মাইন্ডগেম। ক্রিকেট মাঠে অহরহ চলে। মাঠের বাইরেও। বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে মাইন্ডগেম অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারত। সব মিলিয়ে পাঁচটি ম্যাচ। এরপরই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। এ বার অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। গত দুই সফরেই অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে ভারত। এ বার নজরে হ্যাটট্রিক। তার আগে মাইন্ডগেম চলছে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে। এর মধ্যে ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের ক্রিকেটীয় বুদ্ধিকে কুর্নিশ জানালেন অজি ওপেনার উসমান খোয়াজা।
গত বারের অস্ট্রেলিয়া সফরে শুরুটা প্রবল হতাশার হয়েছিল ভারতের। প্রথম টেস্টটি ছিল গোলাপি বলে দিন-রাতের ম্যাচ। লজ্জাজনক ভাবে হার ভারতের। এই ম্যাচের পরই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। সিরিজ যত এগিয়েছে, ভারতীয় শিবিরে চোটের সংখ্যাও। চোট নিয়েই সিডনি টেস্টে ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়া অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে দিলেন খোয়াজা।
স্টার স্পোর্টসে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার উসমান খোয়াজা বলেন, ‘রবি খুবই ভালো বোলার। ওর পরিকল্পনা দুর্দান্ত। ওর সব সময়ই ব্যাকআপ প্ল্যানও থাকে। পরিস্থিতি যতই কঠিন হোক, রাস্তা বের করার চেষ্টায় থাকে। সব সময় নিজে এগিয়ে থাকে। ওর ক্রিকেটীয় বুদ্ধিকে শ্রদ্ধা করি। ওর বিরুদ্ধে খেলাটা সবসময়ই ভালো লাগে। এ বারও সেই চ্যালেঞ্জটার জন্য মুখিয়ে রয়েছি।’
সব কিছু ঠিক থাকলে এটি রবিচন্দ্রন অশ্বিনের পঞ্চম সফর হতে চলেছে। ২০১১-১২, ২০৪-১৫, ২০১৮-১৯ এবং গত সফরেও ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। গত সফরে সিডনি টেস্টে চোট নিয়ে খেলায় শেষ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড টেস্ট দিয়ে অজি সফরের প্রস্তুতিতেও নজর থাকবে অশ্বিনের।