীয় দিনের খেলা শুরু। ক্রিজে স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। দ্বিতীয় দিন ভারতের লক্ষ্য থাকবে দ্রুত অজিদের উইকেট তুলে নেওয়া।
-
বিমান দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে ফেরেন, সেই ট্রাভিসই তুলোধনা করছেন ভারতীয় বোলারদের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় বোলারদের পরীক্ষা নিচ্ছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটার ট্রাভিস হেড। ব্যক্তিগত জীবনে একবার বিশাল বিপর্যয়ের মুখে পড়েছিলেন তিনি।
পড়ুন বিস্তারিত – Travis Head : বিমান দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে ফেরেন, সেই ট্রাভিসই তুলোধনা করছেন ভারতীয় বোলারদের
-
হেড-স্মিথদের কাছে পরিকল্পনা ব্যর্থ, হতাশায় সতীর্থদের উদ্দেশে গালিগালাজ রোহিতের!
আবহাওয়া দেখে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিনকে একাদশের বাইরে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল সাজান। তাঁর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়েছে টেস্টের প্রথম দিন থেকেই।
পড়ুন বিস্তারিত – WTC Final 2023 : হেড-স্মিথদের কাছে পরিকল্পনা ব্যর্থ, হতাশায় সতীর্থদের উদ্দেশে গালিগালাজ রোহিতের!
-
অশ্বিনকে নিয়ে রোহিতের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন সৌরভ
WTC Final 2023 : কেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে ঠাঁই হল না রবিচন্দ্রন অশ্বিনের? রোহিতের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
পড়ুন বিস্তারিত – Sourav Ganguly R Ashwin : যদি আমি অধিনায়ক হতাম…অশ্বিনকে নিয়ে রোহিতের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন সৌরভ
-
IPL এ দল পাননি, WTC ফাইনালে ভারতীয় বোলারদের ত্রাস হয়ে উঠেছেন ট্রাভিস হেড
IND vs AUS, WTC Final 2023 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ওভালে ভারতের বিরুদ্ধে WTC ফাইনালের প্রথম দিনই শতরান করেছেন হেড।
পড়ুন বিস্তারিত – Travis Head : IPL এ দল পাননি, WTC ফাইনালে ভারতীয় বোলারদের ত্রাস হয়ে উঠেছেন ট্রাভিস হেড
-
ওভালে দাপট হেড-স্মিথের, অশ্বিন আফশোসে দিন কাটল ভারতের
IND vs AUS WTC Final 2023, DAY 1 Report: ম্যাচের আগে অবধি পরিষ্কার চিত্র ছিল, দুই স্পিনারে নামছে ভারত। টসের সময় চিত্রটা বদলে গেল। গত বার সাউদাম্পটনে হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বৃষ্টি হয়েছিল। দুই স্পিনার খেলিয়ে লাভ হয়নি ভারতের। এ বার মাঠ, প্রতিপক্ষ এবং পরিস্থিতি সবই আলাদা। তাহলে নিজেদের শক্তি থেকে সরে আসা কেন!
পড়ুন বিস্তারিত – WTC Final 2023: ওভালে দাপট হেড-স্মিথের, অশ্বিন আফশোসে দিন কাটল ভারতের
-
ফিরে দেখা হেডের WTC ফাইনালের শতরান
ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন শতরান করেছেন ট্রাভিস হেড। এক ঝলকে ফিরে দেখা হেডের সেঞ্চুরি।
It wasn't all easy for Travis Head on his way to the first-ever World Test Championship Final century ?
? Watch highlights: https://t.co/veWz53mt3R#WTC23 | #AUSvIND pic.twitter.com/gSziP9jUmZ
— ICC (@ICC) June 8, 2023
-
আজ WTC ফাইনালের দ্বিতীয় দিন
ওভালে WTC ফাইনালের আজ দ্বিতীয় দিন।
Published On - Jun 08,2023 2:04 PM