রাঁচি: আজ, শুক্রবার রাঁচিতে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গিয়েছে দ্রাবিড় সভ্যতা। টিম ইন্ডিয়া খেলছে নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) অধীনে। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ভারতের বিরুদ্ধে খেলছে টুর্নামেন্টের ফাইনালে খেলা নিউজিল্যান্ড। যদিও এই সিরিজে দুই দলের অনেক ক্রিকেটারই বিশ্রামে রয়েছেন। এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মেন ইন ব্লু। রাঁচিতেই এই সিরিজ পকেটে পুরে ফেলতে চান রোহিতরা। কিউয়িদের বিরুদ্ধে হেড টু হেডে নজর দিলে দেখা যায় এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১৮ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৯ বার, ভারত জিতেছে ৭ বার এবং ম্যাচ অমীমাংসিত ২ বার। এবং এই দুই দল এর আগে ভারতের মাঠে ৬ বার মুখোমুখি হয়েছে। তাতে ৩ বার জিতেছে কিউয়িরা ও ৩ বার জিতেছে টিম ইন্ডিয়া। কিউয়িরা সিরিজের প্রথম ম্যাচে ভালো লড়াই করলেও জিততে পারেনি। ফলে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া সাউদিরা। আর রোহিতরা নিউজিল্যান্ডকে সেটাই করতে দিতে চান না। ফলে রাঁচিতে আজ আবারও এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আজ শুক্রবার (১৯ নভেম্বর) হবে।
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি রাঁচির স্টেডিয়ামে (JSCA International Stadium) হবে।
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭টায়। ম্যাচের আগে ৬.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: India vs New Zealand: নিমেষে শেষ ক্রিকেটের নন্দনকাননের টিকিট