IND VS ENG : ভারত ব্যর্থ হতেই বেরিয়ে এলেন ভন, এবার টার্গেট পূজারা

 ক্রিকেটারজীবনে যতটাই শান্ত ছিলেন, ক্রিকেট উত্তর জীবনে ততটাই ঠোঁটকাটা মাইকেল ভন

IND VS ENG : ভারত ব্যর্থ হতেই বেরিয়ে এলেন ভন, এবার টার্গেট পূজারা
ভনের নিশানায় এবার পূজারা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2021 | 2:13 PM

হেডিংলেঃ সমালোচনা যেন তাঁর মজ্জায়। সুযোগ খোঁজেন। কখন ইংল্যান্ডের প্রতিপক্ষরা ব্যর্থ হবেন। আর তিনি সমালোচকের দাঁত-নখ বার করে নেমে পড়বেন। তিনি মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এবার তাঁর টার্গেট চেতেশ্বর পূজারা। ফর্মে না থাকা পূজারাকে এবার একহাত নিলেন ভন।

বুধবার ম্যাচ শেষে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ভন পূজারাকে কটাক্ষ করে জানান,”পূজারাকে দেখে মনে হচ্ছে সমুদ্রে।দেখে মনে হচ্ছে ও মন হারিয়ে ফেলেছে। টেকনিক হারিয়ে ফেলেছে।দেখে মনে হচ্ছে, সমুদ্রে ডুবতে থাকলে একজন মানুষ বাঁচার জন্য যেমন করে, পূজারা ঠিক তেমনই খেলছে।আর পূজারা যে আউটসাইড অফস্টাম্পে সমস্যায়, সেখানেই চাপ তৈরি করেছে জিমি। দারুন সুইং জিমি অ্যান্ডারসন।”

ক্রিকেটারজীবনে যতটাই শান্ত ছিলেন, ক্রিকেট উত্তর জীবনে ততটাই ঠোঁটকাটা মাইকেল ভন। চলতি সিরিজে বারবার ভনের সমালোচনার মুখে পড়েছে টিম ইন্ডিয়া। যা নিয়ে মাঝেমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। এবার পূজারাকে টার্গেট করে নতুন করে বিতর্কের জন্ম দিলেন ভন।

মাত্র ৯ বলে ১ রান করে আউট হন পূজারা। রানের খরা চলছে অনেকদিন ধরেই। এমনকি লর্ডস টেস্টেও সমালোচনার মুখে পড়েছিলেন পূজারা। প্রথম রান তিনি করেছিলেন ৩৫ বল খেলার পর। পূজারা যে একেবারেই ফর্মে নেই, তা মানেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরাও। হেডিংলে টেস্টের আগে যা নিয়ে সমালোচকদের জবাবও দিয়েছিলেন রাহানে। তবে ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারায় এবার পূজারা তীব্র সমালোচনার মুখে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের। আবার নতুন করে বিতর্কের শুরু।