হেডিংলে স্টেডিয়ামে (Headingley Stadium) আজ তৃতীয় টেস্টে (3rd Test) জো রুটের ইংল্যান্ডের (England) মুখোমুখি বিরাট কোহলির ভারত (India)। তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যে পিচ দেখে বোলিং বাছার কথা, সেখানে কোহলির ব্যাটিংয়ের সিদ্ধান্ত চমকে দেয় সকলকে। তারপর তো টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্যান্সে ছিল আরও বড়সড় চমক। তৃতীয় টেস্টের (3rd Test) প্রথম দিনই ভারতের ব্যাটিং ভরাডুবি। ৭৮ রানে থেমে যায় ভারতের প্রথম ইনিংস।
৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৪২৩। রুটের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে বড় রানের লিড ইংল্যান্ডের।
এক নজরে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংস: প্রথম দিন ব্যাট হাতে ইংল্যান্ডের ওপেনিং জুটি দাপট দেখানোর পর দ্বিতীয় দিন ইংল্যান্ড অধিনায়কের ব্যাটে ভর করে ৩৪৫ রানের লিড নিয়েছে ইংলিশব্রিগেড। ১২১ রানের দুরন্ত ইনিংস জো রুট সাজিয়েছিলেন ১৪টি চার দিয়ে। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন দাভিদ মালান (৭০)। দীর্ঘদিন পরে টেস্টে কামব্যাক করে বেশ ভালো ছন্দে দেখা গিয়েছে মালানকে। প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের ওপেনিং জুটি বেশিক্ষণ ক্রিজে থাকতে না পারলেও, তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে রুটদের ওপেনিং জুটি ইংল্যান্ডের ভিত গড়ে দেয়। তৃতীয় সর্বোচ্চ রান এসেছে হাসিব হামিদের (৬৮) ব্যাট থেকে। চতুর্থ সর্বোচ্চ রান করেছেন ইংলিশ ওপেনার ররি বার্নস (৬১)। ক্রিজে রয়েছেন ক্রেইগ ওভার্টন (২৪*) ও ওলি রবিনসন (০*)।
ভারতের হয়ে ৩টি উইকেট পেয়েছেন মহম্মদ সামি। ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা। একটি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা। ২২ ওভার বল করেও কোনও উইকেট পাননি ইশান্ত শর্মা।
এক নজরে তৃতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংস: ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন রোহিত শর্মা (১৯)। টিম ইন্ডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ভারতের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানের (১৮) ব্যাট থেকে। ক্যাপ্টেন কোহলি আউট হয়েছেন ৭ রানে। কোনও রান না করেই সাজঘরে ফিরে গিয়েছেন কেএল রাহুল, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা। ব্যাট হাতে আজও ব্যর্থ হয়েছেন ভারতের অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পূজারা (১)। ঋষভ পন্থকেও (২) চেনা মেজাজে দেখা গেল না হেডিংলের ২২ গজে। ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও (৪) আজ দলকে সাহায্য করতে পারেননি। মহম্মদ সিরাজের (৩) উইকেট তুলে নিয়ে ভারতকে ৭৮ রানে আটকে দেন জো রুটরা। ৮ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংস শেষ করলেন ইশান্ত শর্মা।
ইংল্যান্ডের আগুনে বোলিংয়র সামনে ভালো করে দাঁড়াতেই পারেননি ভারতীয় ক্রিকেটাররা। ৩টি করে উইকেট তুলে নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও ক্রেইগ ওভার্টন। ২টি করে উইকেট পেয়েছেন ওলি রবিনসন ও স্যাম কারান। মাত্র ২ ওভার বল করেছিলেন মইন আলি। কোনও উইকেট পাননি তিনি।
৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৪২৩। রুটের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে বড় রানের লিড ইংল্যান্ডের। ভারতের থেকে ৩৪৫ রানে এগিয়ে রয়েছে জো রুটের দল
Stumps on day two!
Joe Root's century has put England in the driver's seat ?#WTC23 | #ENGvIND | https://t.co/qmnhRc14r1 pic.twitter.com/asACkegYar
— ICC (@ICC) August 26, 2021
মহম্মদ সিরাজের বলে আউট হলেন স্যাম কারান।
ক্রিজে স্যাম কারান ও ক্রেইগ ওভার্টন
১২১.৫ ওভারে দলগত ৪০০ রান পূর্ণ করল ইংল্যান্ড
৮ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট হলেন মইন আলি।
১২১ রানের দুরন্ত ইনিংস খেলে জসপ্রীত বুমরার বলে আউট হলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
৭ রান করে সাজঘরে ফিরে গেলেন জস বাটলার। জনি বেয়ারস্টোর পর মহম্মদ সামির শিকার হলেন বাটলার
Jonny Bairstow ☝
Jos Buttler ☝Mohammad Shami strikes twice for India ?#WTC23 | #ENGvIND | https://t.co/qmnhRc14r1 pic.twitter.com/qtpjL04kVd
— ICC (@ICC) August 26, 2021
২৯ রান করে মাঠ ছাড়লেন জনি বেয়ারস্টো
3rd Test. 107.3: WICKET! J Bairstow (29) is out, c Virat Kohli b Mohammad Shami, 350/4 https://t.co/FChN8SV3VR #ENGvIND
— BCCI (@BCCI) August 26, 2021
দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ব্যাক্তিগত সেঞ্চুরি পূর্ণ জো রুটের।
লিডসে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
Best. Player. In. The. World. ❤️
100 on his home ground, in front of a full house ?
Scorecard & Videos: https://t.co/csDPLXK4GY#ENGvIND pic.twitter.com/3R80KkdmtR
— England Cricket (@englandcricket) August 26, 2021
তিনশো রানের গণ্ডি পেরিয়ে এগিয়ে চলেছে ইংল্যান্ড। ভারতের ওপর আরও চাপ বাড়িয়ে দিল রুটের ইংল্যান্ড।
৯৫.৬ ওভারে দলগত ৩০০ রান পূর্ণ করল জো রুটের ইংল্যান্ড
এগিয়ে চলেছে ইংল্যান্ড
ক্রিজে জো রুট ও জনি বেয়ারস্টো।
চা বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটে ২২০
Siraj strikes at the stroke of Tea on Day 2.
Malan departs.
England 298/3, lead #TeamIndia (78) by 220 runs.
Scorecard – https://t.co/FChN8SDsxh #ENGvIND pic.twitter.com/sikNNI9jQW
— BCCI (@BCCI) August 26, 2021
অবশেষে দাভিদ মালানের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। ৭০ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন মালান
উইকেটের খোঁজে ভারত। দ্বিতীয় সেশনে এখনও সাফল্য হাতে আসেনি কোহলিব্রিগেডের।
৮৮.৫ ওভারে ২০০ রানের লিড নিল টিম ইংল্যান্ড
কোহলিদের ওপর রীতিমতো চাপ বাড়াচ্ছেন রুট-মালান
দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরে এসেছেন দাভিদ মালান। আর কামব্যাক ম্যাচেই ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন লিডসে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।
Dawid Malan brings up a fine half-century on his Test comeback ?
England are 257/2 , leading India by 179 runs. #WTC23 | #ENGvIND | https://t.co/qmnhRciFiz pic.twitter.com/rz6111ESHm
— ICC (@ICC) August 26, 2021
লিডসে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে এই নিয়ে চতুর্থ হাফসেঞ্চুরি রুটের
Joe Root's fine form continues with his fourth 50+ score of the series ?#WTC23 | #ENGvIND | https://t.co/qmnhRc14r1 pic.twitter.com/VmFYsWPbeI
— ICC (@ICC) August 26, 2021
দু’শো রানের গণ্ডি পেরিয়ে এগিয়ে চলেছে ইংল্যান্ড।
৭৩.১ ওভারে দুশো রানের গণ্ডি টপকাল ইংল্যান্ড
এগিয়ে চলেছে ইংল্যান্ড। উইকেটের খোঁজে ভারত। লাঞ্চ বিরতির পর রুটদের ওপর চাপ তৈরি করতে হলে উইকেট নিতে হবে ভারতকে।
ক্রিজে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও দাভিদ মালান। লাঞ্চ বিরতির আগে ১০৪ রানে এগিয়ে ছিল টিম ইংল্যান্ড।
লাঞ্চ বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৮২। ক্যাপ্টেন জো রুটের (১৪*) সঙ্গে ক্রিজে রয়েছেন দাভিদ মালান (২৭*)। আপাতত ভারতের থেকে ১০৪ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
It is time for?on Day 2 and #TeamIndia have picked 2 wickets for 62 runs in the first session. England 182 and lead by 104 runs.
https://t.co/FChN8SV3VR #ENGvIND #TeamIndia pic.twitter.com/PI9jdqmcjX
— BCCI (@BCCI) August 26, 2021
৬৭.২ ওভারে মহম্মদ সামির বল বাউন্ডারিতে পাঠিয়ে শতরানের লিড নিল টিম ইংল্যান্ড
ক্রিজে দাভিদ মালান ও জো রুট
৬৮ রান করে হাসিব হামিদকে সাজঘরে পাঠালেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা
উইকেট না খুইয়ে এগিয়ে চলেছে ইংল্যান্ড। চাপ বাড়ছে টিম ইন্ডিয়ার ওপর।
পড়ুন বিস্তারিত: হেডিংলের দ্বিতীয় দিনে কালো ব্যাজ পড়ে মাঠে নামল ইংল্যান্ড
ক্রিজে দাভিদ মালান ও হাসিব হামিদ।
৬১ রান করে মহম্মদ সামির বলে আউট হলেন ররি বার্নস। প্রথম উইকেট পড়ল ইংল্যান্ডের।
WICKET!
Shami gets the much-needed breakthrough for #TeamIndia.
Rory Burns departs for 61.
Live – https://t.co/FChN8SV3VR #ENGvIND pic.twitter.com/TGWlKOQECy
— BCCI (@BCCI) August 26, 2021
অবশেষে ভারতের উইকেটের খোঁজ সফল হল। মহম্মদ সামির বলে ইংলিশ ওপেনার ররি বার্নস আউট হলেন
ওপেনিং জুটিকে ভাঙতে না পারলে চাপ বাড়বে টিম ইন্ডিয়ার
ক্রিজে ররি বার্নস ও হাসিব হামিদ
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।
It is time to start afresh. Let's do this! ?? #TeamIndia #ENGvIND pic.twitter.com/GFiPSUbY6l
— BCCI (@BCCI) August 26, 2021
পড়ুন বিস্তারিত: ফর্মে না থাকা পূজারাকে এবার একহাত নিলেন ভন
প্রথম দিনে টসে জিতে ব্য়াটিং বেছে নিয়ে বিরাট কোহলির সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। ৭৮ রানে আটকে যায় টিম ইন্ডিয়া। শুরু হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। বিনা উইকেটে দিনের শেষে রুটদের স্কোর ১২০।
A dream first day ?
Can you think of any better?
??????? #ENGvIND ?? pic.twitter.com/LeQ6leHZRO
— England Cricket (@englandcricket) August 26, 2021