IND vs ENG 2nd ODI Highlights: টপলি ঝড়ে ১০০ রানে হার ভারতের, সিরিজ সমতায়
India vs England 2nd ODI Live Score: লর্ডসে ১০০ রানের বড় ব্যবধানে হার ভারতের। সিরিজ ১-১ ব্যবধানে সমতায় ফেরাল ইংল্যান্ড। ছয় উইকেট নিয়ে ছারখার করে দিলেন ইংল্যান্ডের ছয় ফুট ৭ ইঞ্চির পেসার।
লন্ডন: ক্রিকেটের মক্কায় ১০০ রানে বড় ব্যবধানে হারল রোহিত শর্মা অ্যান্ড কোং। প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৪৬ রান তোলে ইংল্যান্ড। ৪টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। জবাবে মাত্র ১৪৬ রানে অলআউট ভারত। ১-১ ব্যবধানে সিরিজে সমতা ফেরালেন জস বাটলাররা। রবিবাসরীয় ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটাই ‘ফাইনাল’।
Key Events
ওভালের দাপুটে জয়ে সিরিজে ১-০তে এগিয়ে ভারত। প্রথমে ব্যাট করে ১১০ রান তোলে ইংল্যান্ড। জবাবে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান জুটি দলকে ১০ উইকেটে জয় এনে দেয়।
লর্ডসে চাহালের ঘূর্ণিতে নাজেহাল ইংরেজ ব্যাটাররা। ১০ ওভারে ৪৭ রান খরচ করে ৪ উইকেট যুজবেন্দ্র চাহালের।
LIVE Cricket Score & Updates
-
১০০ রানে হার ভারতের
২৪৬ রানে জবাবে ১৪৬ রানে অলআউট ভারত। সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। ফলে তৃতীয় তথা শেষ ম্যাচটি সিরিজ নির্ধারক ম্যাচ। ছয় উইকেট রিস টপলির।
GET IN! ?
We bounce back @HomeOfCricket
Scorecard/clips: https://t.co/VpwTb5GMkV
??????? #ENGvIND ?? pic.twitter.com/r8Bp2JraMR
— England Cricket (@englandcricket) July 14, 2022
-
নবম উইকেট ভারতের
টপলির বলে ফিরলেন যুজবেন্দ্র চাহাল। ১৩ বলে ৩ রান।
-
-
আউট জাডেজা
৪৪ বলে ২৯ রান করে মাঠ ছাড়লেন রবীন্দ্র জাডেজা। ৮ উইকেট পড়ল ভারতের।
-
টপ ফর্মে টপলি
রবীন্দ্র জাদেজাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন। প্রয়োজনের মুহূর্তে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মহম্মদ সামি। ২৩ রানে তাঁকে ফিরিয়ে ফের ঝটকা রিস টপলির। এটি চতুর্থ উইকেট তাঁর। সাত উইকেট হারাল ভারত। স্কোর ৩৫ ওভারে ১৪০ রান।
-
ভারত ষষ্ঠ উইকেট খোয়াল
ছয় নম্বর উইকেট খোয়াল ভারত। মইন আলির বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হার্দিক। ৪৪ বলে ২৯ রান। ২৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১০৫।
-
-
ভারতের ১০০
দলীয় ১০০ রানে পৌঁছল ভারত। ২৬.৪ ওভারে ৫ উইকেট খুইয়ে একশো রানে পৌঁছেছে টিম ইন্ডিয়া।
-
আউট সূর্য
সূর্যকুমার যাদবকে ফেরালেন রিস টপলি। ১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২৭ রান সূর্যের। ৫উইকেট হারাল ভারত। ২১ ওভারে স্কোর ৭৫।
-
বড় ধাক্কা ভারতের
২৫ বলে ১৬ রান। ডেভিড উইলির বলে আউট বিরাট কোহলি। চাপ বাড়ছে ভারতীয় দলের উপর। ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৮।
-
সাজঘরে পন্থ
প্রথম ১০ ওভারে তিনটি উইকেট হারাল ভারত। দুই ওপেনার ফেরার পর ব্রাইডন কার্সির বলে শূন্য রানে আউট ঋষভ পন্থ।
-
আউট ধাওয়ান
দ্বিতীয় ওপেনার শিখর ধাওয়ানকেও ফেরালেন টপলি। ২৬ বলে ৯ রান। টপলির বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন গব্বর। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রান ভারতের।
-
ফিরলেন অধিনায়ক
২.৩ ওভারে প্রথম উইকেট হারাল ভারত। রিজ টপলির বলে শূন্য রানে এলবিডব্লিউ হয়ে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা। ১০টি বলের মোকাবিলা করলেন। দৃশ্যতই হতাশ তিনি। ক্রিজে বিরাট কোহলি। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ৫।
-
ভারতের রান তাড়া শুরু
রান তাড়া করতে নামলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। গত ম্যাচে এই জুটির দাপটে চোখে সর্ষেফুল দেখেছিল ইংল্যান্ডের বোলাররা। ম্যাচ ও সিরিজ জিততে রোহিত-ধাওয়ান জুটির দিকে তাকিয়ে সমর্থকরা।
-
২৪৬-এ শেষ ইংল্যান্ড
বুমরার বলে বোল্ড রিস টপলি। ৪৯ ওভারে ২৪৬ রানে অলআউট ইংল্যান্ড। লর্ডসে ম্যাচ এবং সিরিজ জিততে ২৪৭ রানের প্রয়োজন ভারতের
