AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: হাসলেন, হাসালেন… ডিনারে নিয়ে যাওয়ার ‘প্রমিস’ রোহিত শর্মার

India vs Bangladesh in Champions Trophy 2025: জয়ের পাশাপাশি নেট রেন রেট বাড়িয়ে নেওয়া লক্ষ্য ছিল। ৪১ রানে ফেরেন রোহিত। তবে তাঁকে নিয়ে আলোচনা চলছিল ফিল্ডিংয়ের একটি ঘটনা নিয়ে। ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে কথা বলতে এসে 'ভুল' বুঝে নিজেই হেসে ফেললেন।

Rohit Sharma: হাসলেন, হাসালেন... ডিনারে নিয়ে যাওয়ার 'প্রমিস' রোহিত শর্মার
Image Credit: BCCI
| Updated on: Feb 20, 2025 | 11:38 PM
Share

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় দিয়েই অভিযান শুরু করল ভারত। সদ্য ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। তার আগে রোহিতের ফর্ম নিয়ে অনেক সমালোচনা চলছি। ইংল্য়ান্ডের বিরুদ্ধে সেঞ্চুরির পর স্বস্তি ফিরেছিল। বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে বিধ্বংসী শুরু করেছিলেন। জয়ের পাশাপাশি নেট রেন রেট বাড়িয়ে নেওয়া লক্ষ্য ছিল। ৪১ রানে ফেরেন রোহিত। তবে তাঁকে নিয়ে আলোচনা চলছিল ফিল্ডিংয়ের একটি ঘটনা নিয়ে। ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে কথা বলতে এসে ‘ভুল’ বুঝে নিজেই হেসে ফেললেন।

রোহিত শর্মাকে ম্যাচ সংক্রান্ত নানা প্রশ্নই করেন সঞ্চালক হর্ষ ভোগলে। তেমনই শুভমন গিলকে নিয়ে কিছু একটা বলতে যাবেন, এমন সময় রোহিতই হেসে ফেলেন। বলেন, ‘আমি তো ভাবলাম, ক্য়াচ মিস নিয়ে প্রশ্ন আসছে।’ ক্যাপ্টেনের কথা শুনে হর্ষ ভোগলেও হাসতে থাকেন। রোহিত আরও যোগ করেন, ‘তবে ক্যাচটা আমার নেওয়া উচিত ছিল। নিজের যে মান সেট করেছি তাতে স্লিপে ওই ক্যাচটা আমার নেওয়া উচিত ছিল। অক্ষর প্য়াটেলের হ্যাটট্রিক হত। ক্যাচটা সহজই ছিল। তবে কিছুক্ষেত্রে এমন হয়ে যায়।’

ক্যাচ মিসে যে রোহিত কতটা অস্বস্তিতে ছিলেন, মাঠে তাঁর আচরণেই পরিষ্কার ছিল। মাঠে ঘুসি মারতে থাকেন। এরপর স্লিপ থেকে কিছুক্ষণ সরেও যান। আবারও ফিরে আসেন। অক্ষরও ইনিংস ব্রেকে জানিয়েছিলেন, তিনি দেখেননি ক্যাচ ফসকেছে, সেলিব্রেশন শুরু করতে যাচ্ছিলেন, তখন বুঝতে পারেন। এমন মিস যে কারও ক্ষেত্রেই হতে পারে, সেটাও স্বীকার করেছিলেন অক্ষর। তাঁকে নিয়ে রোহিত আরও বলেন, ‘হয়তো ওকে কালকে ডিনারে নিয়ে যাব। তবে সত্যিই সহজ ক্যাচ ছিল।’