IND vs BAN,ICC World Cup 2023 Highlights: টানা চার ম্যাচে জয়ে বিরাটের সেঞ্চুরি
India vs Bangladesh,ICC world Cup 2023 Live Score Updates: অন্যদিকে, এখনও পর্যন্ত ৩ ম্য়াচ খেলে মাত্র একটিতে জয়ের স্বাদ পেয়েছে সাকিব আল হাসানরা। স্বস্তি পেতে টাইগারদের আজ জিততেই হবে। ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এখনও অনিশ্চিত বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাঁকে ছাড়াই রোহিতদের বধ করার লক্ষ্যে নামতে পারেন মেহেদি হাসানরা। শেষ পর্যন্ত কী হয় তাই এখন দেখার
পুনে: টানা চার ম্যাচে জয়। ফেভারিটের মতোই খেলছে টিম ইন্ডিয়া। আজ প্রতিপক্ষ ছিল পড়শি বাংলাদেশ। পুনেতে আরও একটা দাপুটে জয়। ভারতীয় শিবিরে সাময়িক অস্বস্তি তৈরি হয়েছিল হার্দিক পান্ডিয়ার চোটে। ওভারের মাঝে চোট। তাঁর ওভার সম্পূর্ণ করেন বিরাট কোহলি। হার্দিকের চোটের স্ক্যান হয়। রিপোর্টে গুরুতর কিছু নেই বলেই খবর। চোটের জন্য এই ম্যাচে খেলেননি সাকিব আল হাসান। নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ভারতকে ২৫৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ৫১ বল বাকি থাকতেই জয় ভারতের। এক ছয়ে সেঞ্চুরি এবং উইনিং রান বিরাটের ব্যাটে। এই ম্য়াচের প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
LIVE Cricket Score & Updates
-
ICC World Cup 2023: ঠিক কী ভাবে বর্ণনা করা যায়!
প্রয়োজনীয় রান খুব কম। বিরাটের সেঞ্চুরি হবে কিনা, ধোঁয়াশা তৈরি হয়। বিশাল ছয়ে সেঞ্চুরি এবং উইনিং রান। বিস্তারিত পড়ুন : এক শটেই বিরাটের সেঞ্চুরি ও ভারতের জয়
-
ICC World Cup 2023: আরও একটা হাফসেঞ্চুরি বিরাটের
বিশ্বকাপে আরও একটা হাফসেঞ্চুরি। ৪৮ বলে হাফসেঞ্চুরিতে বিরাট। গ্যালারিতে প্ল্যাকার্ড। গর্জন। অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর বাংলাদেশ। এ বারের বিশ্বকাপে তৃতীয় এবং ওডিআইতে সব মিলিয়ে ৬৯তম হাফসেঞ্চুরি।
-
-
ICC World Cup 2023: ইনিংস এগতে পারলেন না শুভমন
অনবদ্য ব্যাট করছিলেন। হাফসেঞ্চুরির পর বড় শট খেলার চেষ্টা। ব্যাটে-বলে সংযোগ হল না। বাউন্ডারি লাইনে দারুণ ক্যাচ মাহমুদুল্লা রিয়াধের। ৫৩ রানে ফিরলেন শুভমন।
-
ICC World Cup 2023: উচ্ছ্বাস…
শুভমনের হাফসেঞ্চুরি হতেই ক্যামেরা ধরল গ্যালারিতে সারা তেন্ডুলকরকে। হাততালিতে শুভেচ্ছা সারার। শুরু থেকেই রয়েছেন সচিন-কন্যা : ক্যাচ নিলেন গিল, গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করলেন সারা তেন্ডুলকর
-
ICC World Cup 2023: নিখুঁত হাফসেঞ্চুরি, বিশ্বকাপে প্রথম
গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপ অভিষেক হয়েছে শুভমন গিলের। সেই ম্যাচে অবশ্য বড় রান আসেনি তাঁর ব্যাটে। বাংলাদেশের বিরুদ্ধে শুরুতে সতর্ক ব্যাটিং। এরপর বিধ্বংসী। ওপেনিং জুটি ভাঙতে আবার কিছুটা শান্ত। যেন নিখুঁত একটা হাফসেঞ্চুরির ইনিংস। ৫২ বলে ৫০-এ শুভমন।
-
-
ICC ODI World Cup 2023: জোড়া নো বলে স্বাগত!
বিরাটকে দেখেই কি খেই হারালেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মেহমুদ! স্বাগত জানান নো বলে। ফ্রি-হিটে বাউন্ডারি। সেটিও নো-বল। পরের বলে ফ্রি-হিটে সাইটস্ক্রিনের ওপরে বিশাল ছয় কিং কোহলির।
-
ICC ODI World Cup 2023: বাউন্ডারির প্রতিযোগিতা!
রোহিত বনাম শুভমন। বাউন্ডারির যেন প্রতিযোগিতা চলছে। বিশ্বকাপের মঞ্চে আরও একটা হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। আগের বলেই পুল শটে বিশাল ছয় মেরেছেন। একইরকম শট খেলতে গিয়ে আউট রোহিত। মাত্র ৪০ বলে ৪৮ রানে ফিরলেন ক্যাপ্টেন।
-
ICC ODI World Cup 2023: অনবদ্য জুটি
রোহিত শর্মা শুরু থেকেই আগ্রাসী। শুভমন গিল কিছুটা সতর্ক শুরু করেন। পাওয়ার প্লে-র শেষ ওভারে জোড়া ছক্কা। পাওয়ার প্লে-র ১০ ওভারে বিনা উইকেটে ৬৩ রান তুলে নিয়েছে ভারত।
-
ICC ODI World Cup 2023: ভারতের ইনিংস শুরু
শুরু হল ভারতের ইনিংস। ওপেনিংয়ে সেই চেনা রোহিত ও গিল জুটি।
-
ICC ODI World Cup 2023: রোহিতদের টার্গেট ২৫৭
ভারতকে ২৫৭ রানের লক্ষ্য দিয়ে শেষ হল বাংলাদেশের ইনিংস।
-
ICC ODI World Cup 2023: উইকেটের বন্য়া!
ফের উইকেট হারাল বাংলাদেশ। এ বার ফিরলেন মাহমাদুল্লাহ।
-
ICC ODI World Cup 2023: আবার উইকেট!
ফের উইকেট হারাল বাংলাদেশ। এ বার প্য়াভিলিয়নে ফিরলেন নাসুম আহমেদ।
-
ICC ODI World Cup 2023: শক্তি হারাচ্ছে টাইগাররা
রাহুলের পর এ বার জাদু দেখালেন জাডেজা। অনবদ্য একটা ক্য়াচ। ফিরলেন মুশফিক উর রহিম।
-
ICC ODI World Cup 2023: ফিরলেন উইকেট!
একের পর এক উইকেট। হাল ধরতে নেমে ১৬ রান করেই ফিরলেন তৌহিদ হৃদয়।
-
ICC ODI World Cup 2023: চতুর্থ উইকেট হারাল টাইগাররা
৬৬ রান করে আউট লিটন দাস। তাঁকে ফেরালেন জাডেজা।
-
ICC ODI World Cup 2023: ফের উইকেট হারাল বাংলাদেশ
লোকেশ রাহুলের অনবদ্য় ক্য়াচ! প্যাভিলিয়নে ফিরলেন মেহেদি হাসান মিরাজ।
-
ICC ODI World Cup 2023: অর্ধ শতরান লিটনের
হাফ সেঞ্চুরি করলেন লিটন দাস।
-
ICC World Cup 2023: শান্ত আউট
বাংলাদেশের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন নাজমুল শান্ত হোসেনের উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। ১৭ বলে ৮ রান করে মাঠ ছাড়লেন শান্ত।
-
ICC World Cup 2023: হাফসেঞ্চুরি পর আউট তানজিদ
ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন কুলদীপ যাদব। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন তানজিদ হাসান। ৪৩ বলে ৫১ রান করলেন তানজিদ।
-
ICC World Cup 2023: তানজিদের হাফসেঞ্চুরি
৪১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান।
-
ICC ODI World Cup 2023: হার্দিকের চোট, আক্রমণে কোহলি
ম্যাচের মাঝে চোট পান্ডিয়ার। আক্রমণে বড় চমক ভারতের। বল করছেন বিরাট কোহলি।
-
ICC ODI World Cup 2023: বাংলাদেশের ইনিংস শুরু
ওপেনিংয়ে তানজিদ হাসান ও লিটন দাস। আক্রমণে জসপ্রীত বুমরা।
-
ICC ODI World Cup 2023: ভারত ও বাংলাদেশের একাদশ
বিস্তারিত পড়ুন: সাকিব নেই, ভারতকে বড় রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
-
ICC ODI World Cup 2023: টস জিতে ব্য়াট করতে চায় বাংলাদেশ
টস জিতে রোহিতদের ফিল্ডিংয়ে পাঠালেন নাজমুল হোসেন শান্ত । সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে আজ নেতৃত্ব দেবেন তিনি।
-
ICC ODI World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের লড়াই?
বিস্তারিত পড়ুন: জয়ের লক্ষ্যে ভারতের ভাবনায় বাংলাদেশের দুই বাঁ হাতি পেসার
-
ICC ODI World Cup 2023: কোথায় দেখবেন ভারত-বাংলাদেশ ম্য়াচ?
বিস্তারিত পড়ুন: রাত পোহালেই মুখোমুখি ভারত-বাংলাদেশ, কোথায় কখন দেখবেন ম্যাচটি?
Published On - Oct 19,2023 1:00 PM