IND vs AUS Highlights: বিশাল রান তাড়া করেও ৪ উইকেটে জয় অজিদের

| Edited By: | Updated on: Sep 20, 2022 | 11:11 PM

India vs Aus, 1st T20I Live Score: টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা। বড় রান করেও জয় এল না। জসপ্রীত বুমরাকে ছাড়া বোলিং লাইন আপ ভরসা দিতে পারল না।

IND vs AUS Highlights: বিশাল রান তাড়া করেও ৪ উইকেটে জয় অজিদের
Image Credit source: OWN Photograph

মোহালি : বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি। শুরু ভালো হল না ভারতের। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তিন ম্যাচের টি ২০ সিরিজ। মোহালিতে (Mohali) প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ ভারত। সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছিল। আফগানিস্তান ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের খরা কেটেছে বিরাট কোহলির (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেটে টি ২০ ফরম্যাটে প্রথম এবং সবমিলিয়ে ৭১ তম শতরানে এসেছিল বিরাটের ব্যাটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ২ রান। ব্যাটিং যদিও হারের কারণ নয়। হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের  ইনিংসের সৌজন্যে ২০৮ রানের বিশাল স্কোর গড়ে ভারত। অক্ষর প্যাটেল ছাড়া বোলিংয়ে কেউই ভরসা দিতে পারলেন না। তিনটি ক্যাচ ফসকে কাজ কঠিন হয় ভারতের। দ্বিতীয় ম্যাচ শুক্রবার নাগপুরে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 20 Sep 2022 11:05 PM (IST)

    এক নজরে

    • টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত।
    • লোকেশ রাহুলের অর্ধশতরান, হার্দিকের অপরাজিত ৭১ রানের সৌজন্যে ২০৮-৬ বড় স্কোর গড়ে ভারত।
    • তিনটি ক্যাচ মিস করে ম্যাচও ফসকায় ভারতীয় দল।
    • ক্যামেরন গ্রিন প্রথম বার ওপেন করতে নেমে ৩০ বলে ৬১ রান।
    • শেষ দিকে ২১ বলে অপরাজিত ৪৫ রান ম্যাথিউ ওয়েডের।
    • ৪ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় অস্ট্রেলিয়ার।
  • 20 Sep 2022 09:54 PM (IST)

    ফের রিভিউ, একই ফল

    ম্যাক্সওয়েলের কট বিহাইন্ডের আবেদন। এ বারও রিভিউ। আউট ম্যাক্সওয়েল। শেষ ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।

  • 20 Sep 2022 09:50 PM (IST)

    স্মিথ আউট

    উমেশ যাদব আক্রমণে। প্রথম ওভারে প্রচুর রান দিয়েছিলেন। আক্রমণে এসেই উইকেট। রিভিউতে সাফল্য পেল ভারত। ২৪ বলে ৩৫ রানে ফিরলেন স্মিথ।

  • 20 Sep 2022 09:43 PM (IST)

    বিরাটের ক্যাচে স্বস্তি

    অক্ষর প্যাটেলের বলে অবশেষে ফিরলেন ক্যামেরন গ্রিন। ড্রিঙ্কস বিরতির পরই। উঁচু ক্য়াচ। মিস করেননি বিরাট।

  • 20 Sep 2022 09:33 PM (IST)

    ফের ক্যাচ মিস

    অক্ষর প্য়াটেলের বলে এবার স্মিথের ক্যাচ মিস লোকেশ রাহুলের।

  • 20 Sep 2022 09:29 PM (IST)

    ক্যাচ মিস

    হার্দিকের বোলিংয়ে ক্যাচ ফসকালেন অক্ষর প্যাটেল। টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে গ্রিনের ক্যাচ ফেলা।

  • 20 Sep 2022 09:27 PM (IST)

    বোলিংয়ে হার্দিক

    ব্যাটিংয়ে নজর কেড়েছেন। এ বার বোলিংয়ের পালা হার্দিকের। বাউন্ডারিতে তাঁকে স্বাগত জানালেন স্মিথ।

  • 20 Sep 2022 09:22 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    ক্রিজে ক্যামেরন গ্রিন ও স্টিভ স্মিথ। পাওয়ার প্লে-তে অস্ট্রেলিয়া ৬০-১

  • 20 Sep 2022 09:11 PM (IST)

    অক্ষরের উইকেট

    ভুবনেশ্বর কুমার-উমেশ যাদব নতুন বলে ভালো শুরু দিতে পারলেন না। চতুর্থ ওভারেই অক্ষর প্যাটেল। তৃতীয় বলেই উইকেট অক্ষর প্যাটেলের। ফিঞ্চকে বোল্ড করেন। ১৩ বলে ২২ রানে ফিরলেন ফিঞ্চ।

  • 20 Sep 2022 08:59 PM (IST)

    ছয় মেরে ইনিংস শুরু

    ফর্মে নেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে ছয় মেরে রানের খাতা খুললেন। ইনিংসের প্রথম বলেই বিশাল ছক্কা ভুবির বোলিংয়ে।

  • 20 Sep 2022 08:45 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া
    • ভালো শুরু হলেও দ্রুত ফিরলেন অধিনায়ক রোহিত।
    • লোকেশ রাহুল-সূর্যকুমার যাদবের অনবদ্য জুটি।
    • রাহুল, হার্দিকের অর্ধশতরান। হার্দিক ৩০ বলে অপরাজিত ৭১ রান।
    • অস্ট্রেলিয়াকে ২০৯ রানের লক্ষ্য দিল ভারত।
  • 20 Sep 2022 08:38 PM (IST)

    হার্ড-হিট অর্ধশতরান

    অনবদ্য কিছু শট। রানিং বিটউইন দ্য উইকেট। ২৫ বলে অর্ধশতরান হার্দিকের।

  • 20 Sep 2022 08:20 PM (IST)

    ক্রিজে ডিকে

    কেরিয়ারের ৫০ তম টি-টোয়েন্টি ম্যাচ ডিকের। স্লগ ওভারে বড় দায়িত্ব।

  • 20 Sep 2022 08:06 PM (IST)

    অর্ধশতরান হাতছাড়া

    অনবদ্য ব্যাটিং করছিলেন। ক্যামেরন গ্রিনের স্লোয়ারে কট বিহাইন্ড সূর্য। মাত্র ২৫ বলে ৪৬ রানের ইনিংস সূর্যর।

  • 20 Sep 2022 08:03 PM (IST)

    রাতেও সূর্যর তেজ

    জাম্পার স্পেল শেষ। তাঁর চতুর্থ ওভারের শেষ দুটি বলেই বিশাল ছয় সূর্যর।

  • 20 Sep 2022 07:57 PM (IST)

    আউট রাহুল

    হ্যাজলউডের অনবদ্য বোলিং। এলিসের ক্যাচে ফিরলেন রাহুল। ৩৫ বলে ৫৫ রান করেন। ক্রিজে হার্দিক।

  • 20 Sep 2022 07:52 PM (IST)

    রাহুলের অর্ধশতরান

    মাত্র ৩২ বলে অর্ধশতরান পূর্ণ লোকেশ রাহুলের। আন্তর্জাতিক টি ২০ তে ১৮ তম অর্ধশতরান।

  • 20 Sep 2022 07:37 PM (IST)

    স্ট্রাইকরেট জবাব!

    লোকেশ রাহুলের স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা হচ্ছিল। বিধ্বংসী ব্যাটিং করছেন লোকেশ।

  • 20 Sep 2022 07:23 PM (IST)

    বিরাট ধাক্কা

    নাথান এলিসের বলে মিড অনের উপর দিয়ে শট খেলার চেষ্টা। সরাসরি মিড অনে গ্রিনের হাতে ক্যাচ। হতাশা নিয়ে ফিরলেন বিরাট। মাত্র ২ রান করলেন। ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।

  • 20 Sep 2022 07:16 PM (IST)

    ক্রিজে কোহলি, বোলিংয়ে লেগ স্পিনার

    কোহলি ক্রিজে আসতেই জাম্পার হাতে বল তুলে দিলেন অ্যারন ফিঞ্চ। লেগ স্পিনারের বিরুদ্ধে বিরাটের দুর্বলতা অনেক বার ধরা পড়েছে। ফর্মে থাকা বিরাট তাঁকে কীভাবে সামলান, সেটাই দেখার।

  • 20 Sep 2022 07:12 PM (IST)

    দারুণ ক্যাচে ধাক্কা

    রোহিত ভালো শুরু করেও বড়া ইনিংস খেলতে পারলেন না। হ্যাজলউডের বোলিংয়ে এলিসের ক্যাচ, ১১ রানেই ফিরলেন রোহিত।

  • 20 Sep 2022 07:09 PM (IST)

    ভারতের ভালো শুরু

    এশিয়া কাপে আফগানিস্তান ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন রোহিত শর্মা। রাহুলের সঙ্গে ওপেনিংয়ে ফিরলেন। ভালো শুরু ভারতের। তবে ঝুঁকির মুহূর্ত তৈরি হয়েছিল দ্বিতীয় ওভারে। ফিল্ডার বাউন্ডার লাইন থেকে অনেকটা এগিয়ে থাকায় রোহিতের ক্যাচ হয়নি।

  • 20 Sep 2022 06:43 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল

    অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড

    অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক টিম ডেভিডের।

  • 20 Sep 2022 06:40 PM (IST)

    টস আপডেট

    অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফি়ঞ্চ টসে জিতে ফিল্ডিং নিয়েছেন।

  • 20 Sep 2022 06:34 PM (IST)

    মোহালিতে চাঁদের হাট

    ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ঘিরে মোহালিতে চাঁদের হাট। স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন দেশের বহু প্রাক্তন ক্রিকেটার। ম্যাচ দেখতে এসেছেন ছয় ছক্কার নায়ক যুবরাজ সিংও।

Published On - Sep 20,2022 6:30 PM

Follow Us: