
দুবাই: রোহিত শর্মার নেতৃত্বে গত বছর টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। তাঁর হাত ধরে ভারতে ওডিআই বিশ্বকাপ ট্রফিও আসার প্রবল সম্ভবনা তৈরি হয়েছিল। কিন্তু ২০২৩ সালে অল্পের জন্য ওডিআই বিশ্বকাপ হাতছাড়া হয় ভারতের। টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠে অজিদের কাছে শেষমেশ হেরে যায় টিম ইন্ডিয়া। এ বার হিটম্যানের ক্যাপ্টেন্সিতে আইসিসির আর এক ট্রফির হাতছানি ভারতের সামনে। ৮ টিমের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) অনেকে ভারতকে ফেভারিট বলছে। টুর্নামেন্টের শুরুটা সেভাবেই হল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে অভিযান শুরু করল ভারত। শুভমন গিলের অনবদ্য সেঞ্চুরি, মহম্মদ সামির ফাইফার। ম্যাচের সব তথ্য রইল এই লিঙ্কে। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। অপেক্ষা এ বার সুপার সান ডে-র।
হারের নানা কারণ খুঁজে পেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বিস্তারিত পড়ুন: ভারতের কাছে হারের কারণ খুঁজে নিলেন বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত!
রোহিতের সঙ্গে ডিনারের সুযোগ ‘মিস’ হবে না তো! কী বলছেন ক্য়াপ্টেন? পড়ুন বিস্তারিত: হাসলেন, হাসালেন… ডিনারে নিয়ে যাওয়ার ‘প্রমিস’ রোহিত শর্মার
টিমের ভাইস ক্য়াপ্টেন। আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরি। দলের জয়। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা শুভমন গিল তৃপ্ত। কী বলছেন? পড়ুন বিস্তারিত: আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরি, কী বলছেন শুভমন গিল?
কেমন হল ম্যাচ। টাইগার বধে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ভারতের। যদিও সহজ জয় বলা যায় না। মন্থর পিচে ঘাম ঝরানো ইনিংস শুভমনের। বিস্তারিত পড়ুন: কঠিন পিচে শুভমনের সেঞ্চুরি, টাইগার বধ ভারতের
ভারতের ডাগ আউটে হঠাৎই চাপ তৈরি হয়েছিল। শুভমন গিল রয়েছেন। বড় শট খেলেছিলেন লোকেশ রাহুল। সে সময় ৯ রানে ব্যাট করছিলেন। হাতের ক্যাচ ফসকান জাকের আলি। ডাগআউটে রোহিত শর্মার মুখেও হাসি।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা ভালো হল না শ্রেয়সের। বল হাতে ভরসা দিয়েছিলেন অক্ষর প্য়াটেল। শুভমন গিলের সঙ্গে এবার ব্যাট হাতে নজর কাড়ার পালা। ভারতের এখনও চাই ৯৬ রান।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ৮৭, ৬০ এবং ১১২ রান করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে হাফসেঞ্চুরি। টানা চারটি ওডিআই ম্যাচে হাফসেঞ্চুরি প্লাস ইনিংস ভাইস ক্যাপ্টেন শুভমন গিলের।
এই দুর্বলতা দীর্ঘ দিনের। লেগ স্পিনের বিরুদ্ধে অস্বস্তি নিয়েই কেরিয়ারে হাজার হাজার রান করেছেন। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে আদিল রশিদের বোলিংয়ে সমস্যায় পড়েছিলেন। দু-ম্যাচেই উইকেট দিয়েছিলেন রশিদকে। বাংলাদেশের বিরুদ্ধে লেগস্পিনার রিশাদ হোসেনের বোলিংয়ে ফিরলেন বিরাট।
বিরাট কোহলির ক্রিজে নামতেই আক্রমণে আনা হয় অফস্পিনার মেহদি হাসান মিরাজকে। রিস্ট স্পিনারের বিরুদ্ধে দুর্বলতা রয়েছে কোহলির। কিছুক্ষণের মধ্যেই লেগ স্পিনার রিশাদকেও আনা হল।
দলকে দুর্দান্ত একটা স্টার্ট দিয়েছিলেন। অল্পের জন্য হাফসেঞ্চুরি হল না। ৪১ রানে ফিরলেন ভারত অধিনায়ক। ওডিআই ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক পেরিয়েছিলেন। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৯ রান। ক্রিজে শুভমনের সঙ্গে যোগ দিলেন কিং কোহলি।
ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক পার রোহিত শর্মার। এই ম্যাচের আগে ১২ রান প্রয়োজন ছিল। বাংলাদেশের বিরুদ্ধে ১৩ রান করতেই ১১ হাজার পার ভারত অধিনায়কের। ভারতীয়দের চতুর্থ ব্য়াটার হিসেবে ওডিআইতে এই কীর্তি রোহিতের।
বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ভারতীয় টিমের টার্গেট ২২৯। রান তাড়া করতে নামলেন রোহিত শর্মা ও শুভমন গিল।
রোহিতের ক্য়াচ ফসকানোতেই হ্য়াটট্রিক মিস, কী বলছেন অক্ষর প্যাটেল? বিস্তারিত পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে হ্যাটট্রিক মিস! ক্যাপ্টেনকে নিয়ে কী বলছেন অক্ষর প্যাটেল?
বাংলাদেশ ইনিংস, ভারতের টার্গেট। বিস্তারিত পড়ুন: সামির ফাইফার-হৃদয়ের সেঞ্চুরি, ক্যাচ মিসের খেসারত! বাঘ বধে ভারতের চাই ২২৯
ওডিআই ফরম্যাটে আইসিসি টুর্নামেন্টে আরও একটা দুর্দান্ত পারফরম্যান্স। বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পরই ওডিআইতে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন মহম্মদ সামি। এখানেই শেষ নয়। এরপর আরও একটি উইকেট। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইফারের রেকর্ড। অতীতে একমাত্র রবীন্দ্র জাডেজার এই কৃতিত্ব ছিল।
স্লগ ওভার যদিও স্লো-ওভার হয়ে দাঁড়িয়েছে। পায়ে ক্র্যাম্পর তৌহিদ হৃদয়ের। দীর্ঘ সময় খেলা বন্ধর পর অবশেষে শুরু। সেঞ্চুরির সামনে হৃদয়। আর ৬ রান প্রয়োজন।
ভারতীয় শিবির ব্রেক থ্রুর খোঁজে ছিল। অবশেষে সেটা এল মহম্মদ সামির সৌজন্যে। জাকের আলি বড় শট খেলতে চেয়েছিলেন। বল অনেক উঁচুতে ওঠে। বিরাট কোহলির সুরক্ষিত হাতে জমা পড়ে বল। ওয়ান ডে আন্তর্জাতিকে ২০০ উইকেটের মাইলফলকে মহম্মদ সামি।
ইনিংসের ৩৮তম ওভারে বাংলাদেশের প্রথম ছয়। হাফসেঞ্চুরি পেরনোর পর একটু আক্রমণাত্মক হওয়ার চেষ্টা তৌহিদ হৃদয়ের। বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবের বোলিংয়ে ছয় মারলেন হৃদয়।
চাপের মুহূর্তে নেমেছিলেন। ৮৭ বলে হাফসেঞ্চুরি করলেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার জাকের আলি। তৌহিদ হৃদয়ের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ। হাফসেঞ্চুরির পথে হৃদয়ও।
তৌহিদ হৃদয় ও জাকের আলি জুটিতে ইতিমধ্যেই ৭৮ রান। বোলিং পরিবর্তন করেও লাভ হচ্ছে না। অস্বস্তি বাড়ছে ভারতের। মন্থর ব্যাটিং হলেও এই জুটি সমস্যা বাড়াতে পারে।
প্রথম স্পেলে ২ উইকেট নিয়েছিলেন সামি। নতুন স্পেলে আনা হয়েছে তাঁকে। ওডিআই-তে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছতে আর ১ উইকেট চাই সামির। তেমনই ভারতের চাই ব্রেক থ্রু।
জোড়া ক্যাচ মিসের পর ফিল্ডিংয়ে ফাম্বল। দুর্দান্ত ক্যাচ নিয়ে ভরসা দিয়েছিলেন কিপার লোকেশ রাহুল। ২৩তম ওভারের প্রথম ডেলিভারিতে বল কালেক্ট করতে পারলে স্টাম্পিং হত। বাংলাদেশের জাকের-হৃদয় জুটিতে ৫০ পার।
ইনিংসের ২২তম ওভার। পিচ থেকে পরের দিকে টার্ন মিলবে প্রত্যাশা ছিলই। কুলদীপের বোলিংয়ে বড় টার্ন। কোনওরকমে সামলালেন বাংলাদেশ মিডল অর্ডার ব্যাটার জাকের আলি।
জাডেজা-অক্ষরের সাফল্য দেখে আক্রমণে আনা হয়েছে কুলদীপ যাদবকে। প্রথম ওভারেই উইকেট মিলতে পারত। জোরালো শট মেরেছিলেন তৌহিদ হৃদয়। মিড অফে ক্যাচ মিস হার্দিক পান্ডিয়ার। এর আগে অক্ষরের বোলিংয়ে স্লিপে ক্যাচ ফসকেছিলেন রোহিত। নয়তো হ্যাটট্রিক হত।
ওয়ান ডে ক্রিকেটে পাওয়ার প্লে-র চেয়েও গুরুত্বপূর্ণ মিডল ওভার। বাংলাদেশের পাঁচ উইকেট ফেলে আগেই অ্যাডভান্টেজ ভারত। এ বার রান আটকে চাপ বাড়ানোর খেলা। দু-দিক থেকেই স্পিনার এনে ম্যাচের নিয়ন্ত্রণে ভারত। বিস্তারিত আরও একবার পড়ে নিন : বাংলাদেশ বধে টার্গেট ১১-৪০, ভারতের বোলিং কম্বিনেশনে জোড়া ধোঁয়াশা
অক্ষর প্যাটেল সাফল্য দিয়েছেন। উল্টোদিক থেকে এ বার আক্রমণে আনা হল রবীন্দ্র জাডেজাকেও। বাংলাদেশ ৫১ রানের ৫ উইকেট। ২০ ওভারেই অলআউট করা যাবে? ভারতীয় দল যেন সেই লক্ষ্যেই।
প্রথম স্পেলে দুর্দান্ত মহম্মদ সামি এবং তরুণ পেসার হর্ষিত রানা। সামি ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট। অন্য দিকে, হর্ষিত রানা ৪ ওভারের প্রথম স্পেলে মাত্র ১৫ রান দিয়ে ১ উইকেট।
সামি-হর্ষিতের প্রথম স্পেল শেষ। প্রথম পরিবর্ত আনা হয়েছিল অক্ষর প্যাটেলকে। উল্টোদিক থেকে হার্দিক পান্ডিয়াকে আনা হল।
স্পিনের প্রথম ওভার। আরও একটা কট বিহাইন্ড। হ্যাটট্রিকের সুযোগ ছিল অক্ষর প্যাটেলের। স্লিপে ক্যাচ মিস করেন রোহিত শর্মা। দ্রুতই হতাশা। ক্ষমাও চেয়ে নেন রোহিত। স্লিপ থেকে নিজেই সরে যান।
এমনই প্রত্যাশা ছিল। আক্রমণে বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল। দ্বিতীয় ডেলিভারিতেই কট বিহাইন্ডের আবেদন করেন লোকেশ রাহুল। অক্ষর ইঙ্গিত করেন, তিনি সাউন্ড পাননি। রাহুল রিভিউ নেওয়ার কথা ভাবছিলেন। এমন সময় আম্পায়ার পল রাইফেল আউট দিয়ে দেন। রিপ্লেতে পরিষ্কার ধরা পড়ে এজ লেগেজে।
প্রথম ম্যাচে হার। জঘন্য মাঠের কারণে চোট পেয়েছিলেন তারকা ওপেনার ফকর জামান। মিডল অর্ডারে ব্যাট করতে নেমেছিলেন। হারের কারণ হিসেবে ফকরের চোটকেও অজুহাত করেছে পাকিস্তান শিবির। এ বার টুর্নামেন্ট থেকে সরকারি ভাবে ছিটকে হেলেন ফকর। পরিবর্ত হিসেবে ইমাম উল হক স্কোয়াডে। বিস্তারিত পড়ুন: রবিবারের মহারণের আগে ফাঁপরে পাকিস্তান, ভারতের বিরুদ্ধে খেলার আগে ছিটকে গেলেন ফকর
আরও একটা অনবদ্য ডেলিভারি, স্লিপে দুর্দান্ত একটা ক্যাচ শুভমন গিলের। তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। সামির দ্বিতীয় উইকেট। মেহদি হাসান মিরাজ জোরালো ড্রাইভ করেছিলেন। যদিও বলের লেন্থ ড্রাইভ করার মতো ছিল না। স্লিপে কঠিন ক্যাচ। ঝাঁপিয়ে নিলেন শুভমন।
