India vs Australia Highlights, WTC Final 2023 Day 3 : জাডেজার জোড়া উইকেট, তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার লিড তিনশো ছুঁইছুঁই
India vs Australia Live Score in Bengali : ওভালে চলছে WTC Final Match। মুখোমুখি রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দেখুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
লন্ডন : ওভালে চলছে টেস্টে বিশ্ব সেরা হওয়ার লড়াই। এই নিয়ে টানা দ্বিতীয় বার WTC ফাইনালে (WTC Final 2023) ভারত। অস্ট্রেলিয়ার জন্য এটাই প্রথম বিশ্ব টেস্ট ফাইনাল। উদ্বোধনী সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিরাট কোহলিদের। এ বার ভারতীয় দলের কাছে দ্বিতীয় বার ট্রফি জেতার একটা সুযোগ। যদিও ভারতের সঙ্গে ট্রফির দূরত্ব ক্রমশ বাড়ছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৬৯ রানে। দ্বিতীয় দিন শুরু হয় ভারতের প্রথম ইনিংস। পাহাড়প্রমাণ রানের সামনে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে ভারত। ৩১৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু হয়। অজিঙ্ক রাহানে (৮৯) ও শার্দূল ঠাকুরের (৫১) অর্ধশতরান ও ১০৯ রানের পার্টনারশিপে ফলোঅন এড়াতে সক্ষম হয় ভারত। শেষমেশ প্রথম ইনিংসে ভারতের ঝুলিতে ওঠে ২৯৬ রান। তৃতীয় দিনের শেষে ৪ উইকেট খুইয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২৩ রান। সব মিলিয়ে অজিরা এগিয়ে ২৯৬ রানে।
Key Events
WTC ফাইনালের প্রথম ইনিংসে অজিরা তুলেছিল ৪৬৯ রান। জবাবে ভারত তুলেছে ২৯৬ রান।
তৃতীয় দিনের শেষে ভারত পিছিয়ে ২৯৬ রানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট খুইয়ে অস্ট্রেলিয়া তুলেছে ১২৩ রান।
LIVE Cricket Score & Updates
-
২৯৬ রানের লিড অস্ট্রেলিয়ার
দিনের অন্তিম সেশনে ভারতীয় বোলারদের দুরন্ত বোলিং। জোড়া উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসের দুই শতরানকারী স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড তাঁর শিকার। তা সত্ত্বেও দিনের শেষে চালকের আসনে প্যাট কামিন্সের দল। প্রথম ইনিংসে ১৭৩ রানের লিড ছিল। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ১২৩ রান। সব মিলিয়ে অজিরা এগিয়ে ২৯৬ রানে।
বিস্তারিত পড়ুন: কাপের সঙ্গে দূরত্ব বাড়ছে…ওভালে যদি মিরাকল হয়!
-
তৃতীয় দিনের খেলার সমাপ্তি
তৃতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেট খুইয়ে ১২৩ রান। দিনের শেষ অজিদের লিড ২৯৬ রানের। ৪১ রানে ব্যাট করছেন মার্নাস লাবুশেন। ৬ রানে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন।
-
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া
প্রথম ইনিংসের শতরানকারী ট্রাভিস হেডকে বেশিক্ষণ টিকতে দিলেন না জাডেজা। ২৭ বলে ১৮ রান হেডের।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : আউট স্মিথ
স্মিথ-লাবুশেন জুটি ভাঙলেন রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসের শতরানকারী ফিরলেন ৩৪ রানে। নতুন ব্যাটার ট্রাভিস হেড। একশোর গণ্ডি পার করেছে অস্ট্রেলিয়া।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : এগোচ্ছে স্মিথ-লাবুশেন জুটি
প্রাথমিক ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়ার স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছে স্মিথ-লাবুশেন জুটি। ২৮ ওভার শেষে ৮৩-২ অস্ট্রেলিয়া।
-
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ৫০ রান পার করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ২০ ওভারের খেলা শেষ। অস্ট্রেলিয়ার স্কোর ৫১-২। স্মিথ ১৬ ও লাবুশেন ২০ রানে ব্যাট করছেন।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ফিরলেন খোয়াজা
চা বিরতির পর প্রথম উইকেট। উসমান খোয়াজাকে (৩৯ বলে ১৩ রান) ফেরালেন উমেশ যাদব। অস্ট্রেলিয়ার লিড ২০০ ছাড়াল।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : মন্থর গতিতে এগোচ্ছে অস্ট্রেলিয়া
খোয়াজাদের হাত খুলে খেলার সুযোগ দিচ্ছেন না মহম্মদ সামি, সিরাজরা। চা বিরতির পর ১৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৪-১।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : চা বিরতি
ওভালে চা বিরতি। অস্ট্রেলিয়ার স্কোর ২৩-১। এগিয়ে ১৯৬ রানে।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ১০ ওভার খেলা শেষ
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১০ ওভারের খেলা শেষ। অস্ট্রেলিয়ার স্কোর ২২-১। ১৩ ও ৮ রানে ব্যাট করছেন যথাক্রমে খোয়াজা ও লাবুশেন।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : আউট ওয়ার্নার
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ডেবিড ওয়ার্নারকে (১) ফেরলেন মহম্মদ সিরাজ। চেয়ারের উপর প্যাড পরেই ঘুমোচ্ছিলেন মার্নাস লাবুশেন! কাঁচা ঘুম ভাঙিয়ে নামতে হল মাঠে।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু
১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু অস্ট্রেলিয়ার। ক্রিজে উসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নার।
-
এক নজরে
- লাঞ্চ বিরতি অবধি ভারতের স্কোর ছিল ২৬০-৬।
- ম্যাচে ফেরানোর আশা জোগাচ্ছিলেন রাহানে-শার্দূল জুটি
- দ্বিতীয় সেশনের শুরুতেই রাহানের উইকেট নেন প্যাট কামিন্স
- ১২৯ বলে ৮৯ রানের ইনিংস রাহানের
- রাহানে ফিরতেই ভারতকে গুটিয়ে দিতে সময় লাগল না অস্ট্রেলিয়া
- শার্দূল ঠাকুর অর্ধশতরান পূর্ণ করে আউট হন
- লাঞ্চের পর ৩৬ রানে ৪ উইকেট হারায় ভারত
- সর্বাধিক তিন উইকেট অধিনায়ক প্যাট কামিন্সের
- ২৯৬ রানে শেষ ভারতের প্রথম ইনিংস
- ১৭৩ রানের লিড অস্ট্রেলিয়ার
-
২৯৬ রানে অলআউট ভারত
প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট ভারত। ১৭৩ রানের বড় লিড নিল অস্ট্রেলিয়া। অর্ধশতরান পূর্ণ হওয়ার পরই ক্যামেরন গ্রিনের বলে ফেরেন শার্দূল। সামির শেষ উইকেটটি নিলেন মিচেল স্টার্ক।
-
শার্দূলের অর্ধশতরান
অর্ধশতরান শার্দূলের। কামিন্সের বলে পরপর বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রানের গণ্ডি পার করলেন। টেস্টে চতুর্থ অর্ধশতরান।
-
আউট উমেশ যাদব
রাহানের পর কামিন্সের শিকার উমেশ যাদব। ৪০ রানে ব্যাট করছেন শার্দূল ঠাকুর। অপরদিকে মহম্মদ সামি।
-
সেঞ্চুরি হাতছাড়া রাহানের
