IND vs BAN: লাল থেকে কালো! দ্বিতীয় টেস্টের একাদশে যে বদল হতে পারে…
India vs Bangladesh 2nd Test: প্রথম ইনিংসে অশ্বিনের সেঞ্চুরি, যশস্বী-জাডেজার হাফসেঞ্চুরি। তেমনই দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি শুভমন গিল-ঋষভ পন্থের। জসপ্রীত বুমরা, আকাশ দীপের ভালো পারফরম্যান্স। সব মিলিয়ে এক রাশ স্বস্তি নিয়েই কানপুর টেস্টে নামবে ভারত। যদিও সেখানকার পরিস্থিতি কিন্তু আলাদা।
চেন্নাই টেস্ট সম্পন্ন। এ বার কানপুর। চেন্নাইয়ে সাড়ে তিনদিনেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, ঘরের মাঠেও ব়্যাঙ্ক টার্নার ব্যবহার করছে না ভারত। বিদেশের মাটিতে ভালো পারফরম্যান্সের লক্ষ্যেই এমনটা। চেন্নাইতে লাল-মাটির পিচ, সঙ্গে সবুজ ঘাস। এমনকি দলীপ ট্রফিতেও গ্রিন টপ বানানো হয়েছিল। ব্যাটারদের কাছে কঠিন পরীক্ষা। চেন্নাই টেস্টে পাশ ভারতীয় ব্যাটিং বোলিং। অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে অশ্বিনের সেঞ্চুরি, যশস্বী-জাডেজার হাফসেঞ্চুরি। তেমনই দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি শুভমন গিল-ঋষভ পন্থের। জসপ্রীত বুমরা, আকাশ দীপের ভালো পারফরম্যান্স। সব মিলিয়ে এক রাশ স্বস্তি নিয়েই কানপুর টেস্টে নামবে ভারত। যদিও সেখানকার পরিস্থিতি কিন্তু আলাদা।
প্রথম টেস্ট জয়ের মাঝে ভারতীয় শিবিরে অস্বস্তির একটা জায়গা হতে পারে, রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিং পারফরম্যান্স। দীর্ঘ সময় পর টেস্টে ফিরে বড় ইনিংস খেলতে ব্যর্থ এই দুই সিনিয়র প্লেয়ারই। ২৭ সেপ্টেম্বর শুরু দ্বিতীয় টেস্ট। চেন্নাইয়ে জয়ের পরই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারতীয় বোর্ড। প্রথম টেস্টের স্কোয়াডই ধরে রাখা হয়েছে। স্কোয়াড অপরিবর্তিত থাকলেও একাদশে কিছু বদল হতে পারে। বিশেষ করে কানপুরের পরিস্থিতি বিবেচনার পর।
চিপকে ছিল লাল মাটির পিচ, কানপুরে কালো মাটি। তুলনামূলক ভাবে বাউন্স কম থাকবে। তেমনই স্পিনারদের জন্য আরও কিছুটা সুবিধা থাকতে পারে। সে কারণে দুটো পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের সামনে আরও ৯টি টেস্ট। সিনিয়র প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজও রয়েছে। মাঝে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। ঘরের পর্ব শেষে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
কানপুর টেস্টে তাই বুমরাকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হতে পারে যশ দয়ালকে। এ বারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন এই বাঁ হাতি পেসার। দলীপ ট্রফিতে নজর কেড়েছেন। লাল বলে দীর্ঘদিন ধরেই বাঁ হাতি পেসারের খোঁজ। দেখে নেওয়া হতে পারে উত্তরপ্রদেশের এই পেসারকে। কানপুরে দুই পেসার খেলানো হলে এবং বুমরাকে বিশ্রাম দেওয়া হলে, সে ক্ষেত্রে সিরাজ-আকাশ দীপ জুটিই প্রথম পছন্দ। বাড়তি স্পিনার খেলানো হলে চায়নাম্যান কুলদীপ যাদবকে নেওয়া হবে। দ্বিতীয় সম্ভাবনা প্রবল। কারণ, কানপুরের ব্ল্যাক-সয়েল পিচ।