চিপকের পিচ যথেষ্ট ভাল, পাল্টা যুক্তি সানির

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: arunava roy

Feb 15, 2021 | 3:47 PM

সুনীল গাভাসকর বলছেন, কিছু লোকের কাজই হল সব সময় অভিযোগ করা।

চিপকের পিচ যথেষ্ট ভাল, পাল্টা যুক্তি সানির
চিপকের পিচ যথেষ্ট ভালো, পাল্টা যুক্তি সানির

Follow Us

চেন্নাই: চিপকের পিচ নিয়ে বিতর্ক তুলে দিয়েছেন মাইকেল ভন, মার্ক ওয়ের মতো ব্যক্তিত্বরা। জো রুটের টিম প্রথম ইনিংসে ১৩৪ রানে অল আউট হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনে পড়েছে ১৫টা উইকেট। চিপকের ঘূর্ণী পিচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যা উড়িয়ে দিয়ে সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বলছেন, কিছু লোকের কাজই হল সব সময় অভিযোগ করা।

আরও পড়ুন: India vs England 2nd Test, Day 3 LIVE Score: ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অশ্বিন

সানির সাফ মন্তব্য, ‘রোহিত দেড়শোর বেশি রান করেছে কী ভাবে, আমরা দেখেছি। গত কালও কিন্তু ও বলের লাইনে গিয়েই ব্যাট করেছে। যদি পিচ খারাপই হত, ভারত কিন্তু প্রথম ইনিংসে ৩৩০ করতে পারত না। সেই কারণেই আমার মনে হয়, এই অভিযোগ ভিত্তিহীন। কিছু লোকের কাজই হল সব সময় অভিযোগ করা। ইংল্যান্ডে তো সিমিং উইকেট থাকে। অস্ট্রেলিয়া সেখানে ৪৬ রানে অল আউট হয়েছে। কই কেউ তো বলেনি, সারা ম্যাচ জুড়ে কেন বল সিম করল?’

আরও পড়ুন: ৮ মাস আগের করা মন্তব্যে বিপাকে যুবি

ভন, মার্কদের অভিযোগ, চেন্নাইয়ের পিচে ব্যাট করা খুব কঠিন। টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখে ভারতের উচিত ছিল স্পোর্টিং উইকেট বানানো। গাভাসকরের পাল্টা যুক্তি, ‘চিপক খেলার অযোগ্য পিচ নয় মোটেই। আমি তো বলব, এটা চ্যালেঞ্জিং পিচ। ক্রিকেটটা তো এমনই। প্রথম টেস্টের প্রথম দু’দিন যখন কিছু ঘটছিল না, তখন লোকে বলছিল, খুব বিরক্তিকর খেলা। খুব সহজেই ব্যাট করা যাচ্ছে। এখন আবার উল্টো কথা বলা হচ্ছে। যারা এ সব বলছে, তাদের কিন্তু একরকম কথা বলা উচিত।’

আরও পড়ুন: এখনও খেতাবের আশা ছাড়ছেন না সালাহ

ভারতের প্রাক্তন ক্যাপ্টেন আবার অন্য যুক্তি তুলে ধরেছেন। ভারতের সঙ্গে ইংল্যান্ডের স্পিনারদের ফারাকই আলোচনা হওয়া দরকার। ‘ইংল্যান্ডের স্পিনাররা কিন্তু অশ্বিনের মতো বিশ্বমানের নয়। এটা নিয়েই আলোচনা হওয়া উচিত। অশ্বিন, অক্ষররা যে লাইনে বল করেছে, তারা কিন্তু সেটা করতে পারেনি। পিচ নিয়ে নয়, এটা নিয়েই বেশি আলোচনা দরকার।’

Next Article