এখনই ধোনির বিকল্প পন্থ, বলছেন রোহিত

Mar 05, 2021 | 7:12 PM

শুক্রবার মোতেরায় (Motera) চতুর্থ টেস্টের (India vs England) প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ১০১ রানের মধ্যে যেমন দায়িত্ব ছিল, তেমনই ছিল বিপক্ষকে উড়িয়ে দেওয়ার প্রবণতাও।

এখনই ধোনির বিকল্প পন্থ, বলছেন রোহিত
এখনই ধোনির বিকল্প পন্থ, বলছেন রোহিত

Follow Us

আমদাবাদ: মহেন্দ্র সিং ধোনির (Dhoni) যোগ্য উত্তরসূরি পেয়ে গিয়েছে ভারত। আর কেউ নন, এমনই মনে হচ্ছে রোহিত শর্মার (Rohit Sharma)!

শুক্রবার মোতেরায় চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ১০১ রানের মধ্যে যেমন দায়িত্ব ছিল, তেমনই ছিল বিপক্ষকে উড়িয়ে দেওয়ার প্রবণতাও। গত অস্ট্রেলিয়া সফর থেকে টিমকে টানছেন পন্থ। যখনই বিপদে পড়েছে টিম, তিনি জ্বলে উঠেছেন। ম্যাচ উইনার হিসেবেও নিজেকে ক্রমশ মেলে ধরেছেন কিপার-ব্যাটসম্যান। ঠিক ধোনির মতোই।

 

 

রোহিত এই পন্থকে নিয়ে বলেই দিচ্ছেন, ‘টিমের জন্য ও নিজের কাজ ধারাবাহিক ভাবে করে যাচ্ছে। আমার তো মনে হয় ধোনির জায়গাটা নেওয়ার জন্য ও তৈরি।’

ধোনির অবসরের পর থেকে তাঁর বদলি খুঁজছিল ভারতীয় টিম। শুরুতে পন্থের উপরেই আস্থা রেখেছিলেন বিরাট কোহলিরা। কিন্তু ধারাবাহিক ভাবে নিজেকে প্রমাণ করতে পারছিলেন না পন্থ। ওয়ান ডে ও টি-টোয়েন্টি টিম থেকে যে কারণে বাদও পড়েছিলেন। অস্ট্রেলিয়া সফরে শুধু টেস্ট টিমে জায়গা পেয়েছিলেন তিনি। যদি অস্ট্রেলিয়ায় নিজেকে প্রমাণ করতে না পারতেন পন্থ, তা হলে হয়তো বিকল্প কিপার-ব্যাটসম্যান খুঁজতে হত টিম ম্যানেজমেন্টকে। কিন্তু অস্ট্রেলিয়া সফরেই যাবতীয় প্রত্যাশা ছাপিয়ে গিয়েছেন তিনি।

 

 

ম্যাচের পর ভার্চুয়াল প্রেস মিটে রোহিত বলেছেন, ‘পন্থের নিজস্ব স্টাইলে ব্যাট করে। অবশ্যই টিম ম্যানেজমেন্টের তরফে ওকে বার্তা দেওয়া হয়, কী ভাবে ব্যাট করতে হবে। তার পরও ও কিন্তু নিজের ধরণেই ব্যাট করার চেষ্টা করে।’

আরও পড়ুন: টিমের সঙ্গে নিজের কথাও ভাবো, পন্থকে পরামর্শ দিয়েছিলেন কোচ তারক

৮২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন পন্থ। পরের ৫০টা রান করতে মাত্র ৩৩ বল লেগেছে তাঁর। পন্থকে নিয়ে উচ্ছ্বসিত রোহিত বলেছেন, ‘ও টিমের প্রয়োজনটা কিন্তু ঠিকঠাক মেটাচ্ছে। পন্থ ওর নিজের ইনিংসের প্রথম ভাগটাতে বিপক্ষকে প্রয়োজনীয় সম্মান দিয়েছে। তার পর টিম ২০০ পার করতেই ও বোলারদের তছনছ করার চেষ্টা করেছে। যে কোনও টিমে এই রকম প্লেয়ার খুব দরকার পড়ে, যারা যে কোনও পরিস্থিতিকে কাজে লাগাতে জানে।’

Next Article