-
ইংল্যান্ডের নবম উইকেট
ব্রাইডন কার্সকে এলবিডব্লিউ প্রসিধ কৃষ্ণের।
-
বুমরার উইলি শিকার
ডেভিড উইলিকে ফেরালেন জসপ্রীত বুমরা। ৪৬.৬ ওভারে বুমরার বলে শ্রেয়াসের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন উইলি। ৪৯ বলে ৪১ রান। ইংল্যান্ডের স্কোর ২৪০/ ৮।
-
চাহালের চার
অর্ধশতরানের আগেই মইন আলিকে ফিরিয়ে ইংল্যান্ডকে জোর ধাক্কা যুজবেন্দ্র চাহালের। ৪৭ রানে ফিরলেন ইংরেজ অলরাউন্ডার। চাহালের দু জোড়া উইকেট। ইংল্যান্ডের স্কোর ৪২.৩ ওভারে ২১২/৭। ২৬ রানে ব্যাট করছেন ডেভিড উইলি।
-
৩৫ ওভারের খেলা শেষ
ইংল্যান্ডকে টানছেন মইন আলি। সঙ্গে ডেভিড উইলি। ৩০ রানে ব্যাট করছেন মইন। ৩৫ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়িয়ে ১৬৭/৬।
-
মইন ভরসা
হাতে এখনও ২০ ওভার। ইংল্যান্ডের তারকা ব্যাটাররা এই মুহূর্তে সাজঘরে। অভিজ্ঞ মইন আলির ঘাড়ে যাবতীয় দায়িত্ব। পরপর উইকেট পতনে থমকে ইংল্যান্ডের রানের গতি।
-
হার্দিকের শিকার লিয়ামস্টোন
প্যাভিলিয়নে অর্ধেক ইংরেজ ব্যাটার। ব্যক্তিগত ৩৩ রানে হার্দিকের বলে পরিবর্ত ফিল্ডার শ্রেয়াসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিয়াম লিভিংস্টোন। ২৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান হোম টিমের।
-
২৫ ওভার শেষ
২৫ ওভার খেলা শেষ। ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোরবোর্ডে ১২১ রান। লিভিংস্টোন ১৭ ও মইন আলি ১০ রানে ব্যাট করছেন।
-
আগুনে চাহাল, ফিরলেন বেন
তৃতীয় উইকেট চাহালের। ডান হাতি লেগ স্পিনারের বলে এলবিডব্লিউ স্টোকস। ২৩ বলে ২১ রান স্টোকসের। ২২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১০৩/৫।
Jonny Bairstow ☑️ Joe Root ☑️ Ben Stokes ☑️@yuzi_chahal is on ??
Live – https://t.co/N4iVtxsQDF #ENGvIND pic.twitter.com/4nGMAASmPM
— BCCI (@BCCI) July 14, 2022
-
২০ ওভারের সমাপ্তি
২০ ওভারের খেলা শেষ। ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছে ৯৯ রান। ৪ ওভারে ২৪ রান খরচ করে ২ উইকেট চাহালের। ৭ ওভারে ৩২ রান দিয়ে ১টি উইকেট মহম্মদ সামির। ১টি উইকেট হার্দিকের।
-
সামি…সামি
ইংরেজ অধিনায়ক জস বাটলারকে সাজঘরের পথ ধরালেন মহম্মদ সামি। ৫ বলে ৪ রান বাটলারের। ১৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪৭/৪। ক্রিজে বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোন।
-
আউট জো রুট
বেয়ারস্টোর পর জো রুট। ভারতকে বড় সাফল্য এনে দিলেন যুজবেন্দ্র চাহাল। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। ২১ বলে ১১ রান। রিভিউ নিলেও শেষরক্ষা হয়নি। ক্রিজে অধিনায়ক জস বাটালরা। বেন স্টোকস ১০ রানে ব্যাট করছেন। ১৮.৪ বলে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেট হারিয়ে ৮৭।
-
আউট বেয়ারস্টো
উইকেটে ধীরে ধীরে সেট হচ্ছিলেন। ১৪.৪ ওভারে ওপেনার জনি বেয়ারস্টোকে বোল্ড আউট করলেন যুজবেন্দ্র চাহাল। ৩৮ বলে ৩৮ রান বেয়ারস্টোর। ১৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর ৭২।
-
রয়-কে ফেরালেন হার্দিক
ভারতকে ব্রেক থ্রু দিলেন হার্দিক পান্ডিয়া। সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জেসন রয়। ৩৩ বলে ২৩ রান। ৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেট খুইয়ে ৪১। এর আগে দু দুবার আউট এড়িয়েছিলেন জেসন। তৃতীয়বার রক্ষা হল না। ক্রিজে জো রুট।
After 15 overs, England are 72/2
Live – https://t.co/1fGCGj0DLT #ENGvIND pic.twitter.com/KwKWwNV9T1
— BCCI (@BCCI) July 14, 2022
-
এগোচ্ছে ইংল্যান্ড
প্রথম ছয় ওভারে ইংরেজদের সংগ্রহ বিনা উইকেটে ৩৫। জেসন রয় ২৩ ও বেয়ারস্টো ১৬ রানে ব্যট করছেন।
-
আক্রমণে বুমরা
মন্থর শুরু ইংল্যান্ডের। তিন ওভারে বিনা উইকেটে ৯ রান তুলেছে ইংল্যান্ড। দ্বিতীয় ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরা। প্রথম থেকেই রয়, বেয়ারস্টোদের বিব্রত করতে থাকেন। ওভালের পর লর্ডসেও কি উঠবে বুমরা ঝড়?
-
শুরু ইংল্যান্ডের ইনিংস
স্মৃতিবিজড়িত লর্ডসের মাঠে ইংল্যান্ডের ইনিংসের সূচনায় জেসন রয় এবং জনি বেয়ারস্টো। বোলিংয়ের সূচনায় মহম্মদ সামি।
-
বিশ্বজয়ের তিন বছর
ইংল্যান্ডের কাছে আজ ঐতিহাসিক দিন। ক্রিকেটের আঁতুড়ঘর বলে পরিরিত হলেও বিশ্বকাপ জিততে লেগে গিয়েছে দীর্ঘ ৪৪ বছর। ২০১৯ সালে ইওন মর্গ্যানের নেতৃত্বে আজকের দিনেই প্রথম ওডিআই বিশ্বকাপ জেতা তাঁদের। বিতর্কিত সেই বিশ্বকাপ জয়ের তিন বছর পূর্তি। বিশ্বজয়ের দিনে, একই ভেন্যুতে আরও একটা পরীক্ষা বেন স্টোকসের সামনে।
Three years to the day ❤️@benstokes38 | @Eoin16 pic.twitter.com/IFLTHnbQ7f
— England Cricket (@englandcricket) July 14, 2022
-
ইংল্যান্ডের একাদশ
ইংল্যান্ড দলে কোনও পরিবর্তন নেই।
ইংল্যান্ডের একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রেগ ওভার্টন, ডেভিড উইলি, ব্রাইডন কার্স ও রিস টপলি।
Unchanged ?
We lose the toss and bat first ?
??????? #ENGvIND ?? @RL_Cricket
— England Cricket (@englandcricket) July 14, 2022
-
ভারতের একাদশ
ভারতের একাদশ: রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল এবং প্রসিধ কৃষ্ণ
A look at our Playing XI for the 2nd ODI.
Virat Kohli back in the XI
Live – https://t.co/N4iVtxbfM7 #ENGvIND pic.twitter.com/yeJIf2xTvz
— BCCI (@BCCI) July 14, 2022
-
প্রথম একাদশে বিরাট
ভারতীয় দলে একটিই পরিবর্তন। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের প্রথম একাদশে ফিরলেন বিরাট কোহলি। বাদ পড়লেন শ্রেয়াস আইয়ার।
-
টস আপডেট
টস জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করবে ইংল্যান্ড।
-
লর্ডসের নেটে বিরাট কোহলি
কুঁচকির চোটে ভুগছেন। এমনটাই জানা গিয়েছিল। লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলি ফিরছেন না। ইঙ্গিত ছিল এমনটাই। তবে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেল অন্য ইঙ্গিত দিচ্ছে। নেটে গা ঘামাচ্ছেন বিরাট। তিনি যে আজ খেলছেন এই ছবিতে তা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই।
Virat Kohli Batting Video: ট্রেডমার্ক কভার ড্রাইভ, ক্লাসিক আপার কাট, নেটে বিধ্বংসী বিরাট
Virat Kohli warming up in the nets ahead of the 2nd ODI against England.#ENGvIND pic.twitter.com/BgDquilIOz
— BCCI (@BCCI) July 14, 2022
-
বিরাট সংশয়
কুঁচকির চোটে ভুগছেন। এমনটাই জানা গিয়েছিল। লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলি ফিরছেন না। ইঙ্গিত ছিল এমনটাই। তবে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেল অন্য ইঙ্গিত দিচ্ছে। নেটে গা ঘামাচ্ছেন বিরাট।
Virat Kohli warming up in the nets ahead of the 2nd ODI against England.#ENGvIND pic.twitter.com/BgDquilIOz
— BCCI (@BCCI) July 14, 2022
Published On - Jul 14,2022 4:31 PM