IND vs ENG 1st ODI Highlight: ১০ উইকেটে জিতল ভারত

| Edited By: | Updated on: Jul 12, 2022 | 10:04 PM

India vs England 1st T20I Live Score: একদিনের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

IND vs ENG 1st ODI Highlight: ১০ উইকেটে জিতল ভারত

লন্ডন : তিন ম্যাচের টি ২০ সিরিজে জিতেছে ভারত। এবার তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল। প্রথম ওডিআইতে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল ভারত। প্রায় এক বছর পর দেশের হয়ে একদিনের ফরম্যাটে খেললেন বেন স্টোকস, জো রুট এবং জনি বেয়ারস্টো। যদিও ভরসা দিতে পারেননি। জস বাটলারের নেতৃত্বে একদিনের সিরিজে নিজেদের রেপুটেশন ধরে রাখাই উদ্দেশ্য ইংল্যান্ডের। শুরুটা ভালো হল না। ভারতীয় দলে গত দু-দিনে পরিস্থিতি একটু এলোমেলো। বিরাট কোহলিকে নিয়ে বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়কের প্রশ্ন তোলা এবং তাঁর জবাবে বর্তমান অধিনায়ক রোহিত শর্মার মন্তব্য ঘিরে বিভক্ত ক্রিকেটপ্রেমীদের একাংশ। এরই মধ্যে বিরাট কোহলির কুঁচকির চোট। প্রথম ম্যাচে খেলতে পারলেন না বিরাট। ওভালে প্রথম ওডিআইতে জসপ্রীত বুমরা ও অধিনায়ক রোহিত শর্মার অনবদ্য পারফরম্যান্স।

Key Events

ইংল্যান্ডের তিন মূর্তি

বেন স্টোকস, জো রুট, জনি বেয়ারস্টো। কেউই ভরসা দিতে পারলেন না ভারতীয় বোলিং আক্রমণের সামনে। রুট, স্টোকস খাতাই খুলতে পারেননি। বেয়ারস্টো করলেন ৭ রান।

বুমরার নজির

ইংল্যান্ডের মাটিতে ৬ উইকেটে নজির গড়লেন জসপ্রীত বুমরা। প্রথম ভারতীয় পেসার হিসেবে ইংল্যান্ডে ওডিআই তে ৬ উইকেট নিলেন।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 12 Jul 2022 09:14 PM (IST)

    রোহিতের অর্ধশতরান

    ছয় মেরে অর্ধশতরান রোহিত শর্মার। ৪৯ বলে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। ৬টি বাউন্ডারি ৩টি ওভার বাউন্ডারি মেরেছেন।

  • 12 Jul 2022 08:49 PM (IST)

    টি-২০ মেজাজে রোহিত

    রোহিত-ধাওয়ান জুটি অর্ধশতরান পেরিয়ে গিয়েছে। ১৩০-র উপর স্ট্রাইক রেটে ব্য়াট করছেন রোহিত। ভারতের স্কোর ৫৬-০।

  • 12 Jul 2022 08:25 PM (IST)

    রোহিতের ছয় চিন্তার

    অনবদ্য হুক শট রেহিত শর্মার। ছয হল। কিন্তু চিন্তা অন্য কারণে। দর্শকাসনে একজন আঘাত পান। একটি বাচ্চা মেয়েকে তাঁর পরিবারের একজন পিঠে মালিশ করছেন, এমনটাই দেখা যায়। চিন্তিত হয়ে পড়েন ক্রিকেটাররাও। ইংল্যান্ড শিবির থেকে দ্রুত ফিজিওকে পাঠানো হয় গ্যালারিতে।

  • 12 Jul 2022 08:08 PM (IST)

    বিপজ্জনক শুরু ভারতের

    ইনিংসের প্রথম বলেই রান নিতে ছুটলেন রোহিত। অল্পের জন্য রান আউট থেকে রক্ষা পেলেন শিখর ধাওয়ান।

  • 12 Jul 2022 07:43 PM (IST)

    এক নজরে ইংল্যান্ড ইনিংস

    • টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। চোটে নেই বিরাট কোহলি।
    • মেঘলা আবহাওয়া দারুণ কাজে লাগালেন ভারতীয় পেসাররা।
    • ওডিআই ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলকে মহম্মদ সামি।
    • জসপ্রীত বুমরা ৭.২ ওভারে ৩টি মেডেন সহ ১৯ রান দিয়ে ৬ উইকেট।
    • ইংল্যান্ড ইনিংস শেষ ১১০ রানে। সর্বাধিক ৩০ রান অধিনায়ক জস বাটলারের।
    • ভারতের বিরুদ্ধে এটিই ওডিআইতে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর।
  • 12 Jul 2022 07:37 PM (IST)

    বুমরার আধডজন

    ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় পেসার হিসেবে ওডিআই ম্যাচে ৬ উইকেটের নজির গড়লেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ড অলআউট ১১০ রানে।

  • 12 Jul 2022 07:29 PM (IST)

    বুমরার পাঁচ উইকেট

    ব্রাইডন কার্স-ডেভিড উইলি জুটির সৌজন্যে ১০০ পেরিয়েছিল ইংল্য়ান্ড। বুমরার ইয়র্কারে উইকেট ভাঙল কার্সের। মাত্র ১৯ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন বুমরা।

  • 12 Jul 2022 06:58 PM (IST)

    ইংল্যান্ডের ১০০ হবে!