মন্থর পিচ। বল আটকে আসছে। দ্রুতই হয়তো রবীন্দ্র জাডেজাকে আক্রমণে আনতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সামি-হর্ষিতের প্রথম স্পেল দুর্দান্ত। বিশেষ করে বলতে হয় তরুণ পেসার হর্ষিতের কথা। ভারতের একাদশে তিন স্পিনার রয়েছেন।
অল্পের জন্য বাঁচলেন তানজিদ। নন স্ট্রাইকার প্রান্তে ডিরেক্ট হিট উইকেটে লাগলেই ডাগআউটে যেতে হত। শুরুর দুই ধাক্কা নিয়ে বিস্তারিত পড়ুন: দুবাইতে শুভ-শুরুয়াত ভারতের, সৌম্য-শান্তকে ‘শূন্য’ করলেন সামি-হর্ষিত
অশান্ত বাংলাদেশকে শান্ত করলেন করলেন হর্ষিত রানা। প্রথম বার আইসিসি টুর্নামেন্টে খেলছেন। অর্শদীপ সিংয়ের থেকে এগিয়ে রাখা হয় হয় হর্ষিতকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ওভারেই ফেরালেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। সৌম্যর মতো তিনিও শূন্য। টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। সামি-হর্ষিত সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করে দিলেন। শান্তর আউটে দুর্দান্ত ক্যাচ বিরাট কোহলির।
জসপ্রীত বুমরা না থাকায় তাঁর উপর বাড়তি দায়িত্ব। প্রথম ওভারেই বুঝিয়ে দিলেন, তিনি তৈরি। প্রথম ওভারের শেষ বলে ফেরালেন বাংলাদেশের বাঁ হাতি ওপেনার সৌম্য সরকারকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে দ্বিতীয় বার ভারতের বিরুদ্ধে শূন্য। ২০১৭-র পর আজ।
বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসের সূচনা করলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি। তানজিদ হাসান ও সৌম্য সরকার বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামলেন।
টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত।
পড়ুন বিস্তারিত – টসে হার রোহিতের, টাইগারদের বিরুদ্ধে কেমন হল ভারতের একাদশ?
লক্ষ্মীবারে ভারত-বাংলাদেশের লড়াই ২২ গজে প্রতিফলিত হওয়ার আগে জেনে নিন ওডিআইতে এই দুই দলের অতীতের পারফরম্যান্স কেমন।
পড়ুন বিস্তারিত – IND vs BAN: ভারতের বিরুদ্ধে সবচেয়ে সফল ক্রিকেটারই নেই! কী হবে বাংলাদেশের?
টিম ইন্ডিয়া সদ্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছে। অন্যদিকে বাংলাদেশ এই ফর্ম্যাটে শেষ ম্যাচ খেলেছে গত বছরের শেষে।
এক ঝলকে দেখে নিন ভারত-বাংলাদেশ প্রিভিউ – India vs Bangladesh Match Preview: বাংলাদেশ বধে টার্গেট ১১-৪০, ভারতের বোলিং কম্বিনেশনে জোড়া ধোঁয়াশা
আজ, ২০ ফেব্রুয়ারি দুবাইতে মিনি বিশ্বকাপ সফর শুরু করতে চলেছে রোহিত শর্মার ভারত। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ।