এখনও খেতাবের আশা ছাড়ছেন না সালাহ
খারাপ সময়ের মধ্যেও সমর্থকদের পাশে থাকার আবেদন মহম্মদ সালাহের। লিভারপুলের তারকা ফুটবলারের দাবি, প্রিমিয়ার লিগে খারাপ ফর্মের প্রভাব চ্যাম্পিয়ন্স লিগে পড়বে না।
লিভারপুল: চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) একেবারে ভালো জায়গায় নেই লিভারপুল (Liverpool)। গতবারের চ্যাম্পিয়নরা একের পর এক ম্যাচ হারছে। টেবল টপার ম্যাঞ্চেস্টার সিটির চেয়ে ১৩ পয়েন্ট পিছনে লিভারপুল। তাও খেতাব জয়ের আশা ছাড়ছেন না লিভারপুলের তারকা ফুটবলার মহম্মদ সালাহ (Mohamed Salah)। লেস্টার সিটির বিরুদ্ধে সালাহর গোলে এগিয়ে গিয়েও তিন গোল হজম করেছিল লিভারপুল। দলের পারফরম্যান্স তলানিতে। তবুও সতীর্থদের নিয়ে আশাবাদী সালাহ।
It’s been a tough period for many reasons. We are champions and we will fight like champions, until the very end. We will not allow this season to be defined by the recent results we’ve had. That is my promise to all of you. pic.twitter.com/gqITQfp1ua
— Mohamed Salah (@MoSalah) February 14, 2021
মহম্মদ সালাহর দাবি লিভারপুল এখনও খেতাব জয় থেকে দূরে সরে আসেনি। তিনি বলেন, ‘এখন আমাদের খারাপ সময় চলছে। তবে শেষ পর্যন্ত আমরা চ্যাম্পিয়নের মতোই লড়াই চালাব। আমি কথা দিচ্ছি মরসুমের শেষ অবধি আমাদের এই খারাপ ফর্ম থাকবে না।’
আরও পড়ুন:লা লিগায় জয়ের হ্যাটট্রিক রিয়ালের
খারাপ সময়ের মধ্যেও সমর্থকদের পাশে থাকার কথা বলেন মহম্মদ সালাহ। লিভারপুলের তারকা ফুটবলারের দাবি, প্রিমিয়ার লিগে খারাপ ফর্মের প্রভাব চ্যাম্পিয়ন্স লিগে পড়বে না।