IND vs NZ, 1st T20I Highlights: ওয়াশিংটনের ‘সুন্দর’ ব্যাটিংয়েও হার দিয়ে সিরিজ শুরু ভারতের

| Edited By: | Updated on: Jan 28, 2023 | 12:29 AM

India vs New Zealand Ist T20I Live Score: রাঁচিতে আজ প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

IND vs NZ, 1st T20I Highlights: ওয়াশিংটনের 'সুন্দর' ব্যাটিংয়েও হার দিয়ে সিরিজ শুরু ভারতের
Image Credit source: Twitter

রাঁচি: ওডিআই সিরিজে নিউজিল্য়ান্ডকে ক্লিন সুইপ করেছে ভারত। এ বার পালা টি-২০র। তিন ম্যাচের সিরিজে দুটি দলই নেমেছে নতুন অধিনায়কের নেতৃত্বে। টি-২০ সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্বে মিচেল স্যান্টনার। ভারতের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। অতীতেও আয়ার্ল্যান্ড, নিউজিল্যান্ড সফরে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। এমনকী বছরের শুরুতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা অবশ্য ভালো হল না হার্দিকের। নজর ছিল এক ঝাঁক তরুণ ক্রিকেটারের উপর। এ বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ওপেনার শুভমন গিলের। ওয়ান ডে ফরম্য়াটে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওডিআই সিরিজে জোড়া সেঞ্চুরি করেছেন। এর মধ্যে একটি দ্বিশতরানের ইনিংস। এই ম্যাচেও তিনিই ওপেন করেন। তবে শুভমন, ঈশান, রাহুল ত্রিপাঠীর মতো তরুণরা রাঁচিতে দলকে ভরসা দিতে পারলেন না। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ২১ রানে হার ভারতের। এর মধ্যেও প্রাপ্তি ওয়াশিংটন সুন্দর। চোটের জন্য বহু সিরিজে না খেলার হতাশা। অক্ষর প্য়াটেল না থাকায় এই সিরিজে স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটনের উপর বাড়তি প্রত্যাশা। প্রথম ম্যাচেই অনবদ্য। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি এবং ২টি উইকেটও নিলেন। শেষ অবধি মরিয়া লড়াই করলেও সঙ্গীর অভাবে দলকে জেতাতে পারলেন না।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 27 Jan 2023 11:25 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার।
    • ডেভন কনওয়ে এবং ড্যারেল মিচেলের অর্ধশতরানের ইনিংস।
    • নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে।
    • ভারতীয় বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন।
    • ভালো বোলিং করেছেন কুলদীপও।
    • বড় লক্ষ্য তাড়ার জন্য ভালো শুরুর প্রয়োজন ছিল।
    • ভারতীয় ইনিংসের ৩.১ ওভারের মধ্যেই টপ থ্রি আউট।
    • সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়া জুটি হাল ধরে।
    • শেষ দিকে মরিয়া লড়াই একলা ওয়াশিংটনের।
    • তবে ২১ রানে হার দিয়ে সিরিজ শুরু ভারতের।
  • 27 Jan 2023 10:27 PM (IST)

    সুন্দরের হাফ সেঞ্চুরি

    অনবদ্য বোলিংয়ের পর ক্রাইসিস পরিস্থিতিতে কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ২৫ বলে অর্ধশতরান ওয়াশিংটন সুন্দরের।

  • 27 Jan 2023 10:16 PM (IST)

    সঙ্গীর অভাবে ভুগছেন সুন্দর

    শিবম মাভির পর আউট কুলদীপও। অষ্টম উইকেট হারাল ভারত। ওয়াশিংটন সুন্দর থাকলেও ম্যাচ ক্রমশ ভারতের হাতের বাইরে।

  • 27 Jan 2023 10:11 PM (IST)

    পার্থক্য গড়ে দিল স্যান্টনারের স্পেল

    বোলার অধিনায়ক হিসেবে একটা সমস্যা থাকে। কখন নিজেকে আক্রমণে আনবেন, সিদ্ধান্ত নেওয়া কঠিন। স্পেলের প্রথম তিন ওভারে ৩ ওভারে ১টি মেডেন সহ ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। ১৬তম ওভারে হুডাকে ফেরালেন। সব মিলিয়ে ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট। অনবদ্য বোলিং কিউয়ি ক্যাপ্টেন স্যান্টনারের।

  • 27 Jan 2023 09:55 PM (IST)

    আউট হার্দিক

    হার্দিককে কট অ্যান্ড বোল্ড ব্রেসওয়েলের। ২০ বলে ২১ রান। ১৩ ওভারে ভারত ৯০/৫।

  • 27 Jan 2023 09:52 PM (IST)

    আউট সূর্যকুমার

    ১১.৪ ওভারে সোধির বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ফিন অ্যালেনের হাতে ক্যাচ দিলেন সূর্যকুমার যাদব। ৩৪ বলে ৪৭ রান। বড় ধাক্কা ভারতের ১২ ওভার শেষে ৪ উইকেট খুইয়ে ৮৮ রান ভারতের। ক্রিজে ওয়াশিংটন সুন্দর।

  • 27 Jan 2023 09:40 PM (IST)

    ১০ ওভারে ৭৪ রান

    তিন উইকেট খুইয়ে ১০ ওভারে উঠল ৭৪ রান। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে সূর্যকুমার যাদবের। ধরে খেলছেন ক্যাপ্টেন হার্দিক।

  • 27 Jan 2023 09:17 PM (IST)

    ৫ ওভারে ৩০ রান

    ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩০ রান ভারতের।

  • 27 Jan 2023 09:11 PM (IST)

    ফের ধাক্কা ভারতের

    ৩.১ ওভারে শুভমন গিলকে আউট করলেন মিচেল স্যান্টনার। প্যাভিলিয়নে প্রথম তিন ব্যাটার। ৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০ রান ভারতের। ক্রিজে সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া।

  • 27 Jan 2023 09:08 PM (IST)

    ফিরলেন রাহুল

    ৩ ওভারেই দুটি উইকেট হারিয়ে ফেলল ভারত। ঈশানের পর জ্যাকব ডাফির বলে প্যাভিলিয়নের পথ ধরলেন রাহুল ত্রিপাঠী (০)। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১৫/২।

  • 27 Jan 2023 09:01 PM (IST)

    শুরুতেই ধাক্কা ভারতের

    রান তাড়ায় নেমে প্রথমেই ধাক্কা। ঈশানকে বোল্ড আউট করলেন মাইকেল ব্রেসওয়েল। ঘরের মাঠে হতাশ ঈশান।

  • 27 Jan 2023 08:52 PM (IST)

    শুরু ভারতের ইনিংস

    রান তাড়ায় নামল ভারত। ওপেনিংয়ে জোড়া দ্বিশতরানকারী শুভমন গিল ও ঈশান কিষাণ। রাঁচির আকাশে উঠবে গিল-কিষাণ ঝড়? বল হাতে জ্যাকব ডাফি।

  • 27 Jan 2023 08:49 PM (IST)

    এক ঝলকে নিউজিল্যান্ডের ইনিংস

    ১. ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান নিউজিল্যান্ডের

    ২. সর্বাধিক ৫৯ রান করে অপরাজিত থাকলেন ড্যারেল মিচেল

    ৩. ৩৫ বলে ৫২ রান ওপেনার ডেভন কনওয়ের

    ৪. নিউজিল্যান্ডের ইনিংসে ওয়াশিংটন সুন্দর পেলেন দুটি উইকেট

  • 27 Jan 2023 08:43 PM (IST)

    নিউজিল্যান্ডের ইনিংসের সমাপ্তি

    নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৭৭।

  • 27 Jan 2023 08:42 PM (IST)

    হাফ সেঞ্চুরি

    ২৬ বলে হাফ সেঞ্চুরি ড্যারেল মিচেলের। অর্শদীপ সিংয়ের বলে পরপর তিনটি ছয় হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।

  • 27 Jan 2023 08:37 PM (IST)

    মাভি ফেরালেন স্যান্টনারকে

    ষষ্ঠ উইকেটের পতন। শিবম মাভি আউট করলেন মিচেল স্যান্টনারকে (৭)।

  • 27 Jan 2023 08:29 PM (IST)

    ফিরলেন ব্রেসওয়েল

    এলেন আর গেলেন। রান আউট হয়ে ফিরলেন মাইকেল ব্রেসওয়েল (১)। ১৮ ওভারে ৫ উইকেটে ১৪১ রান। ক্রিজে স্ট্যান্ড ইন অধিনায়ক মিচেল স্যান্টনার।

  • 27 Jan 2023 08:26 PM (IST)

    আউট কনওয়ে

    অর্ধশতরানকারী ডেভন কনওয়েকে (৫২) ফেরালেন অর্শদীপ সিং। ক্যাচ নিলেন দীপক হুডা। ১৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান নিউজিল্যান্ডের।

  • 27 Jan 2023 08:15 PM (IST)

    ১৫ ওভারের খেলা শেষ

    ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৭ রান নিউজিল্যান্ডের।

  • 27 Jan 2023 08:02 PM (IST)

    আউট গ্লেন

    গ্লেন ফিলিপসকে ফেরালেন কুলদীপ যাদব। সূর্যকুমার যাদবের বলে ক্যাচ দিলেন। ২২ বলে ১৭ রান। ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান।

  • 27 Jan 2023 07:48 PM (IST)

    গ্যালারিতে সস্ত্রীক ধোনি

    গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী ধোনি। ক্যামেরা ঘুরতেই উঠল ধোনি...ধোনি রব।

  • 27 Jan 2023 07:43 PM (IST)

    ৮ ওভারে ৭০ রান

    ৮ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের স্কোর ৭০/২। ব্যাট হাতে আক্রমণাত্মক ওপেনার ডেভন কনওয়ে।

  • 27 Jan 2023 07:34 PM (IST)

    পরপর ধাক্কা সুন্দরের

    ফিন অ্যালানের পথ ধরলেন তিন নম্বরে ব্যাট করতে নামা মার্ক চাপম্যান। শূন্য রানে চাপম্যানকে কট অ্যান্ড বোল্ড ওয়াশিংটন সুন্দরের। পাওয়ার প্লে ওভারে ২টি উইকেট হারাল নিউজিল্যান্ড। ক্রিজে গ্লেন ফিলিপস। ৬ ওভার শেষে কিউয়িদের স্কোর ৪৭/২।

  • 27 Jan 2023 07:29 PM (IST)

    প্রথম সাফল্য ভারতের

    আক্রমণাত্মক হয়ে উঠছিলেন ফিন অ্যালান। ওয়াশিংটন সুন্দরের বলে বড় শট খেলতে গিয়ে ডিপে ক্যাচ দিলেন সূর্যকুমার যাদবকে। ২৩ বলে ৩৫ রান। ৪.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রান নিউজিল্যান্ডের।

  • 27 Jan 2023 07:05 PM (IST)

    শুরু ম্যাচ

    নিউজিল্যান্ডের হয়ে ইনিংসের সূচনায় ফিন অ্যালান ও ডেভন কনওয়ে। বল হাতে হার্দিক পান্ডিয়া।

  • 27 Jan 2023 06:50 PM (IST)

    নিউজিল্যান্ড একাদশ

    চোট সারিয়ে কিউয়িদের দলে ফিরলেন ঈশ সোধি। টি-২০তে নিউজিল্যান্ডের নেতৃত্ব মিচেল স্যান্টনার।

    নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালান, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার

  • 27 Jan 2023 06:43 PM (IST)

    ভারতের একাদশ

    মাঠে নামার জন্য অপেক্ষা বাড়ল পৃথ্বী শ-র। জায়গা হল না প্রথম একাদশে।

    ভারতের একাদশ: হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং উমরান মালিক,  শিবম মাভি।

  • 27 Jan 2023 06:36 PM (IST)

    টস জিতল ভারত

    রান তাড়া করবে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার।

  • 27 Jan 2023 06:12 PM (IST)

    তৈরি রাঁচি

    রোহিত শর্মার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। টানা জয়ে চনমনে ভারতীয় দল।

  • 27 Jan 2023 06:09 PM (IST)

    পৃথ্বীর টিমে কামব্যাক

    দলে ফিরেছেন, প্রথম একাদশে ফিরবেন পৃথ্বী শ? কী বললেন বোর্ডকে?

Published On - Jan 27,2023 6:00 PM

Follow Us: