IND vs NED Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি২০ বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচ

India vs Netherlands, T20 World Cup 2022: বৃহস্পতিবার দুপুরে টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ ম্যাচে মুখোমুখি ভারত ও নেদারল্যান্ডস।

IND vs NED Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি২০ বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচ
IND vs NED Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি২০ বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 6:00 PM

সিডনি: টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভ পর্ব জয় দিয়ে শুরু করেছে রোহিত শর্মার ভারত (India)। আগামীকাল, বৃহস্পতিবার সিডনিতে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া এবং স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস (Netherlands)। গত বারের কুড়ি-বিশের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে কাপযাত্রা শুরু করেছিল মেন ইন ব্লু। এ বার তা হয়নি। ১৫ বছরের ট্রফির খরা কাটাতে মরিয়া মেন ইন ব্লু। মেলবোর্নে ভারত-পাক ম্যাচে বৃষ্টির সম্ভবনা ছিল। কিন্তু তা হয়নি। ভেনু বদলালেও আবহাওয়া বদলাচ্ছে না। আগামীকাল সিডনিতে রোহিতদের ম্যাচেও বৃষ্টির সম্ভবনা রয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এক বারও মুখোমুখি হয়নি ভারত। এর আগে ২টি ওডিআই ম্যাচে সাক্ষাৎ হয়েছিল দুই দলের। সেই সাক্ষাতে এগিয়ে রয়েছে ভারত। নেদারল্যান্ডস সুপার-১২-র প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৯ রানে হেরেছিল। ভারতের বিরুদ্ধে তাদের জেতার সম্ভবনাও ক্ষীণ।

ভারত বনাম নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি আগামীকাল, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) হবে।

ভারত বনাম নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি শুরু হবে দুপুর ১২.৩০ মিনিটে। ম্যাচের আগে ১২টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে  Tv9Bangla ওয়েবসাইটে।

ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ সামি। স্ট্যান্ড বাই : মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, শার্দূল ঠাকুর।

নেদারল্যান্ডসের স্কোয়াড : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্য়ান বিক, টম কুপার, ব্র্য়ান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুতেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিড, পল ভ্যান মিকেরেন, রোলেফ ভ্যান ডার মারওয়ে, স্টিফেন মাইবার, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডড, টিম প্রিঙ্গল, বিক্রম সিং।