India vs Namibia Match Highlights, T20 World Cup 2021: রোহিত-রাহুল জুটিতে জয় দিয়ে বিরাটদের কাপ অভিযান শেষ

| Edited By: | Updated on: Nov 08, 2021 | 10:38 PM

India vs Namibia Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত (India) বনাম নামিবিয়া (Namibia) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Namibia Match Highlights, T20 World Cup 2021: রোহিত-রাহুল জুটিতে জয় দিয়ে বিরাটদের কাপ অভিযান শেষ
ভারত বনাম নামিবিয়া

দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২ (Super 12) এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি বিরাট কোহলির ভারত (India) ও গেরহার্ড এরাসমাসের নামিবিয়া (Namibia)। ভারতের ক্যাপ্টেন হিসেবে আজ শেষ ম্যাচ খেলে নিলেন বিরাট কোহলি। ক্যাপ্টেন বিরাট আজ দুবাইতে টসে জিতেছিলেন। টসে জিতে শুরুতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভিকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে নামিবিয়া। টিম ইন্ডিয়ার টার্গেট ছিল ১৩৩। ২৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। এ বারের বিশ্বকাপ যাত্রা শেষ হল টিম ইন্ডিয়ার। সুপার-১২ এর শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারাল ভারত।

টি-২০ বিশ্বকাপে এর আগে কোনও দিন ভারত-নামিবিয়ার সাক্ষাৎ হয়নি। এ বারের টি-২০ বিশ্বকাপে প্রথম বার বিরাট কোহলির ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল নামিবিয়া। ৮ উইকেট হারিয়ে লড়তে লড়তে ১৩২ রানে পৌঁছেছিল নামিবিয়া। ঈগলসদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ক্যাপ্টেন হিসেবে শেষ বার মাঠে নামলেন বিরাট কোহলি। তবে ব্যাট করতে হল না তাঁকে। বিশ্বকাপের শেষ ম্যাচে ভারত মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল। ৩৭ বলে ৫৬ রান করে মাঠ ছাড়েন রোহিত শর্মা। এবং সূর্যকুমার যাদবের (১৯ বলে ২৫* রান) সঙ্গে কেএল রাহুল ৩৬ বলে ৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান ভারতকে। আজ একটা যুগের অবসান হয়ে গেল। কোচ শাস্ত্রী ও ক্যাপ্টেন বিরাট জুটিতে আর দেখা যাবে না মেন ইন ব্লুকে পরিষেবা দিতে। ৫ বছরের একটা দারুণ সফর আজ টি-২০ বিশ্বকাপের মঞ্চে এসে শেষ হল।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 08 Nov 2021 10:27 PM (IST)

    ৯ উইকেটে ম্যাচ জিতল ভারত

    ২৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। এ বারের বিশ্বকাপ যাত্রা শেষ হল টিম ইন্ডিয়ার। সুপার-১২ এর শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারাল ভারত।

  • 08 Nov 2021 10:24 PM (IST)

    কেএল রাহুলের হাফসেঞ্চুরি

    নামিবিয়ার বিরুদ্ধে ৩৫ হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন কেএল রাহুল।

  • 08 Nov 2021 10:03 PM (IST)

    ১০ ওভারে ভারত ৮৭/১

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারের মধ্যে রোহিতের উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছে ভারত।

  • 08 Nov 2021 09:59 PM (IST)

    রোহিত আউট

    ৩৩ বলে ৫৬ রান করে মাঠ ছাড়লেন রোহিত শর্মা। নামিবিয়াকে প্রথম উইকেট এনে দিলেন ফ্রাইলিঙ্ক

  • 08 Nov 2021 09:51 PM (IST)

    রোহিতের হাফসেঞ্চুরি

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৪তম হাফসেঞ্চুরি করলেন রোহিত শর্মা। নামিবিয়ার বিরুদ্ধে ৩১ বলে ৫০ রান পূর্ণ হিটম্যানের

  • 08 Nov 2021 09:43 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল ভারত। কোনও উইকেট না হারিয়ে ৬ ওভারে ৫৪ রান তুলেছে টিম ইন্ডিয়া।

    কেএল রাহুল ১৫*, রোহিত শর্মা ৩৯*

  • 08 Nov 2021 09:30 PM (IST)

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রোহিতের ৩ হাজার রান

    নামিবিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের শেষ ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করে ফেললেন রোহিত শর্মা।

  • 08 Nov 2021 09:29 PM (IST)

    ৩ ওভারে ভারত ২৬/০

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে রোহিত-রাহুল জুটি।

    রোহিত ব্যাট করছেন ২৫ রানে। রাহুল রয়েছেন ১ রানে।

  • 08 Nov 2021 09:14 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    ওপেনিংয়ে নেমেছেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

  • 08 Nov 2021 08:58 PM (IST)

    ১৩২ রানে থামল নামিবিয়া

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে নামিবিয়া। তিনটি করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। ২টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা। কোনও উইকেট পাননি মহম্মদ সামি ও রাহুল চাহার। টিম ইন্ডিয়ার টার্গেট ১৩৩। ভারতের ক্যাপ্টেন হিসেবে শেষ ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি। এই ম্যাচে জিতে একটা অধ্যায় শেষ করাতেই লক্ষ্য ভিকের।

  • 08 Nov 2021 08:38 PM (IST)

    গ্রিন আউট

    কোনও রান না করেই মাঠ থেকে ফিরে গেলেন জেন গ্রিন। অশ্বিন ভারতকে এনে দিলেন সপ্তম উইকেট।

  • 08 Nov 2021 08:34 PM (IST)

    ১৫ ওভারে নামিবিয়া ৯৩/৬

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছে নামিবিয়া।

  • 08 Nov 2021 08:33 PM (IST)

    জেজে স্মিট আউট

    রবীন্দ্র জাডেজার তৃতীয় শিকার হলেন জেজে স্মিট। ৯ বলে ৯ রান করে মাঠ ছাড়লেন স্মিট

  • 08 Nov 2021 08:25 PM (IST)

    নামিবিয়ার অধিনায়ক আউট

    গেরহার্ড এরাসমাসের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন এরাসমাস।

  • 08 Nov 2021 08:15 PM (IST)

    ১০ ওভারে নামিবিয়া ৫১/৪

    প্রথম ১০ ওভারের খেলা হয়ে গিয়েছে ৪ উইকেট হারিয়ে নামিবিয়া তুলেছে ৫১ রান। এখনও পর্যন্ত ২টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাডেজা, একটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন। রাহুল চাহার ও মহম্মদ সামি এখনও পর্যন্ত উইকেট পায়নি।

  • 08 Nov 2021 08:11 PM (IST)

    লফটি ইটন আউট

    রবিচন্দ্রন অশ্বিনের বলে ফিরলেন নিকোল লফটি ইটন। ৫ রান করে সাজঘরে ফিরলেন ইটন। এক্কেবারে সহজ ক্যাচ তালুবন্দি করলেন রোহিত শর্মা।

  • 08 Nov 2021 08:03 PM (IST)

    বার্ড আউট

    নামিবিয়ার তৃতীয় উইকেটের পতন। জাডেজার বলে এলবিডব্লিউ হলেন বার্ড। ২১ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 08 Nov 2021 07:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    ৬ ওভারের খেলা হয়ে গিয়েছে। পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে নামিবিয়া তুলেছে ৩৪ রান। পঞ্চম ওভারের চতুর্থ বলে মাইকেল ভ্যান লিঙ্গেনের উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। ১৪ রান করে সাজঘরে ফিরলেন লিঙ্গেন। এবং ষষ্ঠ ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে আউট হন ক্রেগ উইলিয়ামস। কোনও রান না করেই সাজঘরে ফেরেন উইলিয়ামস। ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন রবীন্দ্র জাডেজা।

  • 08 Nov 2021 07:56 PM (IST)

    ক্রেগ উইলিয়ামস আউট

    ষষ্ঠ ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে আউট হন ক্রেগ উইলিয়ামস। কোনও রান না করেই সাজঘরে ফেরেন উইলিয়ামস। ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন রবীন্দ্র জাডেজা।

  • 08 Nov 2021 07:52 PM (IST)

    লিঙ্গেন আউট

    পঞ্চম ওভারের চতুর্থ বলে মাইকেল ভ্যান লিঙ্গেনকে ফেরালেন জসপ্রীত বুমরা। ক্যাচ নেন মহম্মদ সামি। প্রথম উইকেট হারাল নামিবিয়া। ১৪ রান করে সাজঘরে ফিরলেন লিঙ্গেন

  • 08 Nov 2021 07:43 PM (IST)

    ৩ ওভারে নামিবিয়া ২৫/০

    ৩ ওভারের খেলা হয়ে গিয়েছে কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে নামিবিয়া। প্রথম ৩ ওভারে জসপ্রীত বুমরা ও মহম্মদ সামি একটি উইকেটও পাননি।

  • 08 Nov 2021 07:37 PM (IST)

    কালো আর্ম ব্যান্ড পরে খেলছে টিম ইন্ডিয়া

    শনিবার মারা গিয়েছেন দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত ভারতীয় কোচ তারক সিনহা। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নামিবিয়ার বিরুদ্ধে কালো আর্ম ব্যান্ড পরে খেলছে টিম ইন্ডিয়া।

  • 08 Nov 2021 07:31 PM (IST)

    নামিবিয়ার ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন স্টিফান বার্ড ও মাইকেল ভ্যান লিঙ্গেন

  • 08 Nov 2021 07:14 PM (IST)

    নামিবিয়ার প্রথম একাদশ

    নামিবিয়ার প্রথম একাদশ: ক্রেগ উইলিয়ামস, স্টিফান বার্ড, মাইকেল ভ্যান লিঙ্গেন, জেন গ্রিন (উইকেটকিপার), গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইজি, জেজে স্মিট, ফ্লাইলিঙ্ক, নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান ও বার্নাড স্কোল্টজ।

  • 08 Nov 2021 07:12 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    বরুণ চক্রবর্তীর বদলে আজ নামিবিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে খেলবেন রাহুল চাহার। ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা।

  • 08 Nov 2021 07:07 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল ভারত। টসে জিতে শুরুতে নামিবিয়াকে ব্যাটিং করতে পাঠালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

  • 08 Nov 2021 06:56 PM (IST)

    নজরে টি-২০-তে ক্যাপ্টেন বিরাটের রেকর্ড

    টি-২০ ফরম্যাটে একাধিক রেকর্ড রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির নামের পাশে।

    ১. ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টি-২০ রান রয়েছে ভিকের ঝুলিতে।

    ২. টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব থেকে দ্রুত ১০০০ রান।

    ৩. বিরাট কোহলি একমাত্র ভারত অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশে গিয়ে ভারতকে টি-২০ সিরিজ জিতিয়েছেন।

    ৪. অধিনায়ক হিসেবে আজ ৫০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে চলেছেন বিরাট। এর আগের ৪৯টি টি-২০ ম্যাচের ২৯টিতে জয় ও ১৬টিতে হার জুটেছে ক্যাপ্টেন ভিকের কপালে।

  • 08 Nov 2021 06:50 PM (IST)

    ক্যাপ্টেন হিসেবে বিরাটের ৫০তম টি-২০ ম্যাচ

    আজ নামিবিয়ার বিরুদ্ধে ভারত অধিনায়ক হিসেবে শেষ টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি। এবং ক্যাপ্টেন হিসেবে কোহলি ৫০তম টি-২০ ম্যাচ খেলবেন আজ।

  • 08 Nov 2021 06:46 PM (IST)

    সবার মুখেই বাবল ক্লান্তির কথা, BCCI-এর কী বক্তব্য..

    টানা বাবলে থাকার ফলেই কি বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের এই খারাপ পারফরম্যান্স? প্রশ্ন উঠছে অনেকদিন ধরেই। গতকাল বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun) তো বলেই দেন, আইপিএল আর বিশ্বকাপের মাঝে কিছুদিনের বিশ্রামের প্রয়োজন ছিল ক্রিকেটারদের। এ বিষয়টিকে মোটেই ভালো ভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

    পড়ুন বিস্তারিত-- T20 World Cup 2021: বাবল ‘ক্লান্তি’র অজুহাতে অসন্তুষ্ট বোর্ড

  • 08 Nov 2021 06:40 PM (IST)

    পাঁচ বছরের জুটির আজ শেষ দিন

    ২০১৭ তে শুরু হয়েছিল যে স্বপ্নের দৌড়, ৮ নভেম্বর ২০২১-এ তা শেষ হচ্ছে। ভারতীয় ক্রিকেটে (India Cricket) একটা যুগের অবসান হতে চলেছে আজ।

    পড়ুন বিস্তারিত- Virat and Ravi: আজ বিরাট-শাস্ত্রী যুগের অবসান

  • 08 Nov 2021 06:34 PM (IST)

    এই প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড

    এর আগে ভারত-নামিবিয়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মুখোমুখি হয়নি। এই প্রথম বার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে দুই দল।

Published On - Nov 08,2021 6:31 PM

Follow Us: