ছিটকে গেলেন আর্চার, দ্বিতীয় টেস্টে রুটদের টিমে চার নতুন মুখ

Feb 12, 2021 | 4:24 PM

প্রথম টেস্টে স্পিনার ডম বেস বেশ সফল ছিলেন। তার পরও তাঁর বদলি হিসেবে অভিজ্ঞ মইন আলিকে খেলাতে চাইছে ইংল্যান্ড। মূলত রোটেশন পদ্ধতির জন্যই।

ছিটকে গেলেন আর্চার, দ্বিতীয় টেস্টে রুটদের টিমে চার নতুন মুখ
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার

Follow Us

চেন্নাই: চোট আর বিশ্রামে জোফ্রা আর্চার (Jofra Archer) আর জেমস অ্যান্ডারসন (James Anderson)। দ্বিতীয় টেস্টে এই দু’জনকে পাওয়া না গেলেও আমেদাবাদে গোলাপি টেস্টে টিমে ফিরবেন তাঁরা।

চিপকে দ্বিতীয় টেস্ট (2nd Test) শুরু হচ্ছে কাল থেকে। ভারতের (India) বিরুদ্ধে প্রথম টেস্টে ২২৭ রানে জিতেছে ইংল্যান্ড (England)। যে কারণে জো রুটের (Joe Root) টিমের মনোবল তুঙ্গে। তার আগের দিন ক্যাপ্টেন রুট বলেছেন, ‘আর্চারকে না পাওয়া টিমের কাছে একটা ধাক্কা তো বটেই। তবে ও আরও ফিট হয়ে তৃতীয় টেস্টে টিমে ফিরবে। আর জিমিকে সবাই এই টেস্টেও টিমে চায়। কিন্তু সামনের দিকে তাকাতে হবে। শেষ তিনটে টেস্টের দুটোতে যে কারণে ওকে আমরা খেলাতে চাই।’

 

আরও পড়ুন: সুনীলদের নতুন কোচ মার্কো পেজাইউয়োলি

দুই সেরা বোলারকে বিশ্রাম দেওয়ার জন্য ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের টিমে চারটে বদল হচ্ছে। মইন আলি, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, ওলি স্টোনদের খেলানো হতে পারে। তবে, চিপকের পিচ দেখে ওকস আর ওলি স্টোনের মধ্যে একজনকে খেলানোর পক্ষপাতী রুট। তাঁর কথায়, ‘১২ জনের টিমে চারটে বদল হচ্ছে। তবে ওকস আর স্টোনের মধ্যে যে কোনও একজনকে খেলানো হবে। সেটা পিচ দেখে সিদ্ধান্ত নেব আমরা। আসলে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টিমের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করছি আমরা।’

 

আরও পড়ুন: চাপের মুখে পদত্যাগ টোকিও অলিম্পিকের প্রেসিডেন্ট মোরির

প্রথম টেস্টে স্পিনার ডম বেস বেশ সফল ছিলেন। তার পরও তাঁর বদলি হিসেবে অভিজ্ঞ মইন আলিকে খেলাতে চাইছে ইংল্যান্ড। মূলত রোটেশন পদ্ধতির জন্যই। রুট যেমন বলেইছেন, ‘ডমের বদলে মইনকে খেলানোর সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। গত তিনটে টেস্টে ডম দারুণ পারফর্ম করেছে।’ একই সঙ্গে তাঁর মত, ‘মইন কিন্তু প্রচুর পরিশ্রম করেছে। ও একটা কঠিন সফরের মধ্যে দিয়ে গিয়েছে। কোভিড হওয়া, কোয়ারান্টিনে থাকা, এ সব কিছু পার করে ও এখন মাঠে ফিরেছে। এখন যথেষ্ট ভালো পারফর্ম করছে। সিনিয়র হওয়ার পাশাপাশি পেশাদারও মইন।’

Next Article