    ফুল লেন্থ ডেলিভারি, আরও একটা উইকেট সামির। ইংল্য়ান্ডের স্কোর ৬৮-৮।

  • 12 Jul 2022 06:49 PM (IST)

    বাটলারের উইকেটে সামির ১৫০

    বাউন্ডারি লাইনে অনবদ্য ক্য়াচ সূর্যকুমার যাদবের। ইংল্য়ান্ডের ব্য়াটিং ভরাডুবিতে ভরসা দিচ্ছিলেন বাটলার। তাঁকে ফিরিয়ে ইংল্য়ান্ডের বিপদ বাড়ালেন মহম্মদ সামি। ওডিআই কেরিয়ারে ১৫০ তম উইকেট নিলেন সামি। বাটলার ৩০ রানে ফেরেন। ইংল্য়ান্ডের স্কোর ৫৯-৭।

  • 12 Jul 2022 06:13 PM (IST)

    অর্ধেক ইংল্য়ান্ড প্য়াভিলিয়নে

    জসপ্রীত বুমরা একাই চার উইকেট। সামি নিয়েছেন এক উইকেট। আট ওভারের মধ্য়েই ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্য়ান্ড।

  • 12 Jul 2022 05:46 PM (IST)

    অনবদ্য সামি

    ৭ বলে তিন উইকেট। নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট মেডেন জসপ্রীত বুমরার। এবার বেন স্টোকসকে ফেরালেন মহম্মদ সামি।

  • 12 Jul 2022 05:42 PM (IST)

    জোড়া ধাক্কা বুমরার

    তিন বল বিব্রত করেছেন জসপ্রীত বুমরা। এতেই ধৈর্য হারালেন ইংল্য়ান্ড ওপেনার জেসন রয়। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল! স্কোয়ারে খেলতে গিয়ে উইকেটে টেনে আনেন। এখানেই ইতি নয়। শেষ বলে বাউন্সে চমকে গেলেন জো রুট। একই ওভারে জেসন রয় এবং জো রুটের উইকেট বুমরার।

  • 12 Jul 2022 05:30 PM (IST)

    ম্যাচ শুরু

    ক্রিজে ইংল্য়ান্ডের ওপেনিং জুটি জেসন রয় এবং জনি বেয়ারস্টো। স্বপ্নের ফর্মে রয়েছেন বেয়ারস্টো। দীর্ঘ এক বছর পর ওডিআই খেলছেন, একই ছন্দ ধরে রাখতে পারেন কী না দেখার। ভারতের হয়ে বোলিং ওপেন করচেন মহম্মদ সামি।

  • 12 Jul 2022 05:10 PM (IST)

    একাদশ আপটেড

    ভারতের একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণা।

    ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রেগ ওভারটন, ডেভিড উইলি, ব্রাইডন কার্স, রিস টপলি

  • 12 Jul 2022 05:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতলেন রোহিত শর্মা। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। রোহিত জানালেন, পিচে ঘাস রয়েছে। আবহাওয়াও মেঘলা। পরের দিকে পরিবর্তন হতে পারে। সামি-বুমরার সুইং কাজে লাগবে।

    বিরাট কোহলি খেলছেন না। নিগল রয়েছে। তিনে ব্য়াট করবেন শ্রেয়স আইয়ার।

  • 12 Jul 2022 04:58 PM (IST)

    মাইলফলকের সামনে সামি

    একদিনের ক্রিকেটে ১৫০ উইকেটের মাইল ফলকের সামনে মহম্মদ সামি। ওভালে প্রথম ওডিআইতে ২ উইকেট নিতে পারলে ৮০ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছে যাবেন।

  • 12 Jul 2022 04:48 PM (IST)

    আলোচনায় 'আবহাওয়া'

    ভারত-ইংল্য়ান্ড প্রথম ওডিআই-র লাইভে স্বাগত। এই মুহূর্তে আলোচনায় অবশ্যই আবহাওয়া। লন্ডনের ওভালে সিরিজের প্রথম ওডিআই। লন্ডন আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলায়, এ আর নতুন নয়। তবে ভারতীয় শিবিরের আবহাওয়াও ভাবনার বিষয়। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন ছিল। শিখর ধাওয়ানের মতো কয়েকজন মাত্র অনুশীলনে ছিলেন। সবচেয়ে বড় প্রশ্ন, বিরাট কোহলি কি খেলতে পারবেন?

Published On - Jul 12,2022 4:30 PM

Follow Us: