চতুর্থ দিনের শেষে
ইংল্যান্ড: ৫৭৮ ও ১৭৮
ভারত: ৩৩৭ ও ৩৯/১
শরদিন্দু মুখোপাধ্যায়
অনেকেই যে প্রশ্নের উত্তর খুঁজছে, আমিও জানতে চাই। গাব্বায় যদি পঞ্চম দিন ৩২৪ তাড়া করে জিততে পারে ভারত, চিপকে কি ৩৮১ তোলা সম্ভব?
ক্রিকেটে অসম্ভব বলে কিছুই হয় না। কিন্তু অত্যাশ্চর্য ঘটনা তো থাকেই। গাব্বা ভারতকে ঐতিহাসিক জয় এনে দিতে পারে। চিপকে কিন্তু তেমন কিছু ঘটানো বেশ কঠিন। যদি ভারত ৩৮১ রান তুলে ম্যাচ জিতে যায়, তাহলে বলতে হবে অষ্টম আশ্চর্য। আমার ক্রিকেট বুদ্ধিতে বলে, এই ম্যাচ ভারতের পক্ষে জেতা সম্ভব নয়। যেটা করতে পারে বিরাটরা, ইংল্যান্ডের জয় আটকে দেওয়া। ড্রয়ের ভাবনা নিয়েই পঞ্চম দিন চিপকে নামতে।
It’s Stumps on Day 4 of the first @Paytm #INDvENG Test! @RealShubmanGill 1⃣5⃣*@cheteshwar1 1⃣2⃣*
Jack Leach 1/21Join us for an action-packed Day 5 tomorrow!
Scorecard ? https://t.co/VJF6Q62aTS pic.twitter.com/loYkQIvmhY
— BCCI (@BCCI) February 8, 2021
কেন বলছি? যতই সাধারণ মানের স্পিনার থাকুক ইংল্যান্ডের চিপকে এখন বল লাট্টুর মতো ঘুরছে। যতই ভারতের বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থদের মতো ম্যাচ উইনাররা থাকুক, চেন্নাইয়ের ২২ গজে ব্যাট করা অত্যন্ত কঠিন কাজ।
আরও পড়ুন: জকোভিচ, সেরেনারা জিতলেন, ছিটকে গেলেন কেরবের
যা আশঙ্কা করেছিলাম, সেটাই সত্যি হল। চিপক টেস্টে চালকের আসনে ইংল্যান্ড। পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট খেলল ওরা। যা পরিস্থিতি চিপক টেস্টে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ। বিশাল কোনও অঘটন না ঘটলে ভারতের পক্ষে এই টেস্ট জেতা কঠিন। এই মুহূর্তে ৩৮১ রানে পিছিয়ে কোহলিরা। কাল খেলার শেষদিন। চিপকের পিচ গাব্বার মতো নয়। তাই তাড়াহুড়ো করে রান তাড়া করা উচিত হবে না। সেক্ষেত্রে উইকেট খোয়াতে হতে পারে। বরং ধৈর্য্যের সঙ্গে ব্যাটিং করুক পূজারা-রাহানেরা। এই টেস্ট ড্র করতে পারলেও ভারতের কাছে সেটা নৈতিক জয়।
STUMPS ?
India finish day four on 39/1
They need 381 more to win. England need nine wickets.#INDvENG ➡️ https://t.co/gnj5x4GOos pic.twitter.com/2lon38JptO
— ICC (@ICC) February 8, 2021
গতকালই বলেছিলাম, ইংল্যান্ড ফলো অন করাবে না। প্রথম ইনিংসে ২৪১ রানে এগিয়ে থাকলেও ফের ব্যাটিং করতে নামে রুটরা। এতে ওদের বোলাররা কিছুটা হলেও বিশ্রাম পেল। সেই সঙ্গে চতুর্থ ইনিংসে ওদের ব্যাটও করতে হল না। পিচের যা চরিত্র তাতে চতুর্থ ইনিংসে ব্যাট করা বেশ কঠিন। ইংল্যান্ড সেই ঝুঁকিটা নিল না। বরং পরিকল্পনামাফিক ক্রিকেট খেলল। ভারতকে ৪২০ রানে টার্গেট ছুঁড়ে দিল। অশ্বিন-শাহবাজদের দৌলতে ৪৫০ রানের লিড রাখতে পারেনি ইংল্যান্ড। ওরা সেটাকেই টার্গেট করেছিল। তবে বল এখন অনেকটা টার্ন করছে। জ্যাক লিচ আর ডম বেস কিন্তু ভারতকে বেকায়দায় ফেলবে। এমনকি জোফ্রা আর্চারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কাল। আগেই বলেছিলাম, আর্চারের মতো বোলারের পিচের সাহায্য লাগে না। ও হাওয়ায় বল সুইং করাতে পারে। কাল সকালটা ভারতের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। লাঞ্চ পর্যন্ত উইকেট খোয়ালে চলবে না। সকালটা যদি শুভমন গিল আর পূজারা সামলে দেয়, তাহলে বাকিদের কাজটা একটু হলেও সুবিধে হবে।
আরও পড়ুন: India vs England 1st Test, Day 4 LIVE Score: শেষ দিনে ভারতের দরকার ৩৮১
তবে কাল পূজারা কিংবা রাহানের মধ্যে কাউকে উইকেটে টিকে থাকতে হবে। তাহলেই ম্যাচ ড্র করতে পারবে ভারত। ওরা দু’জনেই অনেক সময় নিয়ে খেলতে পারে। উইকেটে টিকে থাকাটা কাল গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর রুটের মতো সামনে থেকে নেতৃত্ব দিয়ে বড় ইনিংস খেলতে হবে বিরাট কোহলিকেও। ওর উপরে কাল অনেক কিছু নির্ভর করছে।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ১৭৮ (রুট ৪০, পোপ ২৮, অশ্বিন ৬/৬১, শাহবাজ নাদিম ২/৬৬), ভারত দ্বিতীয় ইনিংস ৩৯/১ (গিল ১৫ অপরাজিত, রোহিত ১২, লিচ ১/২১)