লাঞ্চ বিরতির পরই বড় ধাক্কা ভারতের। রাহানে-শার্দূল ১০৯ রানের জুটি ভাঙলেন প্যাট কামিন্স। ক্যামেরন গ্রিনের দুরন্ত ক্যাচ। জাতীয় দলের প্রত্যাবর্তনের সেঞ্চুরি হল না। ১২৯ বলে ৮৯ রান। ভারতের স্কোর ৬২ ওভারে ২৬১-৭।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : লাঞ্চ বিরতিতে ভারত ২৬০/৬
- ওভালে WTC ফাইনালের তৃতীয় দিনের প্রথম সেশনে শেষ।
- লাঞ্চ বিরতি অবধি ভারত তুলেছে ২৬০ রান। খুইয়েছে ৬টি উইকেট।
- প্রথম সেশনে ১০৯ রান তুলেছে ভারত।
- এই সেশনে ১টি উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।
- কেএস ভরতের উইকেট হারানোর পর টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যান রাহানে-ঠাকুর জুটি।
- লাঞ্চ বিরতির আগে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছেন রাহানে।
- আর রাহানেকে যোগ্য সঙ্গ দিচ্ছেন শার্দূল ঠাকুর।
- লাঞ্চ বিরতিতে রাহানের স্কোর ৮৯*। পাশাপাশি শার্দূল রয়েছেন ৩৬* রানে।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : জুটিতে লুটি
অজিঙ্ক রাহানে ও শার্দূল ঠাকুরের জুটিতে ২৫০-র গণ্ডি পেরোল ভারত। রাহানে-শার্দূলের শতরানের পার্টনারশিপ পূর্ণ।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : টেস্টে রাহানের ৫ হাজার রান
আইপিএলে সিএসকের হয়ে ছন্দে ছিলেন অজিঙ্ক রাহানে। তাই ডাক পেয়েছিলেন WTC ফাইনালে। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর ভারতের হয়ে আশার আলো দেখাচ্ছেন জিঙ্কস। টেস্ট ক্রিকেটে অজিঙ্ক রাহানে ৫ হাজার রান পূর্ণ করে ফেললেন।
? MILESTONE ALERT! 5000 runs in Test cricket for Ajinkya Rahane.
? Congrats Jinx, we hope to see more runs from your willow today!
? Getty • #AjinkyaRahane #WTCFinal #WTC23 #INDvAUS #AUSvIND #TeamIndia #BharatArmy pic.twitter.com/fz2APWPu8b
— The Bharat Army (@thebharatarmy) June 9, 2023
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ৫০ ওভারে ভারত ২১৫/৬
ভারতের প্রথম ইনিংসের ৫০ ওভারের খেলা শেষ। এই ৫০ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে টিম ইন্ডিয়া। রাহানে ব্যাট করছেন ৬৩ রানে। শার্দূল রয়েছেন ২১ রানে। অস্ট্রেলিয়ার থেকে এখনও ২৫৪ রানে পিছিয়ে রয়েছে ভারত।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : দু’শোর গণ্ডি পেরোল ভারত
৪৮.১ ওভারে দু’শোর গণ্ডি পেরোল ভারত।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : অজিঙ্কের হাফসেঞ্চুরি
প্যাট কামিন্সের বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন অজিঙ্ক রাহানে।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ৪৫ ওভার শেষে ভারত ১৭৮/৬
ক্রিজে অজিঙ্ক রাহানে ও শার্দূল ঠাকুর। তৃতীয় দিনের শুরুতেই ভরতের উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ধাক্কা কাটিয়ে এগিয়ে চলেছে ভারত।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : কামিন্সের বল হাতে লাগল শার্দূলের
৪১.৩ ওভারে প্যাট কামিন্সের বল গিয়ে লাগে শার্দূল ঠাকুরের ডান হাতে। সঙ্গে সঙ্গে ব্যাট ফেলে দেন শার্দূল। মাঠের মধ্যে ছুটে আসেন ফিজিয়ো।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ৪০ ওভারে ভারত ১৫৭/৬
ভারতের প্রথম ইনিংসের ৪০ ওভারের খেলা শেষ। তৃতীয় দিনের শুরুতেই কেএস ভরতের উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ক্রিজে শার্দূল ঠাকুর ও অজিঙ্ক রাহানে।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : তৃতীয় দিনের শুরুতেই ভরত আউট
তৃতীয় দিনের শুরুতেই শ্রীকার ভরতের উইকেট হারিয়ে ফেলল ভারত। ৫ রান করে মাঠ ছাড়লেন ভরত।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : তৃতীয় দিনের খেলা শুরু
ওভালে WTC ফাইনালের তৃতীয় দিনের খেলা শুরু হল। ক্রিজে অজিঙ্ক রাহানে ও শ্রীকার ভরত।
-
পাক অধিনায়কের ব্যাট নিয়ে ওভালে ভারত-সংহার হেডের?
অজি আগ্রাসনে কি পাক-যোগ রয়েছে? পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমের সৌজন্যেই কি ১৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেছেন ট্রাভিস হেড? ওয়াঘার ওপারে যা শোরগোল তাতে মনেই হতে পারে ভারতের বিরুদ্ধে ওভালে খোদ বাবরই করেছেন সেঞ্চুরি। ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা এমনই। সুযোগ পেলেই এপার-ওপার ঠিক জুড়ে যায়। সমালোচনা বা রসিকতার ক্ষেত্রে তো কথাই নেই!
পড়ুন বিস্তারিত – IND vs AUS, WTC Final 2023 : পাক অধিনায়কের ব্যাট নিয়ে ওভালে ভারত-সংহার হেডের?
-
WTC ফাইনালের তৃতীয় দিন ফলোঅন এড়াতে কত রান তুলতে হবে ভারতকে?
দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট খুইয়ে ১৫১ রান তুলেছে টিম ইন্ডিয়া। অজিদের থেকে ৩১৮ রানে পিছিয়ে রয়েছে ভারত। ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে (২৯*) ও শ্রীকার ভরত (৫*)। এই পরিস্থিতিতে ভারত ঘুরে দাঁড়ালে তা মিরাকেলের থেকে কিছু কম হবে না। ক্রিকেট প্রেমীদের মুখে এখন একটাই প্রশ্ন ফলো অন এড়াতে টিম ইন্ডিয়াকে আর কত রান করতে হবে?\
পড়ুন বিস্তারিত – IND vs AUS, WTC Final 2023 : WTC ফাইনালের তৃতীয় দিন ফলোঅন এড়াতে কত রান তুলতে হবে ভারতকে?
-
কোন কোন জায়গায় ভুল করল ভারত? বিশ্লেষণ রিকি পন্টিংয়ের…
দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৫১ রান। এখনও পিছিয়ে ৩১৮ রানে। এমনকি ফলো অন বাঁচাতেও ১১৯ রান প্রয়োজন। কোন কোন জায়গায় ভুল করল ভারতীয় দল! রিকি পন্টিং সেটাই ব্যাখ্যা করলেন আইসিসি রিভিউতে।
পড়ুন বিস্তারিত – WTC FINAL 2023 : কোন কোন জায়গায় ভুল করল ভারত? বিশ্লেষণ রিকি পন্টিংয়ের…
-
ওভালে ভারত প্রায় ডোবার মুখে, কেন! রইল কারণ…
ভারতের সঙ্গে কাপের দূরত্ব বেড়েছে। এখান থেকে ঘুরে দাঁড়ানো মিরাকল ছাড়া কিছু নয়। প্রথম থেকেই পিছিয়ে ছিল ভারত। নানা দিক থেকেই। ব্যাটিং ব্যর্থতা সেই পিছিয়েই রাখল ভারতকে। শেষ বার ২০১৩ সালে আইসিসি ট্রফি জিতেছিল ভারতীয় দল। এ বারও হয়তো গ্যাপ মিটছে না। তার নানা কারণ রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের রিপোর্ট।
পড়ুন বিস্তারিত – WTC Final 2023: ওভালে ভারত প্রায় ডোবার মুখে, কেন! রইল কারণ…
-
আজ WTC ফাইনালের তৃতীয় দিন
ওভালে আজ WTC ফাইনালের তৃতীয় দিন। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৫১। অজিদের থেকে এখনও ৩১৮ রানে পিছিয়ে রয়েছে ভারত।
Published On - Jun 09,2023 2:02 PM