IND vs IRE, 1st T20 Highlights: আইরিশদের বিরুদ্ধে ৭ উইকেটে সহজ জয় হার্দিকের ভারতের
India vs Ireland 2022, 1st T20 LIVE Score Updates in Bengali: দেখুন ভারত (India) বনাম আয়ারল্যান্ডের (Ireland) প্রথম টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
ডাবলিন: আজ ডাবলিনে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে প্রথম টি-২০ (T20) ম্যাচে নেমেছিল হার্দিক পান্ডিয়ার ভারত (India)। বৃষ্টির কারণে, নির্ধারিত সময়ে টস ও ম্যাচ শুরু কোনওটাই হয়নি। বার বার বৃষ্টি হওয়ার ফলে ম্যাচ ২০ ওভারের জায়গায় কমিয়ে আনা হয় ১২ ওভারে। প্রথম বার জাতীয় দলের নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়া টসে জেতেন। এবং টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেঁছে নেন হার্দিক। প্রথমে ব্যাটিং করে ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান তোলে আইরিশরা। আয়ারল্যান্ডের হয়ে সব থেকে বেশি রান করেন হ্যারি টেক্টর (৩৩ বলে ৬৪*)। শুরুর ধাক্কা সামলে ভারতকে ১০৯ রানের টার্গেট দেয় আইরিশরা। টিম ইন্ডিয়ার অবাক করার মতো ওপেনিং জুটি দেখা গেল ডাবলিনে। ওপেনিংয়ে নেমেছিলেন ঈশান কিষাণ ও দীপক হুডা। ওপেন করতে নেমে শেষ অবধি ক্রিজে ছিলেন দীপক। ২৯ বলে অপরাজিত ৪৭ রান করে যান দীপক হুডা। ৯.২ ওভারে চার মেরে দলকে জেতান হুডা। ২ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে আইরিশদের হারাল হার্দিক পান্ডিয়ার ভারত। ১৬ বল বাকি থাকতেই ১১১ রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
Key Events
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করে ১২ ওভারে ৪ উইকেট খুইয়ে ১০৮ রান তোলে আইরিশরা। জবাবে ১৬ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১১১ রান তুলে ফেলে মেন ইন ব্লু।
আজ টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হল আইপিএলে সাড়া জাগানো উমরান মালিকের। তবে অভিষেক ম্যাচে উইকেট লাভ হয়নি উমরানের। ডেবিউ ম্যাচে ১ ওভার বল করে ১৪ রান দিয়েছেন তিনি।
LIVE Cricket Score & Updates
-
৭ উইকেটে জয় ভারতের
৯.২ ওভারে চার মেরে দলকে জয় এনে দিলেন দীপক হুডা। ৭ উইকেটে আইরিশদের হারাল হার্দিক পান্ডিয়ার ভারত। ১৬ বল বাকি থাকতেই ১১১ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। আজ সকলকে চমকে দিয়ে ওপেনিংয়ে ঈশান কিষাণের সঙ্গে নেমেছিলেন দীপক হুডা। তিনি খেলে গেলেন শেষ অবধি। ২৯ বলে ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হুডা। পাশাপাশি ৪ বলে ৫ রানে নট আউট রইলেন দীনেশ কার্তিক।
-
৯ ওভারে ভারত ১০৩/৩
খেলা বাকি আর মাত্র ৩ ওভারের। ম্যাচ জিততে ভারতের চাই ১৮ বলে ৬ রান।
-
-
হার্দিক আউট
ভারত অধিবায়ক হার্দিক পান্ডিয়া ফিরলেন সাজঘরে। জশ লিটল তুলে নিলেন ভারতের নেতার উইকেট। ১২ বলে ২৪ রান করে মাঠ ছাড়লেন হার্দিক।
-
৬ ওভারে ভারত ৬৯/২
প্রথম ৬ ওভারের খেলা শেষ। ২ উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে মেন ইন ব্লু। ক্রিজে হার্দিক-দীপক।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ
- প্রথম ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৪৫ রান
- ম্যাচ জিততে ভারতের এখনও চাই ৪৮ বলে ৬৪ রান
-
-
এলবিডব্লিউ হলেন সূর্যকুমার যাদব
ঈশান কিষাণ ফেরার পর মাঠে আসেন সূর্যকুমার যাদব। প্রথম বলেই এলডবিডব্লিউ হয়ে ফিরলেন সূর্যকুমার যাদব। রানের খাতা না খুলেই মাঠ ছাড়লেন স্কাই
-
ঈশান আউট
ঈশান কিষাণের উইকেট তুলে নিলেন ক্রেগ ইয়ং। ১১ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে গেলেন ঈশান
-
প্রথম ওভারে এল ১৫ রান
প্রথম ওভারেই চার-ছয়ের ফুলঝুরি ফোটালেন ভারতের তারকা ওপেনার ঈশান কিষাণ। ২টি চার ও ১টি ছয় এসেছে ঈশানের ব্যাটে। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছেন ঈশান।
-
রান তাড়া করতে নামল ভারত
টার্গেট ১০৯। ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন ঈশান কিষাণ ও দীপক হুডা।
-
এক নজরে আয়ারল্যান্ডের ইনিংস
- বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা কমে দাঁড়ায় ১২ ওভারে
- টসে জিতে শুরুতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া
- পাওয়ার প্লে-র মধ্যে ২২ রান তুলে ৪ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা
- তৃতীয় উইকেটে গ্যারেথ ডেলানির সঙ্গে জুটিতে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন হ্যারি টেক্টর
- দলের কঠিন পরিস্থিতিতেও শেষ অবধি ২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন হ্যারি টেক্টর
- চতুর্থ উইকেটে জুটিতে লোরকান টাকারের সঙ্গে ৫০ রান তোলেন হ্যারি টেক্টর
- এরপর পঞ্চম উইকেটে জর্জ ডকরেলের সঙ্গে জুটি বাঁধেন টেক্টর
- শেষ অবধি ৬৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন টেক্টর এবং ৪ রানে নট আউট থাকেন জর্জ ডকরেল
- ১২ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান তোলে আয়ারল্যান্ড
-
১০৮ রানে থামল আইরিশরা
প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান তুলল আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। ম্যাচ জিততে টিম ইন্ডিয়াকে তুলতে হবে ১০৯ রান।
-
টেক্টরের হাফসেঞ্চুরি
ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন হ্যারি টেক্টর। ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করলেন টেক্টর।
-
১০ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ৭৩/৪
১০ ওভারের খেলা শেষ। ১০ ওভারের মধ্যে আইরিশরা ৪ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে। খেলা বাকি আর ২ ওভারের। শেষ ২ ওভারে হ্যারিরা কত রান যোগ করতে পারে স্কোরবোর্ডে সেদিকেই নজর থাকবে।
-
লোরকান টাকার আউট
১৬ বলে ১৮ রান করে মাঠ ছাড়লেন লোরকান টাকার। চতুর্থ উইকেট হারিয়ে ফেলল আইরিশরা।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- প্রথম ৪ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে আইরিশরা।
- ৪ ওভারে আইরিশদের স্কোর ৩ উইকেটে ২২।
-
তৃতীয় উইকেট হারাল আইরিশরা
গ্যারেথ ডেলানির উইকেট তুলে নিয়ে আবেশ খান এনে দিলেন ভারতকে তৃতীয় সাফল্য।
-
পল আউট
পল স্টার্লিংয়ের উইকেট তুলে নিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল আয়ারল্যান্ডরা। ৫ বল খেলে ৪ রান করে মাঠ ছাড়লেন পল। প্রথম ভারত অধিনায়ক হার্দিক, যিনি বল হাতে নিয়েই উইকেট পেলেন।
-
বলবির্নি আউট
প্রথম ধাক্কা খেল আয়ারল্যান্ড। প্রথম ওভারের পঞ্চম বলেই অ্যান্ড্রু বলবির্নির উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার।
-
আয়ারল্যান্ডের ইনিংস শুরু
আয়ারল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামলেন পল স্টার্লিং ও অ্যান্ড্রু বলবির্নি
-
বৃষ্টি বন্ধ ডাবলিনে
ডাবলিনে বৃষ্টি বন্ধ হয়েছে। দুই দলই খেলবে ১২ ওভার করে। ১১টা ২০ মিনিটে শুরু হবে খেলা। ১-৪ ওভার হবে পাওয়ার প্লে। ২ বোলার ৩ ওভার করে বল করতে পারবে। এবং ৩ বোলার ২ ওভার করে বল করতে পারবে।
UPDATE – Play to start at 6.50 PM local time.
Overs: 12Powerplay: 1-4 overs2 bowlers can bowl 3 overs each, 3 bowlers can bowl 2 overs each.#IREvIND
— BCCI (@BCCI) June 26, 2022
-
ডাবলিনে বৃষ্টি থামার নামই নিচ্ছে না
ফের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ডাবলিনে। আবার পিচ ঢেকেছে কভারে।
Unfortunately it has begun to rain once more and the covers are returning to the field. #IREvIND | #BackingGreen in association with EXCHANGE22 and #ABDIndiaSterlingReserve ☘️? pic.twitter.com/qD1d7lQchT
— Cricket Ireland (@cricketireland) June 26, 2022
-
ম্যাচ দেখতে হাজির হয়েছেন সৌরভ
ভারত-আয়ারল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ দেখতে ডাবলিনে হাজির হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর কন্য সানা।
?: NAMASTE ?
We welcome current @BCCI President and legendary Indian international Sourav Ganguly to @MalahideCC today. We hope you enjoy your visit to Ireland.#BackingGreen ☘️??? pic.twitter.com/fvxRLTUJWL
— Cricket Ireland (@cricketireland) June 26, 2022
-
ডাবলিনে বৃষ্টি বন্ধ
অবশেষে ডাবলিনে বৃষ্টি বন্ধ হয়েছে। তবে ম্যাচ শুরু হওয়ার কোনও খবর পাওয়া যায়নি এখনও।
The rain has stopped and the covers are coming off! There's still no word on a start time but some positive news.#IREvIND | #BackingGreen in association with EXCHANGE22 and #ABDIndiaSterlingReserve ☘️? pic.twitter.com/sNtKOE8aV3
— Cricket Ireland (@cricketireland) June 26, 2022
-
সুপার সপার কাজ করছে
ডাবলিনে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। এখনও পর্যন্ত ম্যাচ শুরু হওয়ার কোনও আপডেট পাওয়া যায়নি। সুপার সপার মাঠ থেকে জল বের করার কাজ করছে।
The rain is light and the super sopper is at work, but there is no update on a start time as yet.#IREvIND | #BackingGreen in association with EXCHANGE22 and #ABDIndiaSterlingReserve ☘️? pic.twitter.com/NNOfcr30F0
— Cricket Ireland (@cricketireland) June 26, 2022
-
ডাবলিনে এখনও বৃষ্টি পড়ছে
বৃষ্টিতে ধুয়ে যেতে পারে ভারত বনাম আয়রল্যান্ড ম্যাচ।
It’s a damp start to proceedings in Malahide ☂️#IREvIND pic.twitter.com/1CY7Vilz1I
— ICC (@ICC) June 26, 2022
-
দেখুন ভারতের প্রথম একাদশ
ভারতের প্রথম একাদশ
ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), আবেশ খান, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল।
A look at our Playing XI for the first T20I against Ireland.#TeamIndia #IREvIND pic.twitter.com/J2Ep1MtQ35
— BCCI (@BCCI) June 26, 2022
-
দেখে নিন আয়ারল্যান্ডের প্রথম একাদশ
আয়ারল্যান্ডের প্রথম একাদশ
অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, লোরকান টাকার (উইকেটকিপার), মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, জোশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, কনর ওলফার্ট, ক্রেইগ ইয়ং।
-
ফের বৃষ্টি ডাবলিনে
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। বৃষ্টি বন্ধ হওয়ার পর টস হয়েছে। ভারত অধিনায়ক হার্দিক টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন। তবে ফের বৃষ্টি শুরু হয়েছে ডাবলিনে। যার ফলে দেরিতে শুরু হবে ম্যাচ।
UPDATE – It's started to rain here and we might see a little delay in the start of play!#IREvIND
— BCCI (@BCCI) June 26, 2022
-
আইরিশদের হয়ে অভিষেক এক ক্রিকেটারের
ভারতের বিরুদ্ধে আজ অভিষেক হল কনর ওলফার্টের।
-
টস আপডেট
টসে জিতলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টসে জিতে শুরুতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালেন ভারত অধিনায়ক।
-
টসে দেরি
ডাবলিনে খারাপ আবহাওয়ার জন্য ভারত-আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের টসে দেরি হচ্ছে।
We've got a delayed toss in the first T20I against India, but the covers are coming off and the rain is staying away for now.
Stay tuned for more updates.#IREvIND | #BackingGreen in association with #Exchange22 and #ABDIndiaSterlingReserve ☘️? pic.twitter.com/zcxuzR39jU
— Cricket Ireland (@cricketireland) June 26, 2022
-
উমরানের অভিষেকে শুভেচ্ছাবার্তা ইরফানের
আজ উমরান মালিকের জাতীয় দলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছে। উমরানকে শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।
Congratulations #UmranMalik for team india debut ?? #ultimategoal
— Irfan Pathan (@IrfanPathan) June 26, 2022
-
আইরিশদের বিরুদ্ধে অভিষেক উমরানের
আজ দেশের জার্সিতে অভিষেক হল উমরান মালিকের। দীর্ঘদিন ধরে উমরান জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় ছিলেন। অবশেষে তাঁর স্বপ্নপূরণ হল। ভুবনেশ্বর কুমারের হাত থেকে ডেবিউ ক্যাপ নিলেন উমরান।
A dream come true moment!!Congratulations to Umran Malik who is all set to make his T20I debut for #TeamIndia
He gets ? No.98 #IREvIND pic.twitter.com/8JXXsRJFbW
— BCCI (@BCCI) June 26, 2022
-
এই ম্যাচ ঘিরে বৃষ্টির আশঙ্কা রয়েছে
আজ হার্দিক-অ্যান্ড্রুদের প্রথম টি-২০ ম্যাচ রয়েছে। কিন্তু তাতে বৃষ্টির আশঙ্কাও রয়েছে। স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হার্দিকরা।
Off we go!
It is time for the first T20I against Ireland. Let's hope the weather stays clear!#IREVIND #TeamIndia pic.twitter.com/hwkQOsXxcS
— BCCI (@BCCI) June 26, 2022
-
রবিরাতে মুখোমুখি ভারত-আয়ারল্যান্ড
আর ১ ঘণ্টা পর ডাবলিনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার ভারত ও অ্যান্ড্রু বালবির্নির আয়ারল্যান্ড।
Hello & welcome from Dublin for the 1⃣st #IREvIND T20I. ?
Excitement Levels ?#TeamIndia pic.twitter.com/3XBs4JpGss
— BCCI (@BCCI) June 26, 2022
Published On - Jun 26,2022 8:00 PM