IND vs BAN: চ্যাম্পিয়ন্স ট্রফিতে হ্যাটট্রিক মিস! ক্যাপ্টেনকে নিয়ে কী বলছেন অক্ষর প্যাটেল?
India vs Bangladesh in Champions Trophy 2025: রাহুলের স্টাম্পিং হাতছাড়া, ফিল্ডিংয়ে কিছু ভুল, ২০০ প্লাস স্কোর গড়তে সাহায্য করে বাংলাদেশকে। সবচেয়ে অস্বস্তি ছিল রোহিতের ক্যাচ মিস নিয়ে। নয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে হ্যাটট্রিক হত অক্ষরের। কী বলছেন এই বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার?

চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করতে ভারতের চাই ২২৯ রান। যদিও এই টার্গেট আরও কম হতে পারত বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতিও তাই বলছে। পাওয়ার প্লে-তে দুর্দান্ত ফিল্ডিংও করেছে ভারত। বিরাট কোহলি, শুভমন গিল দুর্দান্ত ক্যাচ নেন। কিন্তু রোহিত এবং হার্দিকের একটি করে ক্যাচ মিস, রাহুলের স্টাম্পিং হাতছাড়া, ফিল্ডিংয়ে কিছু ভুল, ২০০ প্লাস স্কোর গড়তে সাহায্য করে বাংলাদেশকে। সবচেয়ে অস্বস্তি ছিল রোহিতের ক্যাচ মিস নিয়ে। নয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে হ্যাটট্রিক হত অক্ষরের। কী বলছেন এই বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার?
বাংলাদেশ শিবিরে প্রথম ওভারেই ধাক্কা দেন মহম্মদ সামি। দ্বিতীয় ওভারে বাংলাদেশ ক্যাপ্টেনকে ফেরান হর্ষিত রানা। তবে দুর্দান্ত মুহূর্ত তৈরি হয় নবম ওভারে। পরিস্থিতি বুঝে স্পিনারকে আক্রমণে আনার পরিকল্পনা আগেই শুরু হয়েছিল। নবম ওভারে অক্ষর প্যাটেলকে আক্রমণে আনেন রোহিত শর্মা। পরপর দু-বলে উইকেট নেন অক্ষর। প্রথম উইকেটের ক্ষেত্রে লোকেশ রাহুলকে কৃতিত্ব দিতে হবে। অক্ষর তো আবেদনই করেননি। এই ওভারেই হ্যাটট্রিক হতে পারত। কিন্তু স্লিপে ক্যাচ ফসকান রোহিত।
সতীর্থর হ্যাটট্রিক হয়নি, ক্যাচ মিসে প্রচণ্ড অস্বস্তিতে দেখা যায় রোহিতকে। মাঠের মধ্যে ঘুসি মারতে থাকেন রাগে। এরপর জোর হাত করে অক্ষরের কাছে ক্ষমাও চান। ইনিংস বিরতিতে অক্ষর বলেন, ‘প্রথম উইকেটের ক্ষেত্রে জানতাম না আউট। দুটো উইকেটের পর এজ লাগতেই মনে হল হ্যাটট্রিক। আমি ফিল্ডিংয়ের দিকে দেখিনি। সেলিব্রেশন করতে যাচ্ছিলাম। তখন দেখলাম মিস। তবে মনে হয়েছিল, এরকম মিস তো সকলেরই হয়। মন খারাপ করার কিছু নেই।’
ভারতের কাছে এই টার্গেট কঠিন হওয়ার কথা নয়, এমনটাই মনে করেন এই অলরাউন্ডার। অক্ষর আরও বলেন, ‘মনে হতেই পারে ওদের আরও আগে অলআউট করা উচিত ছিল। যদিও পিচ স্লো হচ্ছিল, বল পুরনো হওয়ায় আরও খেলতে সুবিধা হয়েছে ব্যাটারদের। আমার মনে হয়, এই টার্গেট আমাদের কাছে সহজ